৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানটি ছিল ২০১৮ সালের শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্রকে সম্মননা দেওয়ার জন্য ২০১৯-এ অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠান। পুরস্কারের ঘোষণা ২০১৯-এর ভারতের সাধারণ নির্বাচনের জন্য দেরিতে হয়। [১][২]
৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০১৮-এ ভারতীয় চলচ্চিত্রের মধ্যে শ্রেষ্ঠ | |||
পুরস্কার প্রদান করে | চলচ্চিত্র উৎসবের পরিচালকবর্গ | |||
আয়োজক | ভেঙ্কাইয়া নাইডু (ভারতের উপরাষ্ট্রপতি) | |||
ঘোষণা | ৯ আগস্ট ২০১৯ | |||
প্রদান | ২৩ ডিসেম্বর ২০১৯ | |||
উপস্থাপক | দিব্যা দত্তা সোনালী কুলকার্নী | |||
অফিসিয়াল ওয়েবসাইট | dff.gov.in | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | অমিতাভ বচ্চন | |||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | হেলারো | |||
শ্রেষ্ঠ অ-পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | • সন রাইজ • দ্য সিক্রেট লাইফ অফ ফ্রগস | |||
শ্রেষ্ঠ বই | মৌনা প্রার্থনা পোলে | |||
শ্রেষ্ঠ সমালোচক | • ব্লেইস জনি • অনন্ত বিজয় | |||
সর্বাধিক পুরস্কার | নাথিচারামি (৫) | |||
|
নির্বাচনের প্রক্রিয়া
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Economic Times"। IANS। ২৪ এপ্রিল ২০১৯। ২৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- ↑ "66th National Film Awards" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Directorate of Film Festivals। ৯ আগস্ট ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯।