২০১৯ আফগানিস্তান ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর

আফগানিস্তান ক্রিকেট দল দুইটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য স্কটল্যান্ড সফর করে, যা মে ২০১৯-এ অনুষ্ঠিত হয়।

২০১৯ আফগানিস্তান ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
 
  স্কটল্যান্ড আফগানিস্তান
তারিখ ৮ – ১০ মে ২০১৯
অধিনায়ক কাইল কোয়েতজার গুলবাদিন নায়েব
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে আফগানিস্তান ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ক্যালাম ম্যাকলিওড (১০০) রহমত শাহ (১১৩)
সর্বাধিক উইকেট অ্যালাসডেয়ার ইভান্স (১)
টম সোলে (১)
ব্র্যাড হুইল (১)
গুলবাদিন নায়েব (৩)

দলীয় সদস্য

সম্পাদনা
ওডিআই
  স্কটল্যান্ড   আফগানিস্তান

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
৮ মে ২০১৯
১১:০০
  • টস হয়নি।
  • বৃষ্টি এবং একটি ভেজা আউটফিল্ড কারণে কোন খেলার সম্ভব ছিল।

২য় ওডিআই

সম্পাদনা
১০ মে ২০১৯
১১:০০
স্কটল্যান্ড  
৩২৫/৭ (50 overs)
  আফগানিস্তান
২৬৯/৩ (৪৪.৫ ওভার)
রহমত শাহ ১১৩ (১১৫)
অ্যালাসডেয়ার ইভান্স ১/৪৫ (৭.৫ ওভার)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের ইনিংসের সময় বৃষ্টির কারণে কোনও খেলা হয়নি।
  • আসগর আফগান (আফগানিস্তান) তার খেলেছে ১০০তম ওডিআই।
  • গুলবাদিন নায়েব আফগানিস্তানের অধিনায়কত্ব ওডিআই প্রথমবার
  • কাইল কোয়েতজার স্কটল্যান্ডের হয়ে ওয়ানডেতে ২০০০ রান করার প্রথম ব্যাটসম্যান হয়েছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা