২০২০–২১ কোপা দেল রেই

২০২০–২১ কোপা দেল রে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত স্পেনীয় ক্লাবগুলোর মধ্যকার ফুটবল প্রতিযোগিতা, কোপা দেল রে-এর ১১৯তম আসর।

২০২০–২১ কোপা দেল রে
সেভিলের লা কার্তুহা স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে
দেশ স্পেন
তারিখবাছাইপর্ব: ১১ নভেম্বর ২০২০
চূড়ান্ত পর্ব:
১৬ ডিসেম্বর ২০২০ – ১৭ এপ্রিল ২০২১
দল১২৬
চ্যাম্পিয়নবার্সেলোনা (৩১তম শিরোপা)
রানার্স-আপঅ্যাথলেটিক বিলবাও
ম্যাচ খেলেছে১২৭
গোল সংখ্যা৩৪৫ (ম্যাচ প্রতি ২.৭২টি)
শীর্ষ গোলদাতাস্পেন সের্হিও লেওন (৫টি গোল)
শীর্ষ গোলদাতাস্পেন সের্হিও লেওন (৫টি গোল)
২০২১–২২

এই প্রতিযোগিতার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন দল ছিল রিয়াল সোসিয়েদাদ, যারা ১৬ দলের পর্বে রিয়াল বেতিসের অতিরিক্ত সময় শেষে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়ে এই আসর হয়ে বিদায় নিয়েছিল।[১]

২০২১ সালের ১৭ই এপ্রিল তারিখে, স্পেনের সেভিলের লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বার্সেলোনা ৪–০ গোলের ব্যবধানে অ্যাথলেটিক বিলবাওকে পরাজিত করে ৩১তম বারের মতো শিরোপা জয়লাভ করেছে।[২][৩] এই আসরের বিজয়ী দল, বার্সেলোনা ২০২১–২২ উয়েফা ইউরোপা লীগের গ্রুপ পর্বে খেলার জন্য উত্তীর্ণ হয়েছে, তবে যদি বার্সেলোনা তাদের ঘরোয়া লীগে ফলাফলের ভিত্তিতে ২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লীগে উত্তীর্ণ হতে পারবে। এছাড়াও এই আসরের চ্যাম্পিয়ন ও রানার-আপ দল ২০২১–২২ স্পেনীয় সুপার কাপে অংশগ্রহণ করার জন্য উত্তীর্ণ হয়েছে।

২০২০ সালের ১১ই নভেম্বর হতে ২০২১ সালের ১৭ই এপ্রিল পর্যন্ত সমগ্র স্পেন জুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

ফাইনাল সম্পাদনা

পরিসংখ্যান সম্পাদনা

শীর্ষ গোলদাতা সম্পাদনা

অবস্থান খেলোয়াড় দল গোল
  সের্হিও লেওন লেবান্তে
  হোর্হে মোলিনা গ্রানাদা
  কিকে বারহা ওসাসুনা
  লুক ডে ইয়ং সেভিয়া
  অঁতোয়ান গ্রিয়েজমান বার্সেলোনা
  লিওনেল মেসি বার্সেলোনা
  ফ্রেঙ্কি দি ইয়ং বার্সেলোনা
  রাউন গার্সিয়া অ্যাথলেটিক বিলবাও
  ফের্নান্দো নিনিয়ো ভিয়ারিয়াল
  ইয়েরেমি পিনো ভিয়ারিয়াল
  হুয়ান এসনাইদের নাভালকার্নেরো
  অস্কার প্লানো রিয়াল বায়াদোলিদ
  তনি বিয়া রিয়াল বায়াদোলিদ
  সের্হিও কাস্তেল ইবিসা
  পেদ্রো লেওন এইবার
  রাফা মির উয়েস্কা
  ফেদে বিকো গ্রানাদা

টীকা সম্পাদনা

  1. স্পেনে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বিনা দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজন করা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Official: The Copa del Rey 2019-20 final set for April 3"। Athletic Bilbao। ২৯ জানুয়ারি ২০২১। 
  2. "Lionel Messi scores twice as Barca win Copa del Rey final"BBC Sport। ১৭ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১ 
  3. Lowe, Sid (১৭ এপ্রিল ২০২১)। "Messi stars as Barcelona thrash Athletic Bilbao to lift Copa del Rey"The Guardian। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা