২০২১ পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

পাকিস্তান ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং চারটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা জুলাই থেকে আগস্ট ২০২১-এ অনুষ্ঠিত হয়। [১][২]

২০২১ পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান
তারিখ ২৭ জুলাই – ২৪ আগস্ট ২০২১
অধিনায়ক ক্রেগ ব্রেদওয়েট (টেস্ট)
কিরণ পোলার্ড (টি২০আই)
বাবর আজম
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান জেসন হোল্ডার (১৪৭) বাবর আজম (১৯৩)
সর্বাধিক উইকেট জেইডেন সিলস (১১) শাহীন আফ্রিদি (১৮)
সিরিজ সেরা খেলোয়াড় পাকিস্তান শাহীন আফ্রিদি
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নিকোলাস পুরাণ (৭৫) বাবর আজম (৫১)
সর্বাধিক উইকেট জেসন হোল্ডার (৪) হাসান আলী (৩)

দলীয় সদস্য সম্পাদনা

টেস্ট টি২০আই
  ওয়েস্ট ইন্ডিজ   পাকিস্তান   ওয়েস্ট ইন্ডিজ   পাকিস্তান

প্রস্তুতিমূলক খেলা সম্পাদনা

৩–৬ আগস্ট ২০২১
১৭৩ (৭১ ওভার)
ক্রেগ ব্রেদওয়েট ৭৭* (২১৯)
বীরস্বামী পারমল ৫/৩৮ (১৭ ওভার)
২৬১ (৮৭.৫ ওভার)
জার্মেইন ব্ল্যাকউড ৬২ (১৪৩)
রস্টন চেজ ২/১১ (৭ ওভার)
৩৩৩/৯ঘো (৯৯.২ ওভার)
শামার ব্রুকস ১৩৫ (২৩৬)
রহকিম কর্নওয়াল ৫/৬৭ (২৬.২ ওভার)
১৪০/৪ (৩৬.২ ওভার)
নক্রুমা বোনার ৫৩* (১১৪)
আলজারি জোসেফ ১/৬ (৪ ওভার)
খেলা ড্র
সাবিনা পার্ক, জ্যামাইকা
আম্পায়ার: ভারডাইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ) ও ক্রিস্টোফার টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
  • ক্রেগ ব্রেদওয়েট টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২৮ জুলাই ২০২১
১০:০০
ওয়েস্ট ইন্ডিজ  
৮৫/৫ (৯ ওভার)
কিরণ পোলার্ড ২২* (৯)
হাসান আলী ২/১১ (২ ওভার)
ফলাফল হয়নি
কেনসিংটন ওভাল, বার্বাডোস
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টি আর কোনও খেলা বাধা দেয়।
  • মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান) তার টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

৩১ জুলাই ২০২১
১১:০০
ওয়েস্ট ইন্ডিজ  
১৫৭/৮ (২০ ওভার)
  পাকিস্তান
১৫০/৪ (২০ ওভার)
বাবর আজম ৫১ (৪০)
জেসন হোল্ডার ৪/২৬ (৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই সম্পাদনা

১ আগস্ট ২০২১
১১:০০
ওয়েস্ট ইন্ডিজ  
১৫/০ (১.২ ওভার)
ফলাফল হয়নি
গায়ানা স্টেডিয়াম, গায়ানা
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলাকালীন বৃষ্টি আর খেলা বন্ধ করে দেয়।

৪র্থ টি২০আই সম্পাদনা

৩ আগস্ট ২০২১
১১:০০
ওয়েস্ট ইন্ডিজ  
৩০/০ (৩ ওভার)
ফলাফল হয়নি
গায়ানা স্টেডিয়াম, গায়ানা
আম্পায়ার: প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রেইফার (ওয়েস্ট ইন্ডিজ)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলাকালীন বৃষ্টি আর খেলা বন্ধ করে দেয়।

টেস্ট সিরিজ সম্পাদনা

১ম টেস্ট সম্পাদনা

১২–১৬ আগস্ট ২০২১
Scorecard
২১৭ (৭০.৩ ওভার)
ফায়াদ আলম ৫৬ (১১৭)
জেসন হোল্ডার ৩/২৬ (১৫.৩ ওভার)
২৫৩ (৮৯.৪ ওভার)
ক্রেগ ব্রেদওয়েট ৯৭ (২২১)
শাহীন আফ্রিদি ৪/৫৯ (২১.৪ ওভার)
২০৩ (৮৩.৪ ওভার)
বাবর আজম ৫৫ (১৬০)
জেইডেন সিলস ৫/৫৫ (১৫.৪ ওভার)
১৬৮/৯ (৫৬.৫ ওভার)
জার্মেইন ব্ল্যাকউড ৫৫ (৭৮)
শাহীন আফ্রিদি ৪/৫০ (১৭ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী
সাবিনা পার্ক, জ্যামাইকা
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: জেইডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
  • জেইডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১২, পাকিস্তান ০।

২য় টেস্ট সম্পাদনা

২০–২৪ আগস্ট ২০২১
৩০২/৯ঘো (১১০ ওভার)
ফায়াদ আলম ১২৪* (২১৩)
জেইডেন সিলস ৩/৩১ (১৫ ওভার)
১৫০ (৫১.৩ ওভার)
নক্রুমা বোনার ৩৭ (১১৬)
শাহীন আফ্রিদি ৬/৫১ (১৭.৩ ওভার)
১৭৬/৬ঘো (২৭.২ ওভার)
ইমরান বাট ৩৭ (৪৪)
জেসন হোল্ডার ২/২৭ (৬ ওভার)
২১৯ (৮৩.২ ওভার)
জেসন হোল্ডার ৪৭ (৮৩)
শাহীন আফ্রিদি ৪/৪৩ (১৭.২ ওভার)
পাকিস্তান ১০৯ রানে জয়ী
সাবিনা পার্ক, জ্যামাইকা
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: শাহীন আফ্রিদি (পাকিস্তান)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
  • বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা বাতিল।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: পাকিস্তান ১২, ওয়েস্ট ইন্ডিজ ০।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Schedule for inaugural World Test Championship announced"International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  2. "Men's Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা