২০২০–২১ রোড সেফটি বিশ্ব সিরিজ

(২০২০-২১ রোড সেফটি বিশ্ব সিরিজ থেকে পুনর্নির্দেশিত)

২০২০–২১ রোড সেফটি বিশ্ব সিরিজ হল একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যা মূলত প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে খেলা হয়েছিল। এটি রোড সেফটি বিশ্ব সিরিজের প্রথম আসর। মূলত সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মসূচির উন্নয়নের জন্য এই প্রতিযোগিতা শুরু হয়।[১][২]

রোড সেফটি বিশ্ব সিরিজ
রোড সেফটি বিশ্ব সিরিজ
তারিখ৭ মার্চ ২০২০ থেকে ১১ মার্চ ২০২০ – ৫ মার্চ ২০২১ থেকে ২১ মার্চ ২০২১
তত্ত্বাবধায়করোড সেফটি বিশ্ব সিরিজ কমিটি
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০ ক্রিকেট
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিননকআউট
আয়োজক ভারত
বিজয়ীভারত ভারত লেজেন্ডস (১ম শিরোপা)
রানার-আপশ্রীলঙ্কা শ্রীলঙ্কা লেজেন্ডস
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৯
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়শ্রীলঙ্কা তিলকরত্নে দিলশান
সর্বাধিক রান সংগ্রহকারীশ্রীলঙ্কা তিলকরত্নে দিলশান (২৭১)
সর্বাধিক উইকেটধারীশ্রীলঙ্কা তিলকরত্নে দিলশান (১২)
আনুষ্ঠানিক ওয়েবসাইটবিশ্বসিরিজটি২০

দল সম্পাদনা

এই আসরে ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটাররা যোগ দেন।[৩]

কর্মকর্তা সম্পাদনা

মাঠ সম্পাদনা

২০২০ সালে ৭ মার্চ থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। মুম্বই, পুনেনবি মুম্বই শহরে আয়োজন করা হয়। ২২ মার্চ পুনেতে ফাইনাল খেলার স্থান নির্ধারণ করা হয়।[৬] কিন্তু প্রতিযোগিতাটি কোভিড-১৯ মহামারীর জন্য স্থগিত হয়ে যায়। পরে ২০২১ সালে কোভিড-১৯ টিকা আসার পর বাকি অংশ রায়পুরে অনুষ্ঠিত হয়।[৭]

প্রথম অংশ (মহারাষ্ট্র) সম্পাদনা

মুম্বই নবি মুম্বই পুনে
ওয়াংখেড়ে স্টেডিয়াম ডিওয়াই পাতিল স্টেডিয়াম এমসিএ স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৩,১০৮ ধারণক্ষমতা: ৫৫,০০০ ধারণক্ষমতা: ৩৭,০০০
     

দ্বিতীয় অংশ (ছত্তিশগড়) সম্পাদনা

রায়পুর
শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৬৫,০০০
 

দলীয় সদস্য সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

 
এই আসরের শিরোপা
অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর
  ভারত লেজেন্ডস ২০ +১.৭৩৩
  শ্রীলঙ্কা লেজেন্ডস ২০ +১.৭৭১
  দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ১৬ −০.৩৪৯
  ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ১২ −০.২৭৭
  ইংল্যান্ড লেজেন্ডস ১২ −১.২০৬
  বাংলাদেশ লেজেন্ডস −২.১৫৯
  অস্ট্রেলিয়া লেজেন্ডস −০.৩৫০
  •      সেমি-ফাইনালে উত্তীর্ণ
  •      প্রতিযোগিতা থেকে প্রত্যাহার
    • অস্ট্রেলিয়া লেজেন্ডস শ্রীলঙ্কা লেজেন্ডস দলের বিপক্ষে ১টি ম্যাচ খেললেও বাকি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেয়। কোভিড-১৯ মহামারীর জন্য তারা ভারতে পুনরায় আসতে পারেনি।

টাইব্রেকার সম্পাদনা

  1. পয়েন্ট।
  2. জয়ের সংখ্যা।
  3. হেড-টু-হেড ফলাফল।
  4. দলীয় নেট রান রেট

লিগ পর্ব সম্পাদনা

২০২০ সম্পাদনা

ম্যাচ ১
৭ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস  
১৫০/৮ (২০ ওভার)
  ভারত লেজেন্ডস
১৫১/৩ (১৮.২ ওভার)
  • ভারত লেজেন্ডস টসে জয়ী হয় ও ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ২
৮ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা লেজেন্ডস  
১৬১/৮ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া লেজেন্ডস
১৫৪ (১৯.৫ ওভার)
শ্রীলঙ্কা লেজেন্ডস ৭ রানে জয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: অনিল ডান্ডেকর (ভারত) এবং সাইমন টাওফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা লেজেন্ডস)
  • শ্রীলঙ্কা লেজেন্ডস টসে জয়ী হয় ও ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৩
১০ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা লেজেন্ডস  
১৩৮/৮ (২০ ওভার)
  ভারত লেজেন্ডস
১৩৯/৫ (১৮.৪ ওভার)
ইরফান পাঠান ৫৭* (৩১)
চামিন্দা ভাস ২/৫ (৩ ওভার)
ভারত লেজেন্ডস ৫ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: সাইমন টাওফেল (অস্ট্রেলিয়া) এবং রোহন পন্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইরফান পাঠান (ভারত লেজেন্ডস)
  • ভারত লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ ৪
১১ মার্চ ২০২০
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস  
১৪৩/৮ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস
১৪৬/৬ (১৮.৩ ওভার)
ড্যারেন গঙ্গা ৩১ (৩২)
পল হ্যারিস ৩/২১ (৪ ওভার)
আলবি মরকেল ৫৪* (৩০)
টিনো বেস্ট ২/১২ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ৬ উইকেটে জয়ী
ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বই
আম্পায়ার: অনিল ডান্ডেকর (ভারত) ও রোহন পন্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলবি মরকেল (দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস)
  • দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০২১ সম্পাদনা

ম্যাচ ৫
৫ মার্চ ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ লেজেন্ডস  
১০৯ (১৯.৪ ওভার)
  ভারত লেজেন্ডস
১১৪/০ (১০.১ ওভার)
  • বাংলাদেশ লেজেন্ডস টসে জয়ী হয় ও ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

নকআউট পর্ব সম্পাদনা

কোনো ম্যাচ টাই হলে, সুপার ওভার দ্বারা বিজয়ী নির্ধারিত হবে।[৮] সুপার ওভারও টাই হলে, বারংবার সুপার ওভার চলতে থাকবে।[৯]

বন্ধনী সম্পাদনা

  সেমি-ফাইনাল ফাইনাল
                 
   ভারত লেজেন্ডস ২১৮/৩ (২০)  
   ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ২০৬/৬ (২০)  
       ভারত লেজেন্ডস ১৮১/৪ (২০)
     শ্রীলঙ্কা লেজেন্ডস ১৬৭/৭ (২০)
   দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস ১২৫ (২০)
   শ্রীলঙ্কা লেজেন্ডস ১২৯/২ (১৭.২)  

সেমি-ফাইনাল সম্পাদনা

সেমি-ফাইনাল ১ সম্পাদনা

১৭ মার্চ ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত লেজেন্ডস  
২১৮/৩ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস
২০৬/৬ (২০ ওভার)
শচীন তেন্ডুলকর ৬৫ (৪২)
টিনো বেস্ট ২/২৫ (৪ ওভার)
ডোয়েন স্মিথ ৬৩ (৩৬)
বিনয় কুমার ২/২৬ (৩ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভারত লেজেন্ডস ফাইনালে উত্তীর্ণ হয়।[১০]

সেমি-ফাইনাল ২ সম্পাদনা

১৯ মার্চ ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস  
১২৫ (২০ ওভার)
  শ্রীলঙ্কা লেজেন্ডস
১২৯/২ (১৭.২ ওভার)
  • শ্রীলঙ্কা লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শ্রীলঙ্কা লেজেন্ডস ফাইনালে উত্তীর্ণ হয়।[১১]

ফাইনাল সম্পাদনা

২১ মার্চ ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত লেজেন্ডস  
১৮১/৪ (২০ ওভার)
  শ্রীলঙ্কা লেজেন্ডস
১৬৭/৭ (২০ ওভার)
ইউসুফ পাঠান ৬২* (৩৬)
ফারভেজ মাহরুফ ১/১৬ (৪ ওভার)
সনথ জয়সূর্য ৪৩ (৩৫)
ইউসুফ পাঠান ২/২৬ (৪ ওভার)
  • শ্রীলঙ্কা লেজেন্ডস টসে জয়ী হয় ও ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভারত লেজেন্ডস ২০২০–২১ রোড সেফটি বিশ্ব সিরিজের চ্যাম্পিয়ন হয়।

পরিসংখ্যান সম্পাদনা

সর্বাধিক রান সংগ্রাহক সম্পাদনা

অব. খেলোয়াড় ও দল খে রান স.স্কো স্ট্রা.রে. ১০০ ৫০
  তিলকরত্নে দিলশান
(শ্রীলঙ্কা লেজেন্ডস)
২৭১ ৬১* ১৩৬.৮৬ ৪৭
  উপুল থারাঙ্গা
(শ্রীলঙ্কা লেজেন্ডস)
২৩৭ ৯৯* ১৩৩.৮৯ ৩১
  শচীন তেন্ডুলকর
(ভারত লেজেন্ডস)
২৩৩ ৬৫ ১৩৮.৬৯ ৩৪
  মরনে ফন উইক
(দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস)
২২৮ ৬৯* ১১৭.৫২ ২৭
  বীরেন্দ্র সেহবাগ
(ভারত লেজেন্ডস)
২১৪ ৮০* ১৫৩.৯৫ ২৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো

সর্বাধিক উইকেট প্রাপক সম্পাদনা

অব. খেলোয়াড় ও দল খে রান উইকেট বিবিআই গড়
  তিলকরত্নে দিলশান
(শ্রীলঙ্কা লেজেন্ডস)
১৬৩ ১২ ৪/৬ ১৩.৫৮
  ইউসুফ পাঠান
(ভারত লেজেন্ডস)
১২৪ ৩/২৮ ১২.৩৩
  মুনাফ প্যাটেল
(ভারত লেজেন্ডস)
১৯৭ ৪/১৯ ২১.৮৮
  মন্টি পানেসার
(ইংল্যান্ড লেজেন্ডস)
১৫৮ ৪/২৬ ১২.২৫
  রঙ্গনা হেরাথ
(শ্রীলঙ্কা লেজেন্ডস)
১২৭ ২/৫ ১৫.৮৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো

সম্প্রচার সম্পাদনা

ভায়াকম ১৮ কোম্পানি এই প্রতিযোগিতার প্রধান সম্প্রচারক ছিল।[১২] কালার্স সিনেপ্লেক্সরিশতে সিনেপ্লেক্স টিভিতে সকল খেলা সরাসরি সম্প্রচার করেছিল। অনলাইন সম্প্রচার করেছিল ভুটজিওটিভি[১৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Safety World Series cricket 30 January 2020
  2. Tendulkar versus Lara in Road Safety World Series opener 13 February 2020
  3. "Road Safety World Series 2020: Sachin Tendulkar's India Legends Announces Squad"New Nation। ১৮ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১ 
  4. "Founder of Road Safety World Series T20 Cricket Ravi Gaikwad awarded for contribution in nation-building"The Free Press Journal। ৫ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১ 
  5. "Tendulkar, Lara to face each other in Road Safety World Series opening match"ANI। ১৩ ফেব্রুয়ারি ২০২০। ২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১ 
  6. "Roll back the years from March 7, 2020" 
  7. "Tendulkar & Co. are back as Raipur gets ready to host the Unacademy Road Safety World Series T20" 
  8. 'Super Over rules'
  9. 'ICC changes Super Over rules'
  10. 'India Legends enter into Finals'
  11. 'Sri Lanka Legends to face India Legends in Finals'
  12. Viacom18’s Colors Cineplex was broadcast partner of Road Safety World Series 10-18-2019
  13. "Road Safety World Series – Fixtures, Schedule, Squads, Broadcast & Live Streaming Details"Crictracker। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]