২০২২ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল

২০২২ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ছিল একটি দিবারাত্রির একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ যেটি ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের বিজয়ী দল নির্ধারণের লক্ষ্যে অস্ট্রেলিয়াইংল্যান্ডের মধ্যে খেলা হয়েছিল।[১][২] ম্যাচটিতে অস্ট্রেলিয়া ৭১ রানে জয়ী হয়ে নিজেদের সপ্তম বিশ্বকাপ শিরোপা লাভ করে।[৩]

২০২২ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল
প্রতিযোগিতা২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ
অস্ট্রেলিয়া ইংল্যান্ড
৩৫৬/৫ ২৮৫
৫০ ওভার ৪৩.৪ ওভার
অস্ট্রেলিয়া ৭১ রানে জয়ী
তারিখ৩ এপ্রিল ২০২২
মাঠহ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
ম্যাচসেরাঅ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)
আম্পায়ারকিম কটন (নিউজিল্যান্ড; মাঠের আম্পায়ার)
লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা; মাঠের আম্পায়ার)
জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ; টেলিভিশন আম্পায়ার)
ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে; রিজার্ভ আম্পায়ার)

ফাইনালের পথ সম্পাদনা

  অস্ট্রেলিয়া[৪] পর্ব   ইংল্যান্ড[৫]
প্রতিপক্ষ ফল লিগ প্রতিপক্ষ ফল
  ইংল্যান্ড অস্ট্রেলিয়া ১২ রানে জয়ী ম্যাচ ১   অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ১২ রানে জয়ী
  পাকিস্তান অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী ম্যাচ ২   ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জয়ী
  নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ১৪১ রানে জয়ী ম্যাচ ৩   দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে জয়ী
  ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী ম্যাচ ৪   ভারত ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
  ভারত অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী ম্যাচ ৫   নিউজিল্যান্ড ইংল্যান্ড ১ উইকেটে জয়ী
  দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী ম্যাচ ৬   পাকিস্তান ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
  বাংলাদেশ অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী ম্যাচ ৭   বাংলাদেশ ইংল্যান্ড ১০০ ‌রানে জয়ী
রাউন্ড-রবিন পর্বে ১ম স্থান
অব দল ম্যাচ হা ফ.হ. পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা
  অস্ট্রেলিয়া ১৪ +১.২৮৩ সেমিফাইনাল ১-এ উত্তীর্ণ
লিগে সর্বশেষ অবস্থান রাউন্ড-রবিন পর্বে ৩য় স্থান
অব দল ম্যাচ হা ফ.হ. পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা
  ইংল্যান্ড +০.৯৪৯৫ সেমিফাইনাল ২-এ উত্তীর্ণ
সেমিফাইনাল ১ নকআউট সেমিফাইনাল ২
প্রতিপক্ষ ফল প্রতিপক্ষ ফল
  ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ১৫৭ রানে জয়ী   দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ১৩৭ রানে জয়ী

ম্যাচের বিবরণ সম্পাদনা

৩ এপ্রিল ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
৩৫৬/৫ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২৮৫ (৪৩.৪ ওভার)
অ্যালিসা হিলি ১৭০ (১৩৮)
আনিয়া শ্রাবসোল ৩/৪৬ (১০ ওভার)
নাতালি সিভার ১৪৮* (১২১)
জেস জোনাসেন ৩/৫৭ (৮.৪ ওভার)
অস্ট্রেলিয়া ৭১ রানে জয়ী
হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: কিম কটন (নিউজিল্যান্ড) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা সম্পাদনা

উৎস: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

স্কোরকার্ড সম্পাদনা

ফাইনালের স্কোরকার্ড
১ম ইনিংস
  অস্ট্রেলিয়া ব্যাটিং[৬]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
অ্যালিসা হিলি স্টা অ্যামি জোনস বো আনিয়া শ্রাবসোল ১৭০ ১৩৮ ২৬ ১২৩.১৮
র‌্যাচেল হেইনস ট্যামসিন বউমন্ট বো সোফি একলস্টোন ৬৮ ৯৩ ৭৩.১১
বেথ মুনি নাতালি সিভার বো আনিয়া শ্রাবসোল ৬২ ৪৭ ১৩১.৯১
অ্যাশলি গার্ডনার রান আউট (কেট ক্রস/আনিয়া শ্রাবসোল) ৫০.০০
মেগ ল্যানিং ট্যামসিন বউমন্ট বো আনিয়া শ্রাবসোল ১০ ২০০.০০
তালিয়া ম্যাকগ্রা অপরাজিত ১৬০.০০
এলিস পেরি অপরাজিত ১৭ ১০ ১৭০.০০
জেস জোনাসেন ব্যাট করেননি
আলানা কিং ব্যাট করেননি
মেগান শুট ব্যাট করেননি
ডার্সি ব্রাউন ব্যাট করেননি
অতিরিক্ত (বাই ৪, লেগ বাই ২, ওয়াইড ১৪) ২০
মোট (৫ উইকেট; ৫০ ওভার) ৩৫৬ ৪৬

