অ্যাকসেস হলিউড

(Access Hollywood থেকে পুনর্নির্দেশিত)

অ্যাকসেস হলিউড (ইংরেজি: Access Hollywood) হচ্ছে একটি সাপ্তাহিক মার্কিন টেলিভিশন সংবাদ অণুষ্ঠান, যা বিনোদন শিল্পের বিভিন্ন ঘটনা ও সেলিব্রেটিদের নিয়ে আলোচনা ও খবরাদি প্রকাশ করা হয়। প্রাপ্তন এন্টারটেইনমেন্ট টুনাইট অণুষ্ঠানের নির্বাহী প্রযোজক জিম ভ্যান মেসেল এটির প্রতিষ্ঠিতা, এবং বর্তমানে এটি পরিচালনা করছেন রবার্ট সিলভেরস্টেইন। অ্যাকসেস হলিউড প্রাথমিকভাবে সঙ্গীত, টেলিভিশন, এবং চলচ্চিত্র শিল্পের ওপর গুরুত্ব দিয়ে অণুষ্ঠান সাজায়।

অ্যাকসেস হলিউড
উপস্থাপকবিলি বুশ
ন্যান্সি ও'ডেল
দেশ যুক্তরাষ্ট্র
মূল ভাষাইংরেজি
পর্বের সংখ্যা৩,২৬৫ (২৩ জুলাই, ২০০৭ পর্যন্ত)
নির্মাণ
স্থিতিকাল৩০ মিনিট
মুক্তি
নেটওয়ার্কব্রডকাস্ট সিন্ডিকেট
মুক্তি৯ সেপ্টেম্বর, ১৯৯৬ –
বর্তমান

৯ সেপ্টেম্বর, ১৯৯৬-এর কার্যক্রম শুরু হয়, এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সিন্ডিকেটের আওতায় তা শুরু হয়। ২০০৩ সালে এই অণুষ্ঠানের যুক্তরাজ্য সংস্করণ শুরু হয়, এবং আইরিশ সংস্করণ শুরু হয় ২০০৬ সালে। এই তিনটি একত্রে ৩ই বা 3e নামে পরিচিত। কানাডাতে সিটিভি ১ সেপ্টেম্বর, ২০০৮ থেকে এই অণুষ্ঠানটি প্রচার করে আসছে।

প্রোগ্রামটি ১১ ডিসেম্বর, ২০১৭ এ নাম পরিবর্তন করে কেবলমাত্র অ্যাকসেস নাম ধারণ করে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "New Name, Higher Ratings For 'Access'"। TVNewscheck। ২৭ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা