২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ

পেশাদার টি২০ কাপ

২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ হচ্ছে বাংলাদেশে টুয়েন্টি২০ ক্রিকেট এর ধরন অনুযায়ী একটি প্রতিযোগিতা ।[২][৩] প্রতিযোগিতাটি ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে,[৪] ৫টি দলের[৫] মধ্যে অনুষ্ঠিত হতে নির্ধারিত হয়। পরের মাসে, টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাইয়ের পূর্বে প্রায় শতাধিক খেলোয়াড় তাদের ফিটনেস পরীক্ষা দিতে শুরু করে।[৬] ১২ নভেম্বর ২০২০, খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়[৭] এবং নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রতিযোগিতাটি শুরু হবে ঘোষণা করা হয়।[৮][৯] দুদিন পর, বিসিবি প্রতিযোগিতার খেলাগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[১০]

২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ
তারিখ২৪ নভেম্বর – ১৮ ডিসেম্বর ২০২০
তত্ত্বাবধায়কবাংলাদেশ ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
বিজয়ীজেমকন খুলনা (১ম শিরোপা)
রানার-আপগাজী গ্রুপ চট্টগ্রাম
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়মুস্তাফিজুর রহমান[১]
সর্বাধিক রান সংগ্রহকারীলিটন দাস (৩৯৩ রান)
সর্বাধিক উইকেটধারীমুস্তাফিজুর রহমান (২১ উইকেট)

মূলত, ২০২০ এর অক্টোবরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করে যে, এই প্রতিযোগিতাটি হয়তো হতে পারে ২০২১ সালের শুরুতে বাংলাদেশে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের সাথে টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা জন্য খেলোয়াড় নির্বাচনের একটি সূচক।[১১] অতঃপর, ২০২০ এর ডিসেম্বরে, উভয় দেশের ক্রিকেট বোর্ড টি২০আই ম্যাচগুলো বাদ দিয়ে খেলার সূচীতে সম্মতি প্রকাশ করে।[১২][১৩]

প্রতিযোগিতার ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে পরাজিত করে জেমকন খুলনা শিরোপা জিতে নেয়।[১৪]

প্রতিযোগিতার ধরন সম্পাদনা

প্রতিটি দল গ্রুপ পর্বে নিজেদের মধ্যে দুইবার মুখোমুখি হবে, এরপর এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের পর হবে ফাইনাল। প্রতিদিন ম্যাচের পর এক দিন করে বিরতি থাকবে। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ, শুক্রবার ছাড়া অন্যদিন ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টা ও সন্ধ্যা ৬.৩০ থেকে। শুধু শুক্রবারে দুপুর দুইটা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ম্যাচ দুইটি।

জৈব বলয়ের মধ্যে সবগুলো ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে। তবে কোনো দর্শক থাকবে না মাঠে। সবগুলো দল চারটি করে ম্যাচ খেলবে দিনে ও রাতে। ফাইনালে সংরক্ষিত দিন রাখা হয়েছে।

দলসমূহ সম্পাদনা

বিসিবি নিশ্চিত করে যে, এই আসরে পাঁচটি দল অংশ নিচ্ছে।[১৫] দলগুলো হলো-

খেলোয়াড় সম্পাদনা

১২ নভেম্বর খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। সেখানে ১৫৭ জন ক্রিকেটারের মধ্যে থেকে এ, বি, সি, ডি এই চার গ্রেড থেকে প্রতিটি দল ১৬জন করে মোট ৮০ জন ক্রিকেটারকে বেছে নেয়। এ গ্রেডে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান।[১৬][১৭]

গ্রেড এ-তে থাকা সাকিব, তামিম, মুশফিকরা পাবেন ১৫ লাখ টাকা। গ্রেড বি তে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লাখ, সি তে থাকা ক্রিকেটাররা ৬ লাখ ও ডি তে থাকা ক্রিকেটাররা ৪ লাখ।[১৭]

বেক্সিমকো ঢাকা[১৮] ফরচুন বরিশাল[১৯] গাজী গ্রুপ চট্টগ্রাম[২০] জেমকন খুলনা[২১] মিনিস্টার গ্রুপ রাজশাহী[২২]

গ্রুপ পর্যায় সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর অগ্রসর
গাজী গ্রুপ চট্টগ্রাম (Q) ১৪ +১.১৫৭ বাছাই ১
জেমকন খুলনা (Q) +০.০১৪
বেক্সিমকো ঢাকা (Q) −০.৩২২ এলিমিনেটর
ফরচুন বরিশাল (Q) −০.৩৬৭
মিনিস্টার গ্রুপ রাজশাহী −০.৪৫৯
১২ ডিসেম্বর ২০২০ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ক্রিকইনফো
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট;
(Q) প্রতিযোগিতার নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত।

প্রতিযোগিতার অগ্রগতি সম্পাদনা

দল
গ্রুপ পর্যায় নকআউট
এ/বা১ বা২ ফা
বেক্সিমকো ঢাকা হা
ফরচুন বরিশাল হা
গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ ১২ ১৪ হা হা
জেমকন খুলনা
মিনিস্টার গ্রুপ রাজশাহী বাতিল
জয় হার ফলাফল হয়নি
টীকা: প্রতিটি গ্রুপ ম্যাচের শেষে মোট পয়েন্ট তালিকাভুক্ত করা হয়েছে।
টীকা: ম্যাচের সারাংশ দেখতে পয়েন্ট (গ্রুপ ম্যাচ) বা জ/হা (নকআউট) ক্লিক করুন। হালনাগাদ: ১৫ ডিসেম্বর, ২০২০
অতিথি দল →
ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা রাজশাহী
স্থানীয় দল ↓
বেক্সিমকো ঢাকা (ঢাকা) বরিশাল
২ রান
ঢাকা
৭ উইকেট
খুলনা
৩৭ রান
রাজশাহী
২ রান
ফরচুন বরিশাল (বরিশাল) ঢাকা
৭ রান
চট্টগ্রাম
১০ রান
খুলনা
৪ উইকেট
বরিশাল
৮ উইকেট
গাজী গ্রুপ চট্টগ্রাম (চট্টগ্রাম) চট্টগ্রাম
৯ উইকেট
চট্টগ্রাম
৭ উইকেট
চট্টগ্রাম
৩ উইকেট
চট্টগ্রাম
১ রান
জেমকন খুলনা (খুলনা) ঢাকা
২০ রান
খুলনা
৪৮ রান
চট্টগ্রাম
৯ উইকেট
রাজশাহী
৬ উইকেট
মিনিস্টার গ্রুপ রাজশাহী (রাজশাহী) ঢাকা
২৫ রান
বরিশাল
৫ উইকেট
চট্টগ্রাম
৩৬ রান
খুলনা
৫ উইকেট
দলীয় ফলাফল→ স্থানীয় দল জয়ী ড্র অতিথি দল জয়ী ফ/হ

সর্বশেষ হালনাগাদ: ১২ ডিসেম্বর ২০২০

সময়সূচী সম্পাদনা

২৪ নভেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৬৭/৫ (২০ ওভার)
মাহেদী হাসান ৫০ (৩২)
মুক্তার আলী ৩/২২ (৪ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৪ নভেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৫২/৯ (২০ ওভার)
জেমকন খুলনা
১৫৫/৬ (১৯.৫ ওভার)
আরিফুল হক ৪৮ (৩৪)
সুমন খান ২/২১ (৪ ওভার)
  • জেমকন খুলনা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৬ নভেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৪৬/৬ (২০ ওভার)
আরিফুল হক ৪১* (৩১)
মুকিদুল ইসলাম ২/৪৪ (৪ ওভার)
  • জেমকন খুলনা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৬ নভেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
৮৮ (১৬.২ ওভার)
সৌম্য সরকার ৪৪* (২৯)
নাসুম আহমেদ ১/৫ (১ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শাহাদাত হোসেন (বেক্সিমকো ঢাকা) টি২০ ক্রিকেটে অভিষেক করে।

২৮ নভেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
জেমকন খুলনা
৮৬ (১৭.৫ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৮ নভেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৩৬/৫ (১৯ ওভার)
তামিম ইকবাল ৭৭* (৬১)
মুকিদুল ইসলাম ২/২৭ (৪ ওভার)
  • ফরচুন বরিশাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রেজাউর রহমান রাজা মিনিস্টার গ্রুপ রাজশাহী টি২০ ক্রিকেটে অভিষেক করে।

৩০ নভেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৪১/৮ (২০ ওভার)
লিটন দাস ৩৫ (২৫)
আবু জায়েদ ২/৪২ (৪ ওভার)
  • ফরচুন বরিশাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩০ নভেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৪৬/৮ (২০ ওভার)
বেক্সিমকো ঢাকা
১০৯ (১৯.২ ওভার)
মুশফিকুর রহিম ৩৭ (৩৫)
শুভাগত হোম ৩/১৩ (৩.২ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শফিকুল ইসলাম (বেক্সিমকো ঢাকা) টি২০ ক্রিকেটে অভিষেক করে।

২ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১০৮/৮ (২০ ওভার)
বেক্সিমকো ঢাকা
১০৯/৩ (১৮.৫ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
লিটন দাস ৭৮ (৫৩)
মুকিদুল ইসলাম ৩/৩০ (৪ ওভার)
  • মিনিস্টার গ্রুপ রাজশাহী টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ ডিসেম্বর ২০২০
১৪:০০
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৭৩/৬ (২০ ওভার)
ফরচুন বরিশাল
১২৫ (১৯.৫ ওভার)
তৌহিদ হৃদয় ৩৩ (২৭)
শহীদুল ইসলাম ২/১৭ (২.৫ ওভার)
  • ফরচুন বরিশাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪ ডিসেম্বর ২০২০
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৭৫/৫ (২০ ওভার)
ইয়াসির আলী ৬৭ (৩৯)
মুকিদুল ইসলাম ২/৩৮ (৩ ওভার)
ফজলে মাহমুদ ৫৮ (৪০)
মুক্তার আলী ৪/৩৭ (৪ ওভার)
  • মিনিস্টার গ্রুপ রাজশাহী টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৬ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৪৫/৪ (২০ ওভার)
লিটন দাস ৪৭ (৩৯)
মুক্তার আলী ৩/৩৯ (৪ ওভার)

৬ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৪৬/৫ (২০ ওভার)
জহুরুল ইসলাম ৪৩ (৪০)
মুকিদুল ইসলাম ২/৩১ (৩.২ ওভার)
  • জেমকন খুলনা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৮ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
২২১/২ (১৮.১ ওভার)

৮ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৫৭/৯ (২০ ওভার)
শুভাগত হোম ৩২* (১৪)
শরিফুল ইসলাম ৩/৩৪ (৪ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১০ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৭৯/৭ (২০ ওভার)
জেমকন খুলনা
১৫৯ (২০ ওভার)
জহুরুল ইসলাম ৫৩ (৩৬)
রবিউল ইসলাম রবি ৫/২৭ (৩.৩ ওভার)
  • জেমকন খুলনা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রবিউল ইসলাম রবি (বেক্সিমকো ঢাকা) টুয়েন্টি২০ ক্রিকেটে তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট সংগ্রহ করে।[২৫]

১০ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৪৯/৬ (২০ ওভার)
গাজী গ্রুপ চট্টগ্রাম
১৫৩/৩ (১৮.৪ ওভার)
সৌম্য সরকার ৬২ (৩৭)
সুমন খান ২/৩০ (৪ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১২ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
সৌম্য সরকার ৬৩ (৪৮)
আনিসুল ইসলাম ইমন ২/২১ (৩.৩ ওভার)
নুরুল হাসান ২৮ (২৮)
নাহিদুল ইসলাম ৩/১৯ (৪ ওভার)
  • মিনিস্টার গ্রুপ রাজশাহী টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১২ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ফরচুন বরিশাল
১৯৩/৩ (২০ ওভার)
বেক্সিমকো ঢাকা
১৯১/৬ (২০ ওভার)
তৌহিদ হৃদয় ৫১ (২২)
আল-আমিন ১/৫ (১ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

প্লে-অফ সম্পাদনা

প্রিলিমিনারী ফাইনাল
  ১৮ ডিসেম্বর ২০২০ — ঢাকা
১৪ ডিসেম্বর ২০২০ — ঢাকা
গাজী গ্রুপ চট্টগ্রাম ১৬৩ (২০ ওভার)
জেমকন খুলনা ২১০/৭ (২০ ওভার) জেমকন খুলনা ১৫৫/৭(২০ ওভার)
জেমকন খুলনা ৪৭ রানে বিজয়ী   গাজী গ্রুপ চট্টগ্রাম ১৫০/৬(২০ ওভার)
জেমকন খুলনা ৫ রানে বিজয়ী  
১৫ ডিসেম্বর ২০২০ — ঢাকা
গাজী গ্রুপ চট্টগ্রাম ১১৭/৩(১৯.১ ওভার)
বেক্সিমকো ঢাকা ১১৬ (২০ ওভার)
গাজী গ্রুপ চট্টগ্রাম ৭ উইকেটে বিজয়ী  
১৪ ডিসেম্বর ২০২০ — ঢাকা
বেক্সিমকো ঢাকা ১৫০/৮ (২০ ওভার)
ফরচুন বরিশাল ১৪১/৯ (২০ ওভার)
বেক্সিমকো ঢাকা ৯ রানে বিজয়ী  

এলিমিনেটর
১৪ ডিসেম্বর ২০২০
১৩:৩০
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১৫০/৮ (২০ ওভার)
ফরচুন বরিশাল
১৪১/৯ (২০ ওভার)
আফিফ হোসেন ৫৫ (৩৫)
মুক্তার আলী ৩/১৮ (২ ওভার)
  • ফরচুন বরিশাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

বাছাই ১
১৪ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
২১০/৭ (২০ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মাশরাফি বিন মর্তুজা (জেমকন খুলনা) টুয়েন্টি২০ ক্রিকেটে তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট সংগ্রহ করে।[২৬]

বাছাই ২
১৫ ডিসেম্বর ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বেক্সিমকো ঢাকা
১১৬ (২০ ওভার)
গাজী গ্রুপ চট্টগ্রাম
১১৭/৩ (১৯.১ ওভার)
আল আমিন ২৫ (১৮)
মুস্তাফিজুর রহমান ৩/৩২ (৪ ওভার)
লিটন দাস ৪০ (৪৯)
আল আমিন ১/৪ (১.১ ওভার)
  • বেক্সিমকো ঢাকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ফাইনাল সম্পাদনা

১৮ ডিসেম্বর ২০২০
১৯.০০ (দিন/রাত)
স্কোরকার্ড
জেমকন খুলনা
১৫৫/৭ (২০ ওভার)
সৈকত আলী ৫৩ (৪৫)
শহীদুল ইসলাম ২/৩৩ (৪ ওভার)
  • গাজী গ্রুপ চট্টগ্রাম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

পুরস্কার সম্পাদনা

ক্যাটাগরি টাকার পরিমাণ
চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবে ১,৫০,০০০/-
রানার-আপ দলের প্রত্যেক সদস্য পাবে ৭৫,০০০/-
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ৩,০০,০০০/-
ফাইনাল সেরা খেলোয়াড় ১,০০,০০০/-
আসর সেরা ব্যাটসম্যান ২,০০,০০০/-
আসর সেরা বোলার ২,০০,০০০/-
স্পেশাল ৪ জন পারফর্মার ১,০০,০০০/-
উৎস : [১]

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও টুর্নামেন্ট সেরা বোলার: মোস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)। গোটা টুর্নামেন্টে ১০ ম্যাচে সবচেয়ে কম ৬.২৫ ইকনোমি রেটে নিয়েছেন ২২ উইকেট। এক ম্যাচে মাত্র ৫ রান দিয়ে নেন ৪ উইকেট।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইনালে দলের বিপর্যয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন খুলনার অধিনায়ক। মাত্র ৪৮ বলে খেলেন ৭০ রানের অপরাজিত ইনিংস। তার ইনিংসে ভর করেই চ্যাম্পিয়ন হয় খুলনা।

টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান: লিটন কুমার দাস। গোটা আসরেই ছিলেন দারুণ ধারাবাহিক। তার স্ট্রাইক রেটও ছিল দুর্দান্ত। ১১৯.৪৫ স্ট্রাইক রেটে ৪৯.১২ গড়ে ৩টি অর্ধশতকসহ করেন ৩৯৩ রান।

টুর্নামেন্টের বিশেষ টুর্নামেন্ট: চারজনের হাতে উঠেছে এই খেতাব। নাজমুল হোসেন শান্ত: রাজশাহীর হয়ে দুর্দান্ত অধিনায়কত্বের সঙ্গে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। ৩৭.৬২ গড়ে ২টি অর্ধশতক ও ১টি শত রানের ইনিংসসহ করেন ৩০১ রান। পারভেজ হোসেন ইমন: বরিশালের হয়ে ৯ ম্যাচ খেলা পারভেজ হোসেন ইমনের ব্যাটিং নজর কেড়েছে সবার। অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা এই তরুণ ব্যাটসম্যান ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে জিতিয়েছিলেন দলকে। ২৯.১২ স্ট্রাইক রেটে মোট সংগ্রহ করেন ২৩৩ রান। শরিফুল ইসলাম: অনূর্ধ-১৯ দল থেকে আসা এই তরুণ পেসার চট্টগ্রামের হয়ে ১০ ম্যাচে নেন ১৬ উইকেট। রবিউল ইসলাম রবি: বেক্সিমক ঢাকার হয়ে খেলা রবি এই টুর্নামেন্টে প্রথম পাঁচ উইকেট নেন। টুর্নামেন্টে নজরকাড়া বোলিংয়ে নিয়েছেন ৮ ম্যাচে ৬.৯৪ ইকনোমিতে ১৩ উইকেট।[১৪][২৭]

পরিসংখ্যান সম্পাদনা

দলীয় পরিসংখ্যান সম্পাদনা

সর্বাধিক দলীয় সংগ্রহ
ক্রম দল স্কোর ওভার রান রেট ইনিংস প্রতিপক্ষ তারিখ ফলাফল
ফরচুন বরিশাল ২২১/২ ১৮.১ ১২.১৬ ২য় মিনিস্টার গ্রুপ রাজশাহী ৮ ডিসেম্বর ২০২০ বিজয়ী
মিনিস্টার গ্রুপ রাজশাহী ২২০/৭ ২০ ১১ ১ম ফরচুন বরিশাল ৮ ডিসেম্বর ২০২০ পরাজিত
জেমকন খুলনা ২১০/৭ ২০ ১০.০৫ ১ম গাজী গ্রুপ চট্টগ্রাম ১৪ ডিসেম্বর ২০২০ বিজয়ী
ফরচুন বরিশাল ১৯৩/৩ ২০ ৯.৬৫ ১ম বেক্সিমকো ঢাকা ১২ ডিসেম্বর ২০২০ বিজয়ী
বেক্সিমকো ঢাকা ১৯১/৬ ২০ ৯.৫৫ ২য় ফরচুন বরিশাল ১২ ডিসেম্বর ২০২০ পরাজিত
বেক্সিমকো ঢাকা ১৭৯/৭ ২০ ৮.৯৫ ১ম জেমকন খুলনা ১০ ডিসেম্বর ২০২০ বিজয়ী
গাজী গ্রুপ চট্টগ্রাম ১৭৬/৫ ২০ ৮.৮ ১ম মিনিস্টার গ্রুপ রাজশাহী ২ ডিসেম্বর ২০২০ বিজয়ী
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০, উৎস : ক্রিকইনফো

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান
ক্রম খেলোয়াড় দল খেলা ইনিংস রান সেরা গড় স্টাই ৫০ ১০০
লিটন কুমার দাস গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ ১০ ৩৯৩ ৭৮* ৪৯.১২ ১১৯.৪৫ ৪১
তামিম ইকবাল ফরচুন বরিশাল ৩২৪ ৭৭* ৪০.৫ ১১৫.৩০ ৩৫
নাজমুল হোসেন শান্ত মিনিস্টার গ্রুপ রাজশাহী ৩০১ ১০৯* ৩৭.৬২ ১৫৬.৭৭ ২১ ২২
ইয়াসির আলী বেক্সিমকো ঢাকা ২৯৪ ৬৭ ৩৬.৭৫ ১২৪.৫৭ ২৪
সৌম্য সরকার গাজী গ্রুপ চট্টগ্রাম ১১ ১১ ২৯২ ৭৩* ২৯.২ ১২৫.৮৬ ১২ ২৯
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০, উৎস : ক্রিকইনফো
বাউন্ডারীর পরিসংখ্যান
সর্বমোট চার
৫৭৩ [২৮]
চার খেলোয়াড় দল ইনিংস
৪১ লিটন দাস গাজী গ্রুপ চট্টগ্রাম
৩৫ তামিম ইকবাল ফরচুন বরিশাল
২৯ সৌম্য সরকার গাজী গ্রুপ চট্টগ্রাম ১০
২৭ সৌম্য সরকার গাজী গ্রুপ চট্টগ্রাম ১১
২৫ মুশফিকুর রহিম বেক্সিমকো ঢাকা ১০
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০[২৮]
সর্বমোট ছয়
২৮৩[২৮]
ছয় খেলোয়াড় দল ইনিংস
২১ নাজমুল হোসেন শান্ত মিনিস্টার গ্রুপ রাজশাহী
১৯ মোহাম্মদ নাইম বেক্সিমকো ঢাকা ১০
১৫ পারভেজ হোসেন ইমন ফরচুন বরিশাল
১২ সৌম্য সরকার গাজী গ্রুপ চট্টগ্রাম ১১
১১ মাহেদী হাসান মিনিস্টার গ্রুপ রাজশাহী
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০ [২৮]


ক্রম দল ম্যাচ চার
গাজী গ্রুপ চট্টগ্রাম ১১ ১৩২
জেমকন খুলনা ১০ ১৩৯
ফরচুন বরিশাল ১১২
বেক্সিমকো ঢাকা ১০ ১০৪
মিনিস্টার গ্রুপ রাজশাহী ৮৬
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০ [২৮]
ক্রম দল ম্যাচ ছয়
মিনিস্টার গ্রুপ রাজশাহী ৭২
বেক্সিমকো ঢাকা ১০ ৫৭
ফরচুন বরিশাল ৫৪
গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ ৫১
জেমকন খুলনা ৪৯
সর্বশেষ হালনাগাদ : ১৫ ডিসেম্বর ২০২০ [২৮]

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট
ক্রম খেলোয়াড় দল খেলা ইনিংস উইকেট সেরা গড় ইকোনমি
মুস্তাফিজুর রহমান গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ ১০ ২২ ৪/৫ ১১.০৪ ৬.২৫
মুক্তার আলী বেক্সিমকো ঢাকা ১০ ১০ ১৭ ৪/৩৭ ১৬.৭৬ ৯.১৯
কামরুল ইসলাম রাব্বি ফরচুন বরিশাল ১৬ ৪/২১ ১৭.৮৭ ৮.৬৬
শরিফুল ইসলাম গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ ১০ ১৬ ৩/২৭ ১৯.০০ ৮.০০
শহীদুল ইসলাম জেমকন খুলনা ‌৭ ‌‌ ৭ ১৩ ৪/১৭ ১৩.২৩ ৭.৫৩
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০, উৎস : ক্রিকইনফো

ফিল্ডিং সম্পাদনা

সর্বাধিক ক্যাচ

উইকেট রক্ষক হিসাবে সংগ্রহ করা ক্যাচগুলো এই পরিসংখ্যানের উল্লেখ করা হয়নি।

ক্রম খেলোয়াড় দল খেলা ইনিংস ক্যাচ সর্বাধিক
শামিম হোসেন জেমকন খুলনা ১০ ১০ ১২
জহুরুল ইসলাম জেমকন খুলনা ১০ ১০
সৌম্য সরকার গাজী গ্রুপ চট্টগ্রাম ১১ ১১
মাহমুদুল্লাহ জেমকন খুলনা ১০ ১০
শুভাগত হোম জেমকন খুলনা
সর্বশেষ হালনাগাদ : ১৮ ডিসেম্বর ২০২০, উৎস : ক্রিকইনফো

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দেখে নিন বঙ্গবন্ধু টি২০ কাপে সেরা যারা"আর টিভি। ১৮ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২০ 
  2. "First Division cricket from October 30"The Daily Star (Bangladesh)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "1st, 2nd Div Cricket schedule declared"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "BCB launches Bangabandhu T20 Cup 2020"Daily Sun। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২০ 
  5. "BCB's T20 tournament to be named 'Bangabandhu T20 Cup" - Sports - observerbd.com"The Daily Observer। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২০ 
  6. "Shakib Al Hasan, 112 others to undergo fitness test ahead of Banglabandhu T20 draft"www.espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২০ 
  7. "Bangabandhu T20 Cup Team names announced"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২০ 
  8. "Five corporates pick up teams for Bangabandhu T20 Cup"www.espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২০ 
  9. "Bangabandhu T20 final on December 14"BDCricTime। ১০ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২০ 
  10. Correspondent, Staff। "Media Release : Bangabandhu T20 Cup 2020 Itinerary announced | Bangladesh Cricket Board"। ১৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২০ 
  11. "BCB takes first step to conduct Bangabandhu T20 Cup"Cricbuzz। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২০ 
  12. "Media Release: BCB-CWI agree on schedule for West Indies Cricket Team's Tour to Bangladesh"Bangladesh Cricket Board। ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০ 
  13. "CWI and BCB agree in principle to West Indies Tour of Bangladesh"Cricket West Indies। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০ 
  14. "Mahmudullah 70 leads Gemcon Khulna to Bangabandhu T20 Cup title"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২০ 
  15. "Five teams in Bangabandhu T20 Cup"Dhaka Tribune। ৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২০ 
  16. প্রতিবেদক, প্যাভিলিয়ন। "কেমন হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ারস ড্রাফট?"প্যাভিলিয়ন। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৪ 
  17. প্রতিবেদক, প্যাভিলিয়ন। "বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ : কোন গ্রেডে কে, কোন দলে কয়জন ও আরও যা জানা প্রয়োজন"প্যাভিলিয়ন। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৪ 
  18. "Bangabandhu T20 Cup | Beximco Dhaka Squad"espncricinfo। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০ 
  19. "Bangabandhu T20 Cup | Fortune Barishal Squad"espncricinfo। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০ 
  20. "Bangabandhu T20 Cup | Gazi Group Chattogram Squad"espncricinfo। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০ 
  21. "Bangabandhu T20 Cup | Gemcon Khulna Squad"espncricinfo। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০ 
  22. "Bangabandhu T20 Cup | Minister Group Rajshahi Squad"espncricinfo। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০ 
  23. "Parvez Hossain Emon's 100, Rabbi's hat-trick, Tamim's fifty hand Barishal win"www.espncricinfo.com। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০ 
  24. "পারভেজ ইমনের 'সাইক্লোন' সেঞ্চুরিতে বরিশালের অবিশ্বাস্য জয়"jagonews24.com। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০ 
  25. "Robiul Islam Robi's five-wicket haul takes Beximco Dhaka to playoffs"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  26. "৩৭ এ-ও মাশরাফির ৫ উইকেট, জানালেন রহস্য"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০ 
  27. Correspondent, Staff। "Media Release : Bangabandhu T20 Cup 2020 Awards and Prize Money | Bangladesh Cricket Board" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২০ 
  28. "Boundary Tracker - Bangabandhu T20 Cup 2020 - Cricbuzz.com"Cricbuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০