২০২৪–২৫ সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বনাম আফগানিস্তান

২০২৪ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সাথে তিনটি [] একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার জন্যে সংযুক্ত আরব আমিরাত সফর করে। [] সিরিজের সব ম্যাচ শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় [] এবং এটিই উভয় দলের মাঝে অনুষ্ঠিত প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। [] এই সিরিজের পরই আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজ শুরু হয়। [] আফগানিস্তান ২-১ ব্যবধানে উক্ত সিরিজে জয়লাভ করে।

সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম আফাগানিস্তান, ২০২৪–২৫
 
  আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা
তারিখ ১৮ – ২২ সেপ্টেম্বর, ২০২৪
অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি টেম্বা বাভুমা[n ১]
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান রহমানুল্লাহ গুরবাজ (১৯৪)
সর্বাধিক উইকেট রশিদ খান (৭)
সিরিজ সেরা খেলোয়াড় রহমানুল্লাহ গুরবাজ

স্কোয়াড

সম্পাদনা
  আফগানিস্তান[]   দক্ষিণ আফ্রিকা[]

১৭ সেপ্টেম্বর প্রথম খেলায় অসুস্থতার কারণে টেমবা বাভুমাকে প্রথম ওয়ানডে থেকে বাদ দেওয়া হয় এবং এইডেন মার্করামকে অধিনায়ক হিসাবে নাম দেওয়া হয়। []

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওয়ানডে

সম্পাদনা
১৮ সেপ্টেম্বর, ২০২৪
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১০৬ (৩৩.৩ ওভার)
  আফগানিস্তান
১০৭/৪ ( ২৬.০ ওভার)
আফগানিস্তান ৬ উইকেটে জিতেছে
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: লংটন রাসুর (জিম) ও ইজাতুল্লাহ সাফি (আফ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফজলে হক ফারুকী

২য় ওয়ানডে

সম্পাদনা
২০ সেপ্টেম্বর, ২০২৪
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
৩১১/৪ (৫০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৩৪ (৩৪.২ ওভার)
টেম্বা বাভুমা ৩৮ (৪৭)
রশিদ খান ৫/১৯ (৯ ওভার)
  • আফগানিস্তান টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে।
  • নাকাবা পিটার নিজের ওডিআই অভিষেক করে।

৩য় ওয়ানডে

সম্পাদনা
২২ সেপ্টেম্বর, ২০২৪ 22
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
১৬৯ (৩৪ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৭০/৩ (৩৩ ওভার)
  • আফগানিস্তান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • আব্দুল মালিক (আফ.) নিজের ওডিআই অভিষেক করেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Aiden Markram captained South Africa in the first ODI.
  1. "ACB to Host South Africa for a Three-Match ODI Series in September"Afghanistan Cricket Board। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪ 
  2. "Historic bilateral series between Afghanistan and South Africa announced"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪ 
  3. "Afghanistan to host South Africa in historic bilateral series in UAE"The Times of India। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪ 
  4. "Afghanistan to host South Africa in historic first-ever ODI series in September"India TV। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪ 
  5. "Afghanistan, South Africa set to play three ODIs in September in Sharjah"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৪ 
  6. "ACB Name Squad for the South Africa ODIs"Afghanistan Cricket Board। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪ 
  7. "South Africa inject fresh blood for white-ball squads against Afghanistan and Ireland"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪ 
  8. "Stand-in captain named with Temba Bavuma ruled out of first ODI against Afghanistan"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