২০২২–২৩ ভারত পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

ভারত পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের নভেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে।[১][২] ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩]

২০২২–২৩ ভারত পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড ভারত
তারিখ ১৮ নভেম্বর ২০২২ – ৩০ নভেম্বর ২০২২
অধিনায়ক কেন উইলিয়ামসন শিখর ধাওয়ান (ওডিআই)
হার্দিক পান্ডিয়া (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান টম ল্যাথাম (১৪৫) শ্রেয়াস আইয়ার (১২৯)
সর্বাধিক উইকেট টিম সাউদি (৫) উমরান মালিক (৩)
সিরিজ সেরা খেলোয়াড় টম ল্যাথাম (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ডেভন কনওয়ে (৮৪) সূর্যকুমার যাদব (১২৪)
সর্বাধিক উইকেট টিম সাউদি (৫) মোহাম্মদ সিরাজ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় সূর্যকুমার যাদব (ভারত)

টি২০আই সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী হয়।[৪] ওডিআই সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়লাভ করে।[৫]

দলীয় সদস্য সম্পাদনা

  নিউজিল্যান্ড   ভারত
ওডিআই[৬] টি২০আই[৭] ওডিআই[৮] টি২০আই[৯]

তৃতীয় টি২০আই ম্যাচের আগে নিউজিল্যান্ডের টি২০আই দলে মার্ক চ্যাপম্যানকে যোগ করা হয়।[১০] ২০২২ সালের ২৩ নভেম্বর ভারতের হয়ে ওডিআই সিরিজে কুলদীপ সেন ও শাহবাজ আহমেদের অংশগ্রহণ না করা নিশ্চিত করা হয়।[১১]

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

১৮ নভেম্বর ২০২২
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ওয়েলিংটন আঞ্চলিক স্টেডিয়াম, ওয়েলিংটন
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২য় টি২০আই সম্পাদনা

২০ নভেম্বর ২০২২
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
১৯১/৬ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১২৬ (১৮.৫ ওভার)
সূর্যকুমার যাদব ১১১* (৫১)
টিম সাউদি ৩/৩৪ (৪ ওভার)
কেন উইলিয়ামসন ৬১ (৫২)
দীপক হুডা ৪/১০ (২.৫ ওভার)
ভারত ৬৫ রানে জয়ী
বে ওভাল, মাউন্ট মংগানুই
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সূর্যকুমার যাদব (ভারত)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই সম্পাদনা

২২ নভেম্বর ২০২২
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৬০ (১৯.৪ ওভার)
  ভারত
৭৫/৪ (৯ ওভার)
ম্যাচ টাই (ডিএলএস পদ্ধতি)
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ (ভারত)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

২৫ নভেম্বর ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
৩০৬/৫ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
৩০৯/৩ (৪৭.১ ওভার)
টম ল্যাথাম ১৪৫* (১০৪)
উমরান মালিক ২/৬৬ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
ইডেন পার্ক, অকল্যান্ড
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: টম ল্যাথাম (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অর্শদীপ সিংউমরান মালিক (ভারত)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, ভারত ০।

২য় ওডিআই সম্পাদনা

২৭ নভেম্বর ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
৮৯/১ (১২.৫ ওভার)
শুভমান গিল ৪৫* (৪২)
ম্যাট হেনরি ১/২০ (৪ ওভার)
ফলাফল হয়নি
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ৫, ভারত ৫।

৩য় ওডিআই সম্পাদনা

৩০ নভেম্বর ২০২২
১৪:৪০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
২১৯ (৪৭.৩ ওভার)
  নিউজিল্যান্ড
১০৪/১ (১৮ ওভার)
ফিন অ্যালেন ৫৭ (৫৪)
উমরান মালিক ১/৩১ (৫ ওভার)
ফলাফল হয়নি
হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ৫, ভারত ৫।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "New Zealand to play day-night Test, host India in packed home season"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২ 
  2. "India to tour New Zealand for white-ball series after T20 World Cup"স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২ 
  3. "Men's Future Tour Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮ 
  4. "A rare tie and a bizarre sequence — Memorable moments from the New Zealand-India series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২ 
  5. "New Zealand take ODI series 1-0 after yet another no-result"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২ 
  6. "Allen & Milne set to face India | Southee poised on 199*"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  7. "Guptill, Boult left out of New Zealand's white-ball squads for India series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  8. "Hardik Pandya, Shikhar Dhawan to lead India in New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  9. "Pandya named India captain for New Zealand T20Is"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  10. "Kane Williamson to miss third T20I against India because of a medical appointment"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২২ 
  11. "Jadeja, Dayal ruled out of Bangladesh ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা