২০২৩–২৪ কানাডা পুরুষ ক্রিকেট দলের নেপাল সফর
কানাডা পুরুষ ক্রিকেট দল ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য নেপাল সফর করবে। ওডিআই সিরিজটি উভয় দলের জন্য ২০২৪ নেপাল ত্রিদেশীয় সিরিজ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হবে।
২০২৩–২৪ কানাডা পুরুষ ক্রিকেট দলের নেপাল সফর | |||
---|---|---|---|
নেপাল | কানাডা | ||
তারিখ | ৮ ফেব্রুয়ারি ২০২৪ – ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ||
অধিনায়ক | রোহিত কুমার পৌডেল | সাদ বিন জাফর | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নেপাল ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | অনিল সাহ (১৬২) | নবনীত ধালিওয়াল (১০২) | |
সর্বাধিক উইকেট | রোহিত কুমার পৌডেল (৬) | ঈশ্বরজোত সিং সোহি (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | রোহিত কুমার পৌডেল (নেপাল) |
দলীয় সদস্য
সম্পাদনানেপাল | কানাডা |
---|---|
|
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ৮ ফেব্রুয়ারি ২০২৪
০৯:১৫ |
ব
|
||
কুশল ভুর্তেল ৬২ (৫৮)
উদয় ভগবান ৩/৪০ (৮ ওভার) |
নিকোলাস কার্টন ৬৮ (৯৯)
রোহিত কুমার পৌডেল ৪/২২ (৮.৫ ওভার) |
- নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রিজন ঢকাল, সূর্য তামাং (নেপাল) ও শাহিদ আহমদজাই, উদয় ভগবান, নবনীত ধালিওয়াল, শ্রেয়াস মোভ্ভা ও ঈশ্বরজোত সিং সোহি (কানাডা)-এর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।