উইকেট পতন: ১/১৬০ (র‌্যাচেল হেইনস, ২৯.১ ওভার), ২/৩১৬ (অ্যালিসা হিলি, ৪৫.৩ ওভার), ৩/৩১৮ (অ্যাশলি গার্ডনার, ৪৫.৬ ওভার), ৪/৩৩১ (মেগ ল্যানিং, ৪৭.২ ওভার), ৫/৩৩১ (বেথ মুনি, ৪৭.৩ ওভার)

  ইংল্যান্ড বোলিং[৬]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
ক্যাথরিন ব্রান্ট ১০ ৬৯ ৬.৯০
আনিয়া শ্রাবসোল ১০ ৪৬ ৪.৬০
নাতালি সিভার ৬৫ ৮.১২
শার্লট ডিন ৩৪ ৮.৫০
সোফি একলস্টোন ১০ ৭১ ৭.১০
কেট ক্রস ৬৫ ৮.১২
২য় ইনিংস
  ইংল্যান্ড ব্যাটিং[৬]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
ট্যামসিন বউমন্ট এলবিডব্লিউ বো মেগান শুট ২৭ ২৬ ১০৩.৮৪
ড্যানিয়েল ওয়ায়াট বো মেগান শুট ৮০.০০
হেদার নাইট এলবিডব্লিউ বো আলানা কিং ২৬ ২৫ ১০৪.০০
নাতালি সিভার অপরাজিত ১৪৮ ১২১ ১৫ ১২২.৩১
অ্যামি জোনস আলানা কিং বো জেস জোনাসেন ২০ ১৮ ১১১.১১
সোফিয়া ডাংকলি বো আলানা কিং ২২ ২২ ১০০.০০
ক্যাথরিন ব্রান্ট স্টা অ্যালিসা হিলি বো আলানা কিং ২৫.০০
সোফি একলস্টোন এলবিডব্লিউ বো তালিয়া ম্যাকগ্রা ১০ ৩০.০০
কেট ক্রস ক ও বো জেস জোনাসেন ৬৬.৬৬
শার্লট ডিন জেস জোনাসেন বো অ্যাশলি গার্ডনার ২১ ২৪ ৮৭.৫০
আনিয়া শ্রাবসোল অ্যাশলি গার্ডনার বো জেস জোনাসেন ২৫.০০
অতিরিক্ত (লেগ বাই ৪, ওয়াইড ৬) ১০
মোট (অল আউট; ৪৩.৪ ওভার) ২৮৫ ২৯

উইকেট পতন: ১/১২ (ড্যানিয়েল ওয়ায়াট, ২.১ ওভার), ২/৩৮ (ট্যামসিন বউমন্ট, ৬.৩ ওভার), ৩/৮৬ (হেদার নাইট, ১৪.৬ ওভার), ৪/১২৯ (অ্যামি জোনস, ২০.৩ ওভার), ৫/১৭৯ (সোফিয়া ডাংকলি, ২৭.৬ ওভার), ৬/১৯১ (ক্যাথরিন ব্রান্ট, ২৯.৪ ওভার), ৭/২০৬ (সোফি একলস্টোন, ৩২.৪ ওভার), ৮/২১৩ (কেট ক্রস, ৩৩.৪ ওভার), ৯/২৭৮ (শার্লট ডিন, ৪২.৩ ওভার), ১০/২৮৫ (আনিয়া শ্রাবসোল, ৪৩.৪ ওভার)

  অস্ট্রেলিয়া বোলিং[৬]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
মেগান শুট ৪২ ৫.২৫
ডার্সি ব্রাউন ৫৭ ৮.১৪
আলানা কিং ১০ ৬৪ ৬.৪০
তালিয়া ম্যাকগ্রা ৪৬ ৫.৭৫
জেস জোনাসেন ৮.৪ ৫৭ ৬.৫৭
অ্যাশলি গার্ডনার ১৫ ৭.৫০

তথ্যসূত্র সম্পাদনা

  1. "England to face Australia in women's cricket World Cup final after 137-run win over South Africa"অস্ট্রেলীয় সম্প্রচার সংস্থা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২ 
  2. "Danni Wyatt ton, Sophie Ecclestone six-for help England set finals date with Australia"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২ 
  3. "Australia lift seventh World Cup with Healy's monumental 170"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২২ 
  4. "Australia's road to the CWC22 final"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২ 
  5. "England's road to the CWC22 final"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২ 
  6. "Final (D/N), Christchurch, April 03, 2022, ICC Women's World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২