২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ

২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর হিসেবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।[] টুর্নামেন্টটি প্রাথমিকভাবে ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি পিছিয়ে দেয়া হয়।[][] ২০২২ সালের এপ্রিল মাসে আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকার নাম নিশ্চিত করা হয়।[]

২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ
২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের লোগো
তারিখ১৪ জানুয়ারি ২০২৩ – ২৯ জানুয়ারি ২০২৩
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরন২০ ওভার
প্রতিযোগিতার ধরনদ্বৈত গ্রুপ রাউন্ড-রবিননকআউট
আয়োজক দক্ষিণ আফ্রিকা
বিজয়ী ভারত (১ম শিরোপা)
রানার-আপ ইংল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা১৬
খেলার সংখ্যা৪১
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ইংল্যান্ড গ্রেস স্ক্রিভেনস
সর্বাধিক রান সংগ্রহকারীভারত শ্বেতা সেহরাওয়াত (২৯৭)
সর্বাধিক উইকেটধারীঅস্ট্রেলিয়া ম্যাগি ক্লার্ক (১২)
আনুষ্ঠানিক ওয়েবসাইটঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে বিজয়ী হয় ভারত[] ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেনস প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[]

প্রেক্ষাপট

সম্পাদনা

২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের নারীদের জন্য প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় ও ২০২১ সালে টুর্নামেন্টটির প্রথম আসর আয়োজনের দায়িত্ব বাংলাদেশকে দেয়া হয়।[][] প্রাথমিকভাবে ২০২১ সালের জানুয়ারি মাসে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হলেও ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানায়।[] ২০২১ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সে বছরের ডিসেম্বর মাসে টুর্নামেন্টটি আয়োজনের কথা নিশ্চিত করে।[১০] কিন্তু ২০২১ সালের এপ্রিল মাসে টুর্নামেন্টটি আবারও পিছিয়ে দেয়া হয় ও ২০২৩ সালে টুর্নামেন্টটি আয়োজিত হবে বলে জানানো হয়।[১১]

যোগ্যতা অর্জন

সম্পাদনা

২০২২ সালের জুন মাসে আইসিসি টুর্নামেন্টের যোগ্যতা অর্জন প্রক্রিয়া ঘোষণা করে।[১২] স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, ভারতশ্রীলঙ্কা আইসিসির পূর্ণ সদস্য হওয়ার সুবাদে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে।[১৩] আমেরিকা অঞ্চল থেকে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য একমাত্র দল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রও সরাসরি মূল প্রতিযোগিতায় স্থান লাভ করে।[১৩] অবশিষ্ট চারটি স্থান আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হয়।[১৪]

এশিয়া অঞ্চলের বাছাইপর্বে জয়ী হওয়ার মাধ্যমে আঞ্চলিক বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে উত্তীর্ণ হয় সংযুক্ত আরব আমিরাত[১৫] পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বের অংশ হিসেবে আয়োজিত হওয়া তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপে উত্তীর্ণ হয় ইন্দোনেশিয়া[১৬] এর মাধ্যমে ইন্দোনেশিয়া যেকোনও পর্যায়ে প্রথমবারের মত কোনও আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্টে উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব অর্জন করে।[১৭] ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের অংশ হিসেবে নেদারল্যান্ডসকে একটি দ্বিপাক্ষিক সিরিজে পরাজিত করে স্কটল্যান্ড প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়।[১৮] আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের বিজয়ী দল হিসেবে বিশ্বকাপে উত্তীর্ণ হয়ে রুয়ান্ডাও প্রথমবারের মত কোনও বিশ্বকাপে সুযোগ পাওয়ার গৌরব অর্জন করে।[১৯]

উত্তীর্ণ দল উত্তরণের যোগ্যতা
  দক্ষিণ আফ্রিকা আয়োজক
  অস্ট্রেলিয়া আইসিসির পূর্ণ সদস্য
  আয়ারল্যান্ড
  ইংল্যান্ড
  ওয়েস্ট ইন্ডিজ
  জিম্বাবুয়ে
  নিউজিল্যান্ড
  পাকিস্তান
  বাংলাদেশ
  ভারত
  শ্রীলঙ্কা
  মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ
  ইন্দোনেশিয়া আঞ্চলিক বাছাইপর্ব
  রুয়ান্ডা
  সংযুক্ত আরব আমিরাত
  স্কটল্যান্ড

প্রতিযোগিতার ধরন

সম্পাদনা

অংশগ্রহণকারী ১৬টি দলকে চার দলের চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপে দলগুলো এক বার করে একে অপরের মুখোমুখি হয়। প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল দুটি গ্রুপ সম্বলিত সুপার ৬ পর্বে উত্তীর্ণ হয়, যে পর্বে একটি গ্রুপে গ্রুপ এ থেকে উত্তীর্ণ দলসমূহ গ্রুপ ডি থেকে আসা দলগুলোর মধ্য থেকে দুটি দলের ও অপর গ্রুপে গ্রুপ বি থেকে উত্তীর্ণ দলসমূহ গ্রুপ সি থেকে আসা দলগুলোর মধ্য থেকে দুটি দলের মুখোমুখি হয়। সুপার ৬ পর্বের দুটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ২৯ জানুয়ারি।

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিযোগিতার সূচি ঘোষিত হয়।[২০]

২০২২ সালের আগস্ট মাসে টুর্নামেন্টের ম্যাচ আয়োজনকারী শহরসমূহের নাম ঘোষিত হয়।[২১]

 
 
বেনোনি
 
পচেফস্ট্রুম
২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী মাঠ
পচেফস্ট্রুম বেনোনি
সেনওয়েস পার্ক উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল উইলোমুর পার্ক উইলোমুর পার্ক বি মাঠ

ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা

সম্পাদনা

২০২৩ সালের ৫ জানুয়ারি আইসিসি টুর্নামেন্টের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করে।[২২]

ম্যাচ রেফারি

আম্পায়ার

দলীয় সদস্য

সম্পাদনা

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল ১৫ সদস্যের দল ঘোষণা করে। ২০২২ সালের ১৮ অক্টোবর প্রথম দল হিসেবে নিজেদের দলীয় সদস্যদের নাম ঘোষণা করে ইংল্যান্ড।[২৩]

প্রস্তুতিমূলক ম্যাচ

সম্পাদনা

টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করে।[২৪]

প্রস্তুতিমূলক ম্যাচ
৯ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১৩৫/৬ (২০ ওভার)
এইলসা লিস্টার ৪২ (৪২)
ঈশানী বাগেলা ২/২০ (৩ ওভার)
ঈশানী বাগেলা ৪০ (৪২)
ক্যাথেরিন ফ্রেজার ৩/৭ (৩ ওভার)
স্কটল্যান্ড ৪৫ রানে জয়ী
সেন্ট স্টিথিয়ানস কলেজ প্রধান মাঠ, স্যান্ডটন
আম্পায়ার: বীরেন্দ্র শর্মা (ভারত) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ভারত  
৯৭/৮ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
৭৯/৭ (২০ ওভার)
হৃষিতা বসু ২৮ (৩৯)
এলা হেওয়ার্ড ২/১২ (২ ওভার)
ক্লেয়ার মুর ২৫ (২৪)
শেফালি বর্মা ৩/৮ (৪ ওভার)
ভারত ১৮ রানে জয়ী
স্টেইন সিটি বিদ্যালয় ওভাল, মিডরান্ড
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
৮৯/৬ (২০ ওভার)
  পাকিস্তান
৯১/৩ (১৫.৪ ওভার)
অ্যানাবেল স্কোয়ায়ারস ৩৫ (৩৭)
সৈয়দা আরুব শাহ ২/১১ (৪ ওভার)
আইমান ফাতিমা ৫৮* (৪৩)
নিয়েউ ম্যাকনাল্টি ১/১৩ (২ ওভার)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
টাকস ক্রিকেট ওভাল, প্রিটোরিয়া
আম্পায়ার: মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
৭০/৯ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
৫৫ (১৪.২ ওভার)
নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী ১৩ (২৩)
অলিন্ডার চারে ৩/৮ (৪ ওভার)
নাতাশা ম্‌তোম্বা ১৫ (২৪)
নি মাদে সুয়ার্নিয়াসি ৩/৯ (৩ ওভার)
ইন্দোনেশিয়া ১৫ রানে জয়ী
মান্ডেলা ক্রিকেট ওভাল, হামানসক্রল
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
৯০/৯ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
৩৮ (১৩.৩ ওভার)
নেত্মি সেনারত্ন ৫৩ (৫৫)
গীতিকা জ্যোতিষ ২/১০ (২ ওভার)
তীর্থ সতীশ ৮ (৯)
দেবমি বিহঙ্গা ৩/৪ (৩ ওভার)
শ্রীলঙ্কা ৫২ রানে জয়ী
সেন্ট স্টিথিয়ানস কলেজ প্রধান মাঠ, স্যান্ডটন
আম্পায়ার: লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
৯৮/৯ (২০ ওভার)
  বাংলাদেশ
৭২/৪ (১৪ ওভার)
ওলুহ্‌লে সিয়ো ৩২ (৪২)
মারুফা আক্তার ৩/১৩ (৪ ওভার)
স্বর্ণা আক্তার ২০ (২১)
সেশনি নাইডু ২/১৬ (৪ ওভার)
বাংলাদেশ ৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
স্টেইন সিটি বিদ্যালয় ওভাল, মিডরান্ড
আম্পায়ার: ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ) ও দেদুনু সিলভা (শ্রীলঙ্কা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৯ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৫৪/৭ (২০ ওভার)
  রুয়ান্ডা
৯১/৯ (২০ ওভার)
অ্যানা ব্রাউনিং ৬৭ (৪৫)
বেলিস মুরেকাতেতে ২/২২ (৪ ওভার)
সিনথিয়া তুয়িজেরে ১৯ (৪৬)
পেইল লগেনবার্গ ২/১০ (৩ ওভার)
নিউজিল্যান্ড ৬৩ রানে জয়ী
টাকস ক্রিকেট ওভাল, প্রিটোরিয়া
আম্পায়ার: মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
৬৫/৮ (২০ ওভার)
  ইংল্যান্ড
৬৮/১ (১০.৪ ওভার)
নাইজানি কাম্বারব্যাচ ২৫ (৩৩)
হানা বেকার ২/৯ (৩ ওভার)
লিবার্টি হিপ ৩১ (২৪)
অশ্মিনী মুনিসার ১/৮ (২ ওভার)
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
মান্ডেলা ক্রিকেট ওভাল, হামানসক্রল
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও জেসমিন আরওয়েন (ইংল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১২১/৭ (২০ ওভার)
  ভারত
১১৮/৩ (২০ ওভার)
স্বর্ণা আক্তার ৭৮* (৪৮)
সোনিয়া মেন্ধিয়া ২/১৬ (২ ওভার)
গোংগড়ি তৃষা ৪৪ (৩৬)
দীপা খাতুন ১/১৫ (৪ ওভার)
বাংলাদেশ ৩ রানে জয়ী
সেন্ট স্টিথিয়ানস কলেজ প্রধান মাঠ, স্যান্ডটন
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
১২২/৭ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
৯১/৬ (২০ ওভার)
লাস্যা মুল্লপুড়ি ৩৩ (২৮)
সামাইরা ধরণীধরকা ৪/১৭ (৩ ওভার)
তীর্থ সতীশ ৩২ (২০)
অদিতি চুড়াসমা ২/৯ (৪ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৩১ রানে জয়ী
স্টেইন সিটি বিদ্যালয় ওভাল, মিডরান্ড
আম্পায়ার: দেদুনু সিলভা (শ্রীলঙ্কা) ও বীরেন্দ্র শর্মা (ভারত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
৪৫/৯ (২০ ওভার)
  ইংল্যান্ড
৪৮/০ (৫.১ ওভার)
নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী ৯ (২৮)
রায়ানা ম্যাকডোনাল্ড-গে ২/৮ (৪ ওভার)
গ্রেস স্ক্রিভেনস ২৬* (১৫)
ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী
টাকস ক্রিকেট ওভাল, প্রিটোরিয়া
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
রুয়ান্ডা  
১০৩/৭ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১০২/৪ (২০ ওভার)
বেলিস মুরেকাতেতে ২৬ (২৮)
এইমি ম্যাগুয়ায়ার ২/২০ (৪ ওভার)
অ্যামি হান্টার ৪১ (৪৭)
হেনরিয়েট ইশিমোয়ে ২/১৯ (৪ ওভার)
রুয়ান্ডা ১ রানে জয়ী
মান্ডেলা ক্রিকেট ওভাল, হামানসক্রল
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
৬১ (১৫.৪ ওভার)
  অস্ট্রেলিয়া
৬৫/২ (১০.৫ ওভার)
কারাবো মেসো ২৪ (২০)
রিস ম্যাককেনা ৩/৭ (২ ওভার)
এলা হেওয়ার্ড ৩৪* (৩০)
কেইলা রাইনেকা ২/৫ (২ ওভার)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
সেন্ট স্টিথিয়ানস কলেজ প্রধান মাঠ, স্যান্ডটন
আম্পায়ার: ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
৮৭ (১৬.৩ ওভার)
  শ্রীলঙ্কা
৯১/৩ (১৮.১ ওভার)
ডার্সি কার্টার ১৬ (১১)
দেবমি বিহঙ্গা ৪/১৭ (৪ ওভার)
বিশমি গুণরত্নে ৩৯* (৫৪)
ক্যাথেরিন ফ্রেজার ১/১৩ (৪ ওভার)
শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
স্টেইন সিটি বিদ্যালয় ওভাল, মিডরান্ড
আম্পায়ার: দেদুনু সিলভা (শ্রীলঙ্কা) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
৭১/৮ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
৭৪/৪ (১২.৫ ওভার)
আদেল জিমুনু ১২ (১৯)
জাহজারা ক্ল্যাক্সটন ২/৪ (২ ওভার)
নাইজানি কাম্বারব্যাচ ২২ (২১)
চিপো মোয়ো ১/৫ (২ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী
টাকস ক্রিকেট ওভাল, প্রিটোরিয়া
আম্পায়ার: মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১১ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
পাকিস্তান  
১০৯/৬ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১১০/৩ (১৪.২ ওভার)
আইমান ফাতিমা ৪৫ (৪৬)
নাতাশা কোডায়ার ২/০ (৪ ওভার)
আন্তোনিয়া হ্যামিল্টন ৩৬* (৩৪)
সৈয়দা আরুব শাহ ১/১১ (২.২ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
মান্ডেলা ক্রিকেট ওভাল, হামানসক্রল
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও জেসমিন আরওয়েন (ইংল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  বাংলাদেশ +০.৭৫৯
  অস্ট্রেলিয়া +৩.০১৫
  শ্রীলঙ্কা −১.৮১৪
  মার্কিন যুক্তরাষ্ট্র −১.৫৭২

  সুপার ৬ পর্বে উত্তীর্ণ
  ৪র্থ স্থান প্লেঅফে উত্তীর্ণ

১৪ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
১৩০/৫ (২০ ওভার)
  বাংলাদেশ
১৩২/৩ (১৮ ওভার)
ক্লেয়ার মুর ৫২ (৫১)
দিশা বিশ্বাস ২/২৫ (৩ ওভার)
দিলারা আক্তার ৪০ (৪২)
ক্লোয়ি এইনসওয়ার্থ ২/৯ (২ ওভার)
বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিলারা আক্তার (বাংলাদেশ)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যামি স্মিথ, এলা হেওয়ার্ড, কেট পেল, ক্লেয়ার মুর, ক্লোয়ি এইনসওয়ার্থ, চ্যারিস বেকার, জেড অ্যালেন, প্যারিস বাউডলার, মিলি ইলিংওয়ার্থ, রিস ম্যাককেনা, লুসি হ্যামিল্টন (অস্ট্রেলিয়া), আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, আশরাফি ইয়াসমিন, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, দীপা খাতুন, মারুফা আক্তার, মিষ্টি রানী সাহা, রাবেয়া খান, লেকি চাকমা, সুমাইয়া আক্তার ও স্বর্ণা আক্তার (বাংলাদেশ)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৪ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
  শ্রীলঙ্কা
১০০/৩ (১৯ ওভার)
রিতু সিং ২২ (২৩)
দেবমি বিহঙ্গা ৩/১১ (৪ ওভার)
বিশমি গুণরত্নে ৩৪* (৪০)
ভূমিকা ভদ্রীরাজু ২/১৭ (৪ ওভার)
শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক বি মাঠ, বেনোনি
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিশমি গুণরত্নে (শ্রীলঙ্কা)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অদিতি চুড়াসমা, আনিকা কোলান, ঈশানী বাগেলা, গীতিকা কোডালি, দিশা ধিংরা, পূজা শাহ, ভূমিকা ভদ্রীরাজু, রিতু সিং, লাস্যা মুল্লপুড়ি, সাই তন্ময়ী এয্যুণ্ণি, স্নিগ্ধা পাল (মার্কিন যুক্তরাষ্ট্র), উমায়া রত্নায়ক, দুলংগা দিশানায়ক, দেবমি বিহঙ্গা, নেত্মি সেনারত্ন, পমোদা শয়িনি, বিদুশিকা পেরেরা, বিশমি গুণরত্নে, বিহারা সেব্বন্দি, মনুদি নানায়ক্কার, রশ্মি নেত্রাঞ্জলি ও সুমুদু নিসংসলা (শ্রীলঙ্কা)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৬ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৬৫/২ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৫৫/৪ (২০ ওভার)
আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা ৫৩ (৪৩)
রশ্মি নেত্রাঞ্জলি ১/৩০ (৪ ওভার)
বিশমি গুণরত্নে ৬০* (৫৪)
মারুফা আক্তার ২/১৯ (৪ ওভার)
বাংলাদেশ ১০ রানে জয়ী
উইলোমুর পার্ক বি মাঠ, বেনোনি
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা (বাংলাদেশ)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিয়া আক্তার শিখা (বাংলাদেশ) ও রশ্মিকা সেব্বন্দি (শ্রীলঙ্কা)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৬ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
৬৪ (১৫.৩ ওভার)
স্নিগ্ধা পাল ১৭ (২৪)
ম্যাগি ক্লার্ক ২/১৪ (৪ ওভার)
কেট পেল ৩০* (২৬)
স্নিগ্ধা পাল ১/২১ (৩ ওভার)
অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক বি মাঠ, বেনোনি
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলা উইলসন, ম্যাগি ক্লার্ক, সিয়ানা জিঞ্জার (অস্ট্রেলিয়া) ও সুহানি তদনী (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৮ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
১৫৯/৫ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
৫১ (১৩ ওভার)
এলা হেওয়ার্ড ৩৬ (৩১)
রিস্মি সঞ্জনা ২/৩০ (৪ ওভার)
নেত্মি সেনারত্ন ১১ (১৮)
লুসি হ্যামিল্টন ২/০ (১ ওভার)
অস্ট্রেলিয়া ১০৮ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: এলা হেওয়ার্ড (অস্ট্রেলিয়া)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিস্মি সঞ্জনা (শ্রীলঙ্কা)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৮ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
১০৩/৪ (২০ ওভার)
  বাংলাদেশ
১০৪/৫ (১৭.৩ ওভার)
স্নিগ্ধা পাল ২৬ (৩৭)
দিশা বিশ্বাস ২/১৩ (৪ ওভার)
স্বর্ণা আক্তার ২২ (১৪)
অদিতি চুড়াসমা ২/১৫ (৪ ওভার)
বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক বি মাঠ, বেনোনি
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও জেসমিন আরওয়েন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিশা বিশ্বাস (বাংলাদেশ)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • টিয়া গনসালভেস (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর যুব টি২০আই অভিষেক হয়।

গ্রুপ বি

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  ইংল্যান্ড +৬.০৮৩
  পাকিস্তান +০.৪০৭
  রুয়ান্ডা −১.৯১৫
  জিম্বাবুয়ে −৪.৮৫৬

  সুপার ৬ পর্বে উত্তীর্ণ
  ৪র্থ স্থান প্লেঅফে উত্তীর্ণ

১৫ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
রুয়ান্ডা  
১০৬/৮ (২০ ওভার)
  পাকিস্তান
১০৮/২ (১৭.৫ ওভার)
জিজেল ইশিমোয়ে ৪০ (৪৫)
আরিশা নুর ভাট্টি ২/১৯ (৪ ওভার)
আইমান ফাতিমা ৬৫* (৬০)
হেনরিয়েট ইশিমোয়ে ১/১২ (৩ ওভার)
পাকিস্তান ৮ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: বীরেন্দ্র শর্মা (ভারত) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আইমান ফাতিমা (পাকিস্তান)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আইমান ফাতিমা, আনোশা নাসির, আরিশা নুর ভাট্টি, আলিজা খান, ওয়ারদা ইউসুফ, জমিনা তাহির, জয়বুন্নেসা, রিদা আসলাম, লাইবা নাসির, শাওয়াল জুলফিকার, সৈয়দা আরুব শাহ (পাকিস্তান), জিজেল ইশিমোয়ে, জুরুফাত ইশিমোয়ে, জেওভানিস উয়াসে, বেলিস মুরেকাতেতে, মেরভেইল উয়াসে, রোজিন ইরেরা, শাকিলা নিয়োমুহোজা, সিনথিয়া উয়েরা, সিনথিয়া তুয়িজেরে, হেনরিয়েট ইশিমোয়ে ও হেনরিয়েট ইসিম্বি (রুয়ান্ডা)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৫ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৯৯/৪ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
২৫ (১২ ওভার)
নিয়েউ হল্যান্ড ৫৯ (৩৭)
অলিন্ডার চারে ২/৩৪ (৪ ওভার)
আদেল জিমুনু ৫* (৯)
গ্রেস স্ক্রিভেনস ৪/২ (২ ওভার)
ইংল্যান্ড ১৭৪ রানে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ) ও বীরেন্দ্র শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্রেস স্ক্রিভেনস (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলি অ্যান্ডারসন, গ্রেস স্ক্রিভেনস, চ্যারিস পেভলি, জোসেফিন গ্রোভস, ডেভিনা পেরিন, নিয়েউ হল্যান্ড, ম্যাডি ওয়ার্ড, রায়ানা ম্যাকডোনাল্ড-গে, লিজি স্কট, লিবার্টি হিপ, সোফিয়া স্মেল (ইংল্যান্ড), অলিন্ডার চারে, আদেল জিমুনু, কুদ্‌জাই চিগোরা, কে ন্দিরায়া, কেলি ন্দিরায়া, কেলিস ন্দ্‌লোভু, ড্যানিয়েল মিকেল, তাওয়ানানিয়াশা মারুমানি, নাতাশা ম্‌তোম্বা, ভিম্বাই মুতুংউইন্দু ও রুকুদ্‌জো মোয়াকায়েনি (জিম্বাবুয়ে)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৭ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
রুয়ান্ডা  
১১৯/৮ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
৮০ (১৮.৪ ওভার)
জিজেল ইশিমোয়ে ৩৪ (২৩)
চিপো মোয়ো ৩/২২ (৩ ওভার)
নাতাশা ম্‌তোম্বা ২০ (২৫)
জিজেল ইশিমোয়ে ৪/১৩ (৩.৪ ওভার)
রুয়ান্ডা ৩৯ রানে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: বীরেন্দ্র শর্মা (ভারত) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিজেল ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চিপো মোয়ো, ফেইথ ন্দ্‌লালাম্বি (জিম্বাবুয়ে) ও সিলভিয়া উসাব্‌য়িমানা (রুয়ান্ডা)-এর যুব টি২০আই অভিষেক হয়।
  • জিজেল ইশিমোয়ে প্রথম রুয়ান্ডান ক্রিকেটার হিসেবে নারী যুব টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
  • জিজেল ইশিমোয়ে (রুয়ান্ডা) প্রথম ক্রিকেটার হিসেবে নারী যুব টি২০আই ক্রিকেটে চার বলে চার উইকেট লাভ করেন।

১৭ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৫৬/৭ (২০ ওভার)
  পাকিস্তান
১০৩/৫ (২০ ওভার)
সেরেন স্মেল ৩৭ (৩৩)
আনোশা নাসির ২/২০ (৪ ওভার)
সৈয়দা আরুব শাহ ৩৪ (৩৬)
সোফিয়া স্মেল ২/১০ (৩ ওভার)
ইংল্যান্ড ৫৩ রানে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সেরেন স্মেল (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালেক্সা স্টোনহাউজ, এমা মারলো, সেরেন স্মেল ও হানা বেকার (ইংল্যান্ড)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৯ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৮৩/৫ (২০ ওভার)
  রুয়ান্ডা
৪৫ (১৭ ওভার)
লিবার্টি হিপ ৬৪ (৩৫)
সিলভিয়া উসাব্‌য়িমানা ৩/৩৯ (৪ ওভার)
হেনরিয়েট ইশিমোয়ে ১২ (১১)
রায়ানা ম্যাকডোনাল্ড-গে ২/১ (২ ওভার)
ইংল্যান্ড ১৩৮ রানে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ) ও দেদুনু সিলভা (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিবার্টি হিপ (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডিভাইন গিহোজো ইশিমোয়ে (রুয়ান্ডা)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৯ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
৯৭/৬ (২০ ওভার)
  পাকিস্তান
১০০/০ (১০.৫ ওভার)
কেলিস ন্দ্‌লোভু ৪২ (৩৫)
আনোশা নাসির ২/২১ (৪ ওভার)
আইমান ফাতিমা ৬২* (৩৫)
পাকিস্তান ১০ উইকেটে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও দেদুনু সিলভা (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: আইমান ফাতিমা (পাকিস্তান)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ সি

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  নিউজিল্যান্ড +৫.৮৬৫
  ওয়েস্ট ইন্ডিজ +০.০৪৪
  আয়ারল্যান্ড −০.৭৫৫
  ইন্দোনেশিয়া −৩.৫৯৬

  সুপার ৬ পর্বে উত্তীর্ণ
  ৪র্থ স্থান প্লেঅফে উত্তীর্ণ

১৫ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
১২৫/৩ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১১৮/৭ (২০ ওভার)
জাইদা জেমস ৫২ (৫৭)
ফ্রেয়া সার্জেন্ট ২/৯ (৪ ওভার)
অ্যানাবেল স্কোয়ায়ারস ৪২ (৩৮)
জাইদা জেমস ৪/২০ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: জাইদা জেমস (ওয়েস্ট ইন্ডিজ)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যানাবেল স্কোয়ায়ারস, অ্যাবি হ্যারিসন, অ্যামি হান্টার, এইমি ম্যাগুয়ায়ার, এলি ম্যাকগি, কিয়া ম্যাককার্টনি, জর্জিনা ডেম্পসি, জারা ক্রেইগ, জোয়ানা লোরান, ফ্রেয়া সার্জেন্ট, শুইন উডস (আয়ারল্যান্ড), অশ্মিনী মুনিসার, আর্নিশা ফন্টেইন, আসাবি ক্যালেন্ডার, জাইদা জেমস, জানিলিয়া গ্লাসগো, জেনাবা জোসেফ, জ্যাজ মিচেল, ত্রিশান হোল্ডার, নাইজানি কাম্বারব্যাচ, শালিনী সমরু ও শুনেল শাহ (ওয়েস্ট ইন্ডিজ)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৫ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
৭৪/৭ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
৭৭/০ (৯.৩ ওভার)
দেসি বুলন্দরি ১৬* (৩৫)
নাতাশা ওয়াকেলিন ৩/১৪ (৪ ওভার)
অ্যানা ব্রাউনিং ৩৮* (৩৬)
নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও দেদুনু সিলভা (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাতাশা ওয়াকেলিন (নিউজিল্যান্ড)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ই গুস্তি প্রতিবী, কাদেক আয়ু কুর্নিয়র্তিনি, গুস্তি আয়ু মাদে রত্না উলনসরি, চাও লিয়ে, তেরসিয়ানা পেনু ওয়েও. দেসি বুলন্দরি, নি কাদেক আরিয়ানি, নি কাদেক দেবী মুর্তিয়ারি, নি কাদেক দ্বি ইন্দ্রিয়ানি, নি মাদে সুয়ার্নিয়াসি, নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী (ইন্দোনেশিয়া), আন্তোনিয়া হ্যামিল্টন, ইজি শার্প, এমা ম্যাকলাওড, জর্জিয়া প্লিমার, নাতাশা ওয়াকেলিন ও লুইসা কটক্যাম্প (নিউজিল্যান্ড)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৭ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
৭৪ (১৮.১ ওভার)
  নিউজিল্যান্ড
৭৫/১ (৬.৫ ওভার)
জারা ক্রেইগ ২০ (২৮)
নাতাশা কোডায়ার ৩/৬ (৪ ওভার)
অ্যানা ব্রাউনিং ২৯ (১৪)
জর্জিনা ডেম্পসি ১/২৭ (৩ ওভার)
নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাতাশা কোডায়ার (নিউজিল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রেবেকা গফ (আয়ারল্যান্ড), অলিভিয়া অ্যান্ডারসন ও অ্যাবিগেইল হটন (নিউজিল্যান্ড)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৭ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
১৭৬/৩ (২০ ওভার)
  ইন্দোনেশিয়া
৯৯/৯ (২০ ওভার)
জাইদা জেমস ৫৫ (৩৭)
নি মাদে সুয়ার্নিয়াসি ১/২২ (৩ ওভার)
কাদেক আয়ু কুর্নিয়র্তিনি ১৫ (২৩)
জেনাবা জোসেফ ৩/১৪ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭৭ রানে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: দেদুনু সিলভা (শ্রীলঙ্কা) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জাইদা জেমস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১৫৬/৫ (২০ ওভার)
  ইন্দোনেশিয়া
১০৭/৮ (২০ ওভার)
জারা ক্রেইগ ৫২* (৪৫)
নি কাদেক আরিয়ানি ৩/৩০ (৪ ওভার)
নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী ৩৪* (৪০)
জারা ক্রেইগ ২/৪ (২ ওভার)
আয়ারল্যান্ড ৪৯ রানে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: বীরেন্দ্র শর্মা (ভারত) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জিনা ডেম্পসি (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
৬৮ (১৯.২ ওভার)
  নিউজিল্যান্ড
৭২/০ (৭.২ ওভার)
আর্নিশা ফন্টেইন ১১* (১৭)
কেট চ্যান্ডলার ৩/৮ (৪ ওভার)
জর্জিয়া প্লিমার ৪১* (২২)
নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেট চ্যান্ডলার (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ ডি

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  ভারত +৪.০৩৯
  দক্ষিণ আফ্রিকা (H) +১.১০২
  সংযুক্ত আরব আমিরাত −২.৪৮০
  স্কটল্যান্ড −২.৫২৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

  সুপার ৬ পর্বে উত্তীর্ণ
  ৪র্থ স্থান প্লেঅফে উত্তীর্ণ

১৪ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
৯৯/৯ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১০০/৪ (১৬.২ ওভার)
এমা ওয়ালসিংহ্যাম ৩৭ (৩৩)
বৈষ্ণবী মহেশ ২/১৯ (৪ ওভার)
মহিকা গৌর ৩৩* (২৫)
মেইজি মাসেইরা ২/৭ (২ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক বি মাঠ, বেনোনি
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামাইরা ধরণীধরকা (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অবনী সুনীল পাতিল, অর্চনা সুপ্রিয়া, ইন্দুজা নন্দকুমার, গীতিকা জ্যোতিষ, তীর্থ সতীশ, বৈষ্ণবী মহেশ, মহিকা গৌর, রিনিতা রজিত, লাবণ্য কেনি, সামাইরা ধরণীধরকা, সিয়া গোখালে (সংযুক্ত আরব আমিরাত), অলিভিয়া বেল, এইলসা লিস্টার, এমা ওয়ালসিংহ্যাম, ওর্লা মন্টগোমারি, ক্যাথেরিন ফ্রেজার, ডার্সি কার্টার, নাইমা শেখ, নিয়েউ মুর, নিয়েউ রবার্টসন-জ্যাক, মরিয়ম ফয়সাল ও মেইজি মাসেইরা (স্কটল্যান্ড)-এর যুব টি২০আই অভিষেক হয়।

১৪ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৬৬/৫ (২০ ওভার)
  ভারত
১৭০/৩ (১৬.৩ ওভার)
সিমোনা লাউরেনস ৬১ (৪৪)
শেফালি বর্মা ২/৩১ (৪ ওভার)
শ্বেতা সেহরাওয়াত ৯২* (৫৭)
মিয়ানা স্মিট ১/১৫ (২ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শ্বেতা সেহরাওয়াত (ভারত)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ভারত  
২১৯/৩ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
৯৭/৫ (২০ ওভার)
শেফালি বর্মা ৭৮ (৩৪)
সামাইরা ধরণীধরকা ১/৩৩ (৪ ওভার)
মহিকা গৌর ২৬ (২৬)
পার্শবী চোপড়া ১/১৩ (৩ ওভার)
ভারত ১২২ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেফালি বর্মা (ভারত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১১২/৭ (২০ ওভার)
  স্কটল্যান্ড
৬৮ (১৭ ওভার)
কেইলা রাইনেকা ৫৩ (৪৯)
ক্যাথেরিন ফ্রেজার ৩/২৫ (৪ ওভার)
এমা ওয়ালসিংহ্যাম ১৭ (১৮)
ম্যাডিসন ল্যান্ডসম্যান ৪/১৬ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেইলা রাইনেকা (দক্ষিণ আফ্রিকা)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ম্যাডিসন ল্যান্ডসম্যান প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে নারী যুব টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

১৮ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১১২/৭ (২০ ওভার)
সিমোনা লাউরেনস ২৭ (২৯)
লাবণ্য কেনি ২/১০ (৪ ওভার)
সামাইরা ধরণীধরকা ১৩ (১৮)
মিয়ানা স্মিট ৪/১১ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪৫ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিয়ানা স্মিট (দক্ষিণ আফ্রিকা)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ভারত  
১৪৯/৪ (২০ ওভার)
  স্কটল্যান্ড
৬৬ (১৩.১ ওভার)
গোংগড়ি তৃষা ৫৭ (৫১)
ক্যাথেরিন ফ্রেজার ২/৩১ (৪ ওভার)
ডার্সি কার্টার ২৪ (২২)
মন্নত কাশ্যপ ৪/১২ (৪ ওভার)
ভারত ৮৩ রানে জয়ী
উইলোমুর পার্ক বি মাঠ, বেনোনি
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মন্নত কাশ্যপ (ভারত)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এমিলি টাকার (স্কটল্যান্ড)-এর যুব টি২০আই অভিষেক হয়।

৪র্থ স্থান প্লেঅফ

সম্পাদনা
২০ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
মার্কিন যুক্তরাষ্ট্র  
১৪৭/৭ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১৪৮/৫ (১৯.৪ ওভার)
লাস্যা মুল্লপুড়ি ৪৩ (৩৩)
ক্যাথেরিন ফ্রেজার ৩/২৩ (৪ ওভার)
ক্যাথেরিন ফ্রেজার ৫৯ (৪৭)
অদিতি চুড়াসমা ২/২০ (৪ ওভার)
স্কটল্যান্ড ৫ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যাথেরিন ফ্রেজার (স্কটল্যান্ড)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জীবন লি আরাস, পূজা গণেশ (মার্কিন যুক্তরাষ্ট্র) ও মলি প্যাটন (স্কটল্যান্ড)-এর যুব টি২০আই অভিষেক হয়।

২০ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
৮৬/৮ (২০ ওভার)
  ইন্দোনেশিয়া
৮৭/৭ (১৮ ওভার)
তাওয়ানানিয়াশা মারুমানি ২০ (১৯)
ড্যানিয়েল মিকেল ২০ (১৯)
নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী ৫/১৮ (৪ ওভার)
নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী ১৪ (১৩)
কেলিস ন্দ্‌লোভু ৩/৮ (৪ ওভার)
ইন্দোনেশিয়া ৩ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: শরফুদ্দৌলা (বাংলাদেশ) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী (ইন্দোনেশিয়া)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী প্রথম ইন্দোনেশীয় ক্রিকেটার হিসেবে নারী যুব টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

সুপার ৬

সম্পাদনা

গ্রুপ ১

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  ভারত +২.৮৪৪
  অস্ট্রেলিয়া +২.২১০
  বাংলাদেশ +১.২২৬
  দক্ষিণ আফ্রিকা (H) +০.৩৭৪
  শ্রীলঙ্কা −২.৭১৮
  সংযুক্ত আরব আমিরাত −৩.৭২৪
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

  নকআউট পর্বে উত্তীর্ণ

২১ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
বাংলাদেশ  
১০৬/৬ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১০৮/৫ (১৮.৫ ওভার)
সুমাইয়া আক্তার ২৪ (২৮)
কেইলা রাইনেকা ৪/১৯ (৪ ওভার)
ম্যাডিসন ল্যান্ডসম্যান ৩৭ (৩৮)
রাবেয়া খান ৩/১৮ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেইলা রাইনেকা (দক্ষিণ আফ্রিকা)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ভারত  
৮৭ (১৮.৫ ওভার)
  অস্ট্রেলিয়া
৮৮/৩ (১৩.৫ ওভার)
শ্বেতা সেহরাওয়াত ২১ (২৯)
সিয়ানা জিঞ্জার ৩/১৩ (৪ ওভার)
অ্যামি স্মিথ ২৬* (২৫)
অর্চনা দেবী ১/৭ (২ ওভার)
অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিলি ইলিংওয়ার্থ (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্যারিস হল (অস্ট্রেলিয়া)-এর যুব টি২০আই অভিষেক হয়।

২২ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
৫৯/৯ (২০ ওভার)
  ভারত
৬০/৩ (৭.২ ওভার)
বিশমি গুণরত্নে ২৫ (২৮)
পার্শবী চোপড়া ৪/৫ (৪ ওভার)
সৌম্য তিওয়ারি ২৮* (১৫)
দেবমি বিহঙ্গা ৩/৩৪ (৪ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: শরফুদ্দৌলা (বাংলাদেশ) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: পার্শবী চোপড়া (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১০৭/৮ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১০৯/৪ (১৫.১ ওভার)
তীর্থ সতীশ ৫৮ (৪৮)
ম্যাগি ক্লার্ক ৩/২০ (৪ ওভার)
কেট পেল ৫১ (৩৬)
লাবণ্য কেনি ২/২৩ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও জেসমিন আরওয়েন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেট পেল (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ঋষিতা রজিত ও সঞ্চিন সিং (সংযুক্ত আরব আমিরাত)-এর যুব টি২০আই অভিষেক হয়।

২৪ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৩৪/৭ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৩৩/৮ (২০ ওভার)
কেইলা রাইনেকা ৪৩ (৪৯)
বিদুশিকা পেরেরা ৩/২৫ (৪ ওভার)
দেবমি বিহঙ্গা ৩৭ (২৩)
কেইলা রাইনেকা ২/১৬ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১ রানে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেইলা রাইনেকা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হরিনি পেরেরা (শ্রীলঙ্কা)-এর যুব টি২০আই অভিষেক হয়।

২৫ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
৬৯/৯ (২০ ওভার)
  বাংলাদেশ
৭৩/৫ (৯.১ ওভার)
লাবণ্য কেনি ২৯ (৪৬)
রাবেয়া খান ৩/১৪ (৪ ওভার)
স্বর্ণা আক্তার ৩৮ (১৯)
সামাইরা ধরণীধরকা ২/১৮ (২ ওভার)
বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্বর্ণা আক্তার (বাংলাদেশ)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উন্নতি আক্তার (বাংলাদেশ), ইশিতা জাহরা ও সঞ্জনা রমেশ (সংযুক্ত আরব আমিরাত)-এর যুব টি২০আই অভিষেক হয়।

গ্রুপ ২

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  ইংল্যান্ড +৫.০৮৮
  নিউজিল্যান্ড +৪.৫১১
  পাকিস্তান −১.৫৬৩
  রুয়ান্ডা −২.১৫৭
  ওয়েস্ট ইন্ডিজ −২.৩৬৩
  আয়ারল্যান্ড −৩.২৫৮

  নকআউট পর্বে উত্তীর্ণ

২১ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২০৭/২ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
৮৬ (১৬.৫ ওভার)
গ্রেস স্ক্রিভেনস ৯৩ (৫৬)
এইমি ম্যাগুয়ায়ার ১/২৪ (৩ ওভার)
অ্যাবি হ্যারিসন ১৬ (২৩)
হানা বেকার ৩/৯ (২.৫ ওভার)
ইংল্যান্ড ১২১ রানে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্রেস স্ক্রিভেনস (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জেনিফার জ্যাকসন ও নিয়েউ ম্যাকনাল্টি (আয়ারল্যান্ড)-এর যুব টি২০আই অভিষেক হয়।

২১ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
রুয়ান্ডা  
৯৬/৭ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
৯৯/৬ (১৬.১ ওভার)
হেনরিয়েট ইশিমোয়ে ৩০ (৪৬)
কেট চ্যান্ডলার ২/২১ (৪ ওভার)
এমা ম্যাকলাওড ৫৯ (৩৯)
রোজিন ইরেরা ৩/২১ (৩.১ ওভার)
নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও বীরেন্দ্র শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: এমা ম্যাকলাওড (নিউজিল্যান্ড)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেট আরউইন (নিউজিল্যান্ড) ও মারি তুমুকুন্দে (রুয়ান্ডা)-এর যুব টি২০আই অভিষেক হয়।

২২ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
৭০ (১৬.৩ ওভার)
  রুয়ান্ডা
৭১/৬ (১৮.২ ওভার)
রিয়েলিয়ানা গ্রিমন্ড ১৮ (২১)
মারি তুমুকুন্দে ৪/৮ (৩.৩ ওভার)
জিজেল ইশিমোয়ে ৩১* (৫৩)
অশ্মিনী মুনিসার ১/৮ (৪ ওভার)
রুয়ান্ডা ৪ উইকেটে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিজেল ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আবিনি সেন্ট জঁ, জাহজারা ক্ল্যাক্সটন, রিয়েলিয়ানা গ্রিমন্ড, লেনা স্কট (ওয়েস্ট ইন্ডিজ) ও সেজারি মুরাগিজিমানা (রুয়ান্ডা)-এর যুব টি২০আই অভিষেক হয়।

২৩ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১১৩/৭ (২০ ওভার)
  পাকিস্তান
১১৭/৩ (১৭.৩ ওভার)
অ্যানাবেল স্কোয়ায়ারস ৫৫* (৫২)
আনোশা নাসির ২/১৭ (৪ ওভার)
সৈয়দা আরুব শাহ ৩৫ (২৫)
জারা ক্রেইগ ১/১৭ (৩.৩ ওভার)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয় ওভাল ১, পচেফস্ট্রুম
আম্পায়ার: বীরেন্দ্র শর্মা (ভারত) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আনোশা নাসির (পাকিস্তান)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জুলি ম্যাকন্যালি (আয়ারল্যান্ড)-এর যুব টি২০আই অভিষেক হয়।

২৪ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৭৮/৭ (২০ ওভার)
  পাকিস্তান
৭৫/৭ (২০ ওভার)
জর্জিয়া প্লিমার ৫৩ (৩৮)
আনোশা নাসির ৩/৩২ (৪ ওভার)
আরিশা নুর ভাট্টি ২৪ (৩৯)
নাতাশা কোডায়ার ২/১৪ (৩ ওভার)
নিউজিল্যান্ড ১০৩ রানে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: দেদুনু সিলভা (শ্রীলঙ্কা) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৭৯/৪ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
৮৪/৮ (২০ ওভার)
গ্রেস স্ক্রিভেনস ৫৬ (৪৩)
অশ্মিনী মুনিসার ২/৩২ (৪ ওভার)
জেনাবা জোসেফ ৪৪* (৪২)
এলি অ্যান্ডারসন ৫/১২ (৪ ওভার)
ইংল্যান্ড ৯৫ রানে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: দেদুনু সিলভা (শ্রীলঙ্কা) ও বীরেন্দ্র শর্মা (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এলি অ্যান্ডারসন প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে নারী যুব টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

নকআউট পর্ব

সম্পাদনা

বন্ধনী

সম্পাদনা
 
সেমিফাইনালফাইনাল
 
      
 
২৭ জানুয়ারি ২০২৩ – পচেফস্ট্রুম
 
 
  নিউজিল্যান্ড১০৭/৯ (২০)
 
২৯ জানুয়ারি ২০২৩ – পচেফস্ট্রুম
 
  ভারত১১০/২ (১৪.২)
 
  ইংল্যান্ড৬৮ (১৭.১)
 
২৭ জানুয়ারি ২০২৩ – পচেফস্ট্রুম
 
  ভারত৬৯/৩ (১৪)
 
  ইংল্যান্ড৯৯ (১৯.৫)
 
 
  অস্ট্রেলিয়া৯৬ (১৮.৪)
 

সেমিফাইনাল

সম্পাদনা

১ম সেমিফাইনাল

সম্পাদনা
২৭ জানুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১০৭/৯ (২০ ওভার)
  ভারত
১১০/২ (১৪.২ ওভার)
জর্জিয়া প্লিমার ৩৫ (৩২)
পার্শবী চোপড়া ৩/২০ (৪ ওভার)
শ্বেতা সেহরাওয়াত ৬১* (৪৫)
অ্যানা ব্রাউনিং ২/১৮ (৩.২ ওভার)
ভারত ৮ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া) ও সারা বার্টলেট (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: পার্শবী চোপড়া (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এমা আরউইন (নিউজিল্যান্ড)-এর যুব টি২০আই অভিষেক হয়।

২য় সেমিফাইনাল

সম্পাদনা
২৭ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ইংল্যান্ড  
৯৯ (১৯.৫ ওভার)
  অস্ট্রেলিয়া
৯৬ (১৮.৪ ওভার)
অ্যালেক্সা স্টোনহাউজ ২৫ (৩৩)
সিয়ানা জিঞ্জার ৩/১৩ (৪ ওভার)
অ্যামি স্মিথ ২৬ (২৬)
হানা বেকার ৩/১০ (৪ ওভার)
ইংল্যান্ড ৩ রানে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: হানা বেকার (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

সম্পাদনা
২৯ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
ইংল্যান্ড  
৬৮ (১৭.১ ওভার)
  ভারত
৬৯/৩ (১৪ ওভার)
রায়ানা ম্যাকডোনাল্ড-গে ১৯ (২৪)
তিতাস সাধু ২/৬ (৪ ওভার)
সৌম্য তিওয়ারি ২৪* (৩৭)
অ্যালেক্সা স্টোনহাউজ ১/৮ (২ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: ক্যান্ডেস লা বোর্দ (ওয়েস্ট ইন্ডিজ) ও সারাহ দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: তিতাস সাধু (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

সম্পাদনা

সর্বাধিক রান

সম্পাদনা
ক্রম খেলোয়াড় দল রানসংখ্যা সর্বোচ্চ স্কোর ৫০ ১০০ স্ট্রাইক রেট গড় রান
শ্বেতা সেহরাওয়াত   ভারত ২৯৭ ৯২* ৫০ ১৩৯.৪৩ ৯৯.০০
গ্রেস স্ক্রিভেনস   ইংল্যান্ড ২৯৩ ৯৩ ৩৮ ১২৯.০৭ ৪১.৮৫
শেফালি বর্মা   ভারত ১৭২ ৭৮ ২৬ ১৯৩.২৫ ২৪.৫৭
আইমান ফাতিমা   পাকিস্তান ১৫৭ ৬৫* ২৬ ১২৬.৬১ ৫২.৩৩
জর্জিয়া প্লিমার   নিউজিল্যান্ড ১৫৫ ৫৩ ১৯ ১৪৩.৫১ ৫১.৬৬

উৎস: ইএসপিএনক্রিকইনফো

সর্বাধিক উইকেট

সম্পাদনা
ক্রম খেলোয়াড় দল উইকেট সংখ্যা সেরা বোলিং ফিগার ইনিংসে ৫ উইকেট ইকোনমি
ম্যাগি ক্লার্ক   অস্ট্রেলিয়া ১২ ৩/১৫ ৪.২০
পার্শবী চোপড়া   ভারত ১১ ৪/৫ ৩.৬৬
হানা বেকার   ইংল্যান্ড ১০ ৩/৯ ৩.৩৪
আনোশা নাসির   পাকিস্তান ১০ ৩/৩২ ৫.৫০
গ্রেস স্ক্রিভেনস   ইংল্যান্ড ৪/২ ৩.০৯

উৎস: ইএসপিএনক্রিকইনফো

প্রতিযোগিতার সেরা একাদশ

সম্পাদনা

২০২৩ সালের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে।[২৫]

  •   শ্বেতা সেহরাওয়াত
  •   গ্রেস স্ক্রিভেনস (অধি.)
  •   শেফালি বর্মা
  •   জর্জিয়া প্লিমার
  •   দেবমি বিহঙ্গা
  •   স্বর্ণা আক্তার
  •   কারাবো মেসো (উই.)
  •   পার্শবী চোপড়া
  •   হানা বেকার
  •   এলি অ্যান্ডারসন
  •   ম্যাগি ক্লার্ক
  •   আনোশা নাসির (দ্বাদশ খেলোয়াড়)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "South Africa to host inaugural ICC U19 T20 World Cup"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২২ 
  2. "The International Cricket Council (ICC) Board and Committee meetings have concluded following a series of virtual conference calls"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১ 
  3. "ICC cricket committee approves changes to DRS protocols for LBW referrals"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১ 
  4. "ICC Board Meeting outcomes"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২২ 
  5. "India beat England to win inaugural ICC U19 Women's T20 World Cup"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৩ 
  6. "England star wins Player of the Tournament at U19 Women's T20 World Cup"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৩ 
  7. "Women's ICC events receive prize money boost"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  8. "ICC to hold Under-19 World Cup for Women in 2021"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  9. "ICC considering deferring 2021 U-19 Women's World Cup to later in the year"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০ 
  10. "Bangladesh to host inaugural Women's U19 World Cup in December"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১ 
  11. "U19s World Cup delay to deny Aussie young guns"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১ 
  12. "ICC U19 Women's T20 World Cup Qualification Pathway announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  13. "Excitement builds ahead of inaugural ICC U19 Women's T20 World Cup as Qualifier begins"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২ 
  14. "Which 16 Teams have Qualified for U19 Women's World Cup 2023?"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ 
  15. "UAE qualify for first U19 T20 World Cup after title win in Malaysia"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ 
  16. "Indonesia surprise Papua New Guinea to reach Under-19 World Cup"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৮ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২ 
  17. "Indonesia qualify for their first ever ICC World Cup"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২২ 
  18. "U19s qualify for first ever women's World Cup"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২ 
  19. "African delight: Rwanda qualify for inaugural ICC event"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ 
  20. "ICC U19 Women's T20 World Cup fixtures announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  21. "Venues confirmed for ICC U19 Women's World Cup and ICC T20I World Cup in 2023"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২২ 
  22. "ICC announces highest number of female match officials for ICC U19 Women's T20 World Cup 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  23. "England Women U19 announce squad for ICC U19 Women's T20 World Cup 2023"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২২ 
  24. "ICC U19 Women's T20 World Cup 2023 warm-up fixtures announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  25. "ICC U19 Women's T20 World Cup Team of the Tournament announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা