২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে।[১] ম্যাচগুলো ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে খেলা হয়।[২] সফরটি প্রাথমিকভাবে ২০২১ সালের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে সফরটি স্থগিত করা হয়।[৩] ২০২২ সালের মে মাসে সফরের নতুন সূচি নিশ্চিত করা হয়।[৪]

২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২ – ১১ সেপ্টেম্বর ২০২২
অধিনায়ক অ্যারন ফিঞ্চ কেন উইলিয়ামসন
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান স্টিভেন স্মিথ (১৬৭) কেন উইলিয়ামসন (৮৯)
সর্বাধিক উইকেট অ্যাডাম জাম্পা (৭) ট্রেন্ট বোল্ট (১০)
সিরিজ সেরা খেলোয়াড় স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[৫]

দলীয় সদস্য সম্পাদনা

  অস্ট্রেলিয়া[৬]   নিউজিল্যান্ড[৭]

২০২২ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়া দলে মিচেল মার্শের পরিবর্তে জশুয়া ইংলিসকে নেয়া হয়।[৮]

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

৬ সেপ্টেম্বর ২০২২
১৪:২০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২৩২/৯ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
২৩৩/৮ (৪৫ ওভার)
অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী
ক্যাজালিস স্টেডিয়াম, কেয়ার্নস
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১০, নিউজিল্যান্ড ০।

২য় ওডিআই সম্পাদনা

৮ সেপ্টেম্বর ২০২২
১৪:২০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
১৯৫/৯ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
৮২ (৩৩ ওভার)
স্টিভেন স্মিথ ৬১ (৯৪)
ট্রেন্ট বোল্ট ৪/৩৮ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ১১৩ রানে জয়ী
ক্যাজালিস স্টেডিয়াম, কেয়ার্নস
আম্পায়ার: পল উইলসন (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৯]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১০, নিউজিল্যান্ড ০।

৩য় ওডিআই সম্পাদনা

১১ সেপ্টেম্বর ২০২২
১৪:২০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২৬৭/৫ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
২৪২ (৪৯.৫ ওভার)
স্টিভেন স্মিথ ১০৫ (১৩১)
ট্রেন্ট বোল্ট ২/২৫ (১০ ওভার)
গ্লেন ফিলিপস ৪৭ (৫৩)
মিচেল স্টার্ক ৩/৬০ (৯.৫ ওভার)
অস্ট্রেলিয়া ২৫ রানে জয়ী
ক্যাজালিস স্টেডিয়াম, কেয়ার্নস
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও স্যাম নোগায়স্কি (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১০, নিউজিল্যান্ড ০।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Australia's cricket schedule is INSANE as epic journey is revealed"ফক্স স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  2. "Men's Future Tour Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮ 
  3. "New Zealand home international summer gets green light, but Australia limited-overs tour postponed"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  4. "Australia's international fixtures for 2022-23 revealed"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২ 
  5. "Smith's perfectly-paced hundred gives Finch winning finish"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২২ 
  6. "Adam Zampa returns, Pat Cummins rested for ODIs against Zimbabwe, New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২ 
  7. "Fast bowler returns as New Zealand name ODI squad for Australia series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২২ 
  8. "Mitchell Marsh ruled out of ODIs with priority given to T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ 
  9. "Zampa heaps praise on quicks after maiden ODI five-for"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা