২০২২–২৩ সিঙ্গাপুর নারী ক্রিকেট দলের কম্বোডিয়া সফর

সিঙ্গাপুর নারী ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য কম্বোডিয়া সফর করে।[১] ২০২২ সালের জানুয়ারি মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[২]

২০২২–২৩ সিঙ্গাপুর নারী ক্রিকেট দলের কম্বোডিয়া সফর
 
  কম্বোডিয়া সিঙ্গাপুর
তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩ – ১২ ফেব্রুয়ারি ২০২৩
অধিনায়ক বেজ্র বিসা শাফিনা মহেশ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে সিঙ্গাপুর ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান বেজ্র বিসা (৭৮) শাফিনা মহেশ (৪৭)
সর্বাধিক উইকেট ভোব স্রি ভক্র (৫) আডা ভাসিন (৮)
শাফিনা মহেশ (৮)

সিরিজে সিঙ্গাপুর ৫–০ ব্যবধানে জয়লাভ করে।

দলীয় সদস্য সম্পাদনা

  কম্বোডিয়া[৩]   সিঙ্গাপুর[৪]
  • বেজ্র বিসা (অধি.)
  • উন সোফি (উই.)
  • এম রতনা
  • টুক টানিত
  • পেন সমুন
  • ভোব স্রি ভক্র
  • লি সোমাকারা
  • সান চন বোরমি
  • সুং সেব
  • সুখ স্রি মৌ
  • হাক সেকমি
  • হুন সুবণ্ণারী (উই.)
  • হেল ধারা
  • হো সিবণা
  • শাফিনা মহেশ (অধি.) (উই.)
  • আডা ভাসিন (উই.)
  • জাসিন্তা সি পিং (উই.)
  • জোসেলিন পুরাণকরন
  • জোহানা পুরাণকরন
  • দামিনী রমেশ
  • দিব্যা গণেশন কৃষ্ণন
  • দেবিকা অতুল
  • ধবিনা শর্মা
  • ধ্বনি প্রকাশ (উই.)
  • বতানা শ্রীমুরুগাভেল
  • বিনু কুমার
  • রিয়া ভাসিন
  • সারা মেরিকান

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

৮ ফেব্রুয়ারি ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
কম্বোডিয়া  
৭২ (১৫.৩ ওভার)
  সিঙ্গাপুর
৭৮/৪ (১২ ওভার)
বেজ্র বিসা ৪৩ (৪১)
আডা ভাসিন ৫/৬ (৩ ওভার)
দিব্যা গণেশন কৃষ্ণন ২৬* (২৪)
ভোব স্রি ভক্র ১/২০ (৪ ওভার)
সিঙ্গাপুর ৬ উইকেটে জয়ী
মরতক তেজো জাতীয় স্টেডিয়াম, নমপেন
আম্পায়ার: অনীশ প্রসাদ (কম্বোডিয়া) ও প্রদীপ কুমার সিং (কম্বোডিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আডা ভাসিন (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সান চন বোরমি (কম্বোডিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • আডা ভাসিন প্রথম সিঙ্গাপুরি ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

২য় টি২০আই সম্পাদনা

৯ ফেব্রুয়ারি ২০২৩
১৩:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
৮১/৭ (২০ ওভার)
  কম্বোডিয়া
৩২ (১৯ ওভার)
দিব্যা গণেশন কৃষ্ণন ১৬ (২৭)
সুখ স্রি মৌ ৩/১৬ (৪ ওভার)
ভোব স্রি ভক্র ৫ (১৮)
শাফিনা মহেশ ৪/২ (৩ ওভার)
সিঙ্গাপুর ৪৯ রানে জয়ী
মরতক তেজো জাতীয় স্টেডিয়াম, নমপেন
আম্পায়ার: অনীশ প্রসাদ (কম্বোডিয়া) ও প্রদীপ কুমার সিং (কম্বোডিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাফিনা মহেশ (সিঙ্গাপুর)
  • কম্বোডিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দেবিকা অতুল (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই সম্পাদনা

১০ ফেব্রুয়ারি ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
কম্বোডিয়া  
৪৭ (১৯.৪ ওভার)
  সিঙ্গাপুর
৪৮/২ (৯.৪ ওভার)
বেজ্র বিসা ১৮ (৩০)
আডা ভাসিন ২/২ (৪ ওভার)
শাফিনা মহেশ ১৭ (১৮)
ভোব স্রি ভক্র ১/৬ (২ ওভার)
সিঙ্গাপুর ৮ উইকেটে জয়ী
মরতক তেজো জাতীয় স্টেডিয়াম, নমপেন
আম্পায়ার: অনীশ প্রসাদ (কম্বোডিয়া) ও প্রদীপ কুমার সিং (কম্বোডিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাফিনা মহেশ (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুং সেব (কম্বোডিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই সম্পাদনা

১১ ফেব্রুয়ারি ২০২৩
১৯:০৫ (রাত)
স্কোরকার্ড
কম্বোডিয়া  
২৬ (১১.২ ওভার)
  সিঙ্গাপুর
২৮/১ (৬.১ ওভার)
উন সোফি ৭ (১২)
রিয়া ভাসিন ২/০ (১ ওভার)
শাফিনা মহেশ ৬* (২)
ভোব স্রি ভক্র ১/১১ (২.১ ওভার)
সিঙ্গাপুর ৯ উইকেটে জয়ী
মরতক তেজো জাতীয় স্টেডিয়াম, নমপেন
আম্পায়ার: অনীশ প্রসাদ (কম্বোডিয়া) ও প্রদীপ কুমার সিং (কম্বোডিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ধবিনা শর্মা (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই সম্পাদনা

১২ ফেব্রুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
কম্বোডিয়া  
৫০/৯ (২০ ওভার)
  সিঙ্গাপুর
৫১/২ (১২ ওভার)
বেজ্র বিসা ১৭ (৩০)
বিনু কুমার ২/৫ (৩ ওভার)
শাফিনা মহেশ ১৭* (৩০)
ভোব স্রি ভক্র ১/৯ (৩ ওভার)
সিঙ্গাপুর ৮ উইকেটে জয়ী
মরতক তেজো জাতীয় স্টেডিয়াম, নমপেন
আম্পায়ার: অনীশ প্রসাদ (কম্বোডিয়া) ও প্রদীপ কুমার সিং (কম্বোডিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিনু কুমার (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সারা মেরিকান (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Cambodia women's vs Singapore women's"কম্বোডিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Cambodia women's vs Singapore women's"কম্বোডিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Singapore Women to tour Cambodia for WT20I series in February 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  4. "Cambodia to host Singapore for a bi-lateral WT20I Series in February"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা