৩১ আগস্ট

তারিখ
(৩১শে আগস্ট থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

৩১ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৩তম (অধিবর্ষে ২৪৪তম) দিন। বছর শেষ হতে আরো ১২২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলীসম্পাদনা

জন্মসম্পাদনা

  • ০০১২ - কালিগুলা, রোমান সম্রাট।
  • ০১৬১ - কোমোডুস, রোমান সম্রাট।
  • ১৮২১ - হারমান ভন হেল্মহোল্টয, জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী।
  • ১৯১৩ - বার্নার্ড লভেল্, ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৯৩৬ - ভ্লাদিমির অরলভ, রাশিয়ান লেখক।
  • ১৮৪৩ - গেয়র্গ ভন হেরটলিং, জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম চ্যান্সেলর।
  • ১৮৭০ - মারিয়া মন্টেসরি,ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ, নিজের নামে প্রতিষ্ঠা করা শিক্ষা দর্শন - "মন্টেসরি শিক্ষাপদ্ধতি"র জন্য সুপরিচিত। (মৃ.০৬/০৫/১৯৫২)
  • ১৮৭৯ - আল্‌মা মাহ্‌লের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী।
  • ১৮৮৮ - কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।(মৃ.১০/১১/১৯০৮)
  • ১৮৯৭ - ফ্রেডরিক মার্চ, আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক।
  • ১৯০৭ - রামোন ডেল ফিরো ম্যাগসেসে, ফিলিপিনো অধিনায়ক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি।
  • ১৯১৯ - অমৃতা প্রীতম, ভারতীয় কবি ও লেখক।
  • ১৯২৮ - জেমস হ্যারিসন কোবার্ন, আমেরিকান অভিনেতা।
  • ১৯৪৪ - ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
  • ১৯৪৫ - ভ্যান মরিসন, উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।
  • ১৯৪৯ - এইচ ডেভিড পলিতজার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
  • ১৯৪৯ - রিচার্ড গিয়ার, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
  • ১৯৬০ - হাসান নাসরুল্লাহ, লেবাননের রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান, হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব।
  • ১৯৬৩ - ঋতুপর্ণ ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা ।(মৃ.৩০/০৫/২০১৩)
  • ১৯৬৯ - জাভাগাল শ্রীনাথ, সাবেক ভারতীয় ক্রিকেটার।
  • ১৯৭০ - নিকোলা গ্রুয়েভস্কি, ম্যাসাডোনিয়া অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
  • ১৯৭৭ - জেফ হার্ডি, আমেরিকান কুস্তিগির ও গায়ক।
  • ১৯৮২ - পেপে রেইনা, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৫ - রোলানদো জর্জ পিরেস দা ফনসেকা, পর্তুগিজ ফুটবলার।

মৃত্যুসম্পাদনা

  • ১৪২২ - পঞ্চম হেনরি, ইংল্যান্ডের রাজা।
  • ১৬৮৮ - জন বুনয়ান, ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক।
  • ১৭৯৫ - ফ্রাসোয়া-আঁদ্রে ডানিকান ফিলিডোর, ফরাসি বংশোদ্ভূত ইংরেজ দাবা খেলোয়াড় ও সুরকার।
  • ১৮১১ - লুই আন্তনিও ডি বোউগাইনভিলে, ফরাসি নৌসেনাপতি ও এক্সপ্লোরার।
  • ১৮১৪ - আর্থার ফিলিপ, ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ১ম গভর্নর।
  • ১৮৬৪ - ফের্দিনান্দ লাসালে, জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী।
  • ১৮৬৭ - শার্ল বোদলেয়ার, ফরাসী কবি।
  • ১৯২০ - উইলহেম উন্ট, জার্মান চিকিৎসক, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক।
  • ১৯৪১ - মারিনা টসভেটাভা, রাশিয়ান কবি ও লেখক।
  • ১৯৬৩ - জর্জ ব্রাকুয়ে, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।
  • ১৯৭১ -
  • ১৯৭৩ - জন ফোর্ড, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৮৫ - ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী।
  • ১৯৮৬ - উরহো কেকোনেন, ফিনিশ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম সভাপতি।
  • ১৯৯৩ - স্টেলা ক্রামরিশ, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও কিউরেটর যিনি মূলত ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে প্রসিদ্ধি লাভ করেন।(জ.১৮৯৬)
  • ১৯৯৭ - প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী।
  • ২০০২ - জর্জ পোর্টার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
  • ২০০৫ - জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ।
  • ২০০৮ - কেন ক্যাম্পবেল, ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা।
  • ২০১৩ - ডেভিড প্যারাডাইন ফ্রস্ট, ইংরেজ রসায়নবিদ ও শিক্ষাবিদ।
  • ২০২০ - মহামান্য প্রণব মুখোপাধ্যায়,ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতি।

ছুটি ও অন্যান্যসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা