.এই (.ae) হল সংযুক্ত আরব আমিরাতের কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। এর নিয়ন্ত্রক সংস্থা এইডিএ যা সংযুক্ত আরব আমিরাত টেলিকমিউনিকেশন রেগুলেটরি কর্তৃপক্ষের একটি অংশ।

.এই
প্রস্তাবিত হয়েছে১৯৯২
টিএলডি ধরনকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রি.aeDA
প্রস্তাবের উত্থাপকটিআরএ
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত
 United Arab Emirates
বর্তমান ব্যবহারসংযুক্ত আরব আমিরাতে অত্যন্ত জনপ্রিয়।
নিবন্ধনের সীমাবদ্ধতাস্থানীয় ভাবে বিভিন্ন সংস্থার জন্য শুধুমাত্র তৃতীয় স্তরে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। আবেদনের সময় অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হয় ও যথাযথ মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয় (for org, mil, gov, sch and ac)।
কাঠামোনামের জন্য সরাসরি দ্বিতীয় স্তরে নিবন্ধন করা যাবে; দ্বিতীয় স্তরের অধীনে তৃতীয় স্তরের নিবন্ধীকরণও করা যায়
নথিপত্রডোমেইন নামের নীতিমালা
বিতর্ক নীতিমালাআবেদনের নীতিমালা
ওয়েবসাইটaeda.ae

স্বীকৃত নিবন্ধনকারী সম্পাদনা

২০ অক্টোবর, ২০১০ পর্যন্ত ১৬টি স্বীকৃত নিবন্ধনকারী রয়েছে।

  • ইউএইনিক/এটিসালাট
  • ডিইউ
  • এসিও
  • এই ইন্সট্রা
  • মার্ক মনিটর
  • আইপি মিরর
  • ইন্টার.নেট
  • এইসার্ভার
  • ইন্টারনেটওয়ার্ক
  • সিপিএস-ডেটএসসিস্টেম
  • সেফ নেইমস
  • ১২৩ ডোমেইন
  • কনসালটিক্স
  • ইন্টারনেটএক্স
  • ১০১ডোমেইন
  • দুরাক[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tasjeel.ae / Durraq New Local Accredited Registrar with .aeDA"। .aeDA। ২০১০-১০-২০। ২০১৬-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা