২০২২ ফিফা বিশ্বকাপ গ্রুপ জি

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ এর গ্রুপ জি এর পয়েন্ট তালিকা

২০২২ ফিফা বিশ্বকাপের গ্রুপ জি-এর সকল ম্যাচ ২০২২ সালের ২৪শে নভেম্বর হতে ২রা ডিসেম্বর তারিখ পর্যন্ত আল ওয়াক্রাহের আল জানুব স্টেডিয়াম, লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়াম এবং দোহার রাস আবু আবুদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।[] এই গ্রুপে ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।[]

অব দল পাত্র পদ্ধতি তারিখ সর্বশেষ সেরা সাফল্য[] র‍্যাঙ্কিংয়ে অবস্থান
মার্চ[] অক্টোবর[]
জি১   ব্রাজিল
(কনমেবল)
কনমেবল বিজয়ী ১১ নভেম্বর ২০২১ ২০১৮ চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)
জি২   সার্বিয়া
(উয়েফা)
উয়েফা গ্রুপ এ বিজয়ী ১৪ নভেম্বর ২০২১ ২০১৮ চতুর্থ স্থান (১৯৩০, ১৯৬২)[] ২৫
জি৩    সুইজারল্যান্ড
(উয়েফা)
উয়েফা গ্রুপ সি বিজয়ী ১৫ নভেম্বর ২০২১ ২০১৮ কোয়ার্টার-ফাইনাল (১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪) ১৪
জি৪   ক্যামেরুন
(ক্যাফ)
ক্যাফ তৃতীয় পর্ব বিজয়ী ২৯ মার্চ ২০২২ ২০১৪ কোয়ার্টার-ফাইনাল (১৯৯০) ৩৭

টীকা

  1. গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
  2. এই অবস্থানগুলো ২০২২ সালের মার্চ মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং মার্চ মাসে এই আসরের চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছিল।
  3. এই অবস্থানগুলো ২০২২ সালের অক্টোবর মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং নভেম্বর মাসে এই আসরের চূড়ান্ত পর্বের খেলা শুরুর পূর্বে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং।
  4. ১৯৩০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সার্বিয়া যুগোস্লাভিয়া হিসেবে এবং ২০০৬ সালে সার্বিয়া ও মন্টিনিগ্রো অংশগ্রহণ করেছিল।

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ব্রাজিল +২ নকআউট পর্বে উন্নীত
   সুইজারল্যান্ড +১
  ক্যামেরুন
  সার্বিয়া −৩
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার

১৬ দলের পর্বে,

  • গ্রুপ জি-এর প্রথম স্থান অধিকারী দল গ্রুপ এইচ-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।
  • গ্রুপ জি-এর দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ এইচ-এর প্রথম স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় আরব মান সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+৩)।[]

সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন

সম্পাদনা

ব্রাজিল বনাম সার্বিয়া

সম্পাদনা

ক্যামেরুন বনাম সার্বিয়া

সম্পাদনা

ব্রাজিল বনাম সুইজারল্যান্ড

সম্পাদনা

সার্বিয়া বনাম সুইজারল্যান্ড

সম্পাদনা

ক্যামেরুন বনাম ব্রাজিল

সম্পাদনা

শাস্তিমূলক পয়েন্ট

সম্পাদনা

গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[]

  • হলুদ কার্ড = −১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = −৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৫ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
                                   
  ব্রাজিল -১
  সার্বিয়া -৫
   সুইজারল্যান্ড -৩
  ক্যামেরুন -৩

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FIFA World Cup Qatar 2022 – Match Schedule" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ১ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২ 
  2. "Regulations – FIFA World Cup Qatar 2022" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা