২০১৮ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর

আন্তার্তিক ক্রিকেট সফর

বাংলাদেশ ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর করে, যা জুন থেকে আগস্ট ২০১৮-এ অনুষ্ঠিত হয়।

২০১৮ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ
তারিখ ২৮ জুন – ৫ আগস্ট ২০১৮
অধিনায়ক জেসন হোল্ডার (টেস্ট ও ওডিআই)
কার্লোস ব্রাদওয়েট (টি২০আই)
সাকিব আল হাসান (টেস্ট ও টি২০আই)
মাশরাফি বিন মর্তুজা (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ক্রেগ ব্রেদওয়েট (২৩৯) সাকিব আল হাসান (৯৮)
সর্বাধিক উইকেট জেসন হোল্ডার (১৬) মেহেদী হাসান (১০)
সিরিজ সেরা খেলোয়াড় জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শিমরন হেটমায়ার (২০৭) তামিম ইকবাল (২৮৭)
সর্বাধিক উইকেট দেবেন্দ্র বিশু (৪)
জেসন হোল্ডার (৪)
মাশরাফি বিন মর্তুজা (৭)
সিরিজ সেরা খেলোয়াড় তামিম ইকবাল (বাংলাদেশ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আন্দ্রে রাসেল (৯৯) সাকিব আল হাসান (১০৩)
সর্বাধিক উইকেট কিমো পল (৬) মুস্তাফিজুর রহমান (৮)
সিরিজ সেরা খেলোয়াড় সাকিব আল হাসান (বাংলাদেশ)

দলীয় সদস্য সম্পাদনা

টেস্ট ওডিআই টি২০আই
  ওয়েস্ট ইন্ডিজ[১]   বাংলাদেশ[২]   ওয়েস্ট ইন্ডিজ   বাংলাদেশ   ওয়েস্ট ইন্ডিজ   বাংলাদেশ

প্রস্তুতিমূলক খেলা সম্পাদনা

দুইদিনের: ওয়েস্ট ইন্ডিজ একাদশ বনাম বাংলাদেশ সম্পাদনা

২৮–২৯ জুন ২০১৮
৪০৩ (৮৪.২ ওভার)
তামিম ইকবাল ১২৫ (১৬৫)
আলজারি যোসেফ ৪/৫৩ (১৫ ওভার)
৩১০/৮ (৮৫ ওভার)
শিমরন হেটমায়ার ১২৩ (১৩৮)
আবু জায়েদ ২/৩৯ (১৩ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫০ ওভার ম্যাচ: ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর এর একাদশ বনাম বাংলাদেশ সম্পাদনা

১৯ জুলাই ২০১৮
১৪:০০ (দিন/রাত)
  বাংলাদেশ
২৩০/৬ (৪৩.৩ ওভার)
বাংলাদেশ ৪ রানে জয়ী
সাবিনা পার্ক, কিংস্টন
আম্পায়ার: প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ও ক্রিস্টোফার টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
  • ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর এর একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ সম্পাদনা

১ম টেস্ট সম্পাদনা

৪–৮ জুলাই ২০১৮
স্কোরকার্ড
৪৩ (১৮.৪ ওভার)
লিটন দাস ২৫ (৫৩)
কেমার রোচ ৫/৮ (৫ ওভার)
৪০৬ (১৩৭.৩ ওভার)
ক্রেগ ব্রেদওয়েট ১২১ (২৯১)
আবু জায়েদ ৩/৮৪ (২৬.৩ ওভার)
১৪৪ (৪০.২ ওভার)
নুরুল হাসান ৬৪ (৭৪)
শ্যানন গ্যাব্রিয়েল ৫/৭৭ (১২ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ একটি ইনিংস এবং ২১৯ রান দ্বারা জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
ম্যাচসেরা: কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আবু জায়েদ (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
  • বাংলাদেশ তাদের তাদের রেকর্ড সর্বনিম্ন দল মোট ক্রিকেটের কোনও ফর্ম্যাটে।

২য় টেস্ট সম্পাদনা

১২–১৬ জুলাই ২০১৮
স্কোরকার্ড
৩৫৪ (১১২ ওভার)
ক্রেগ ব্রেদওয়েট ১১০ (২৭৯)
মেহেদী হাসান ৫/৯৩ (২৯ ওভার)
১৪৯ (৪৬.১ ওভার)
তামিম ইকবাল ৪৭ (১০৫)
জেসন হোল্ডার ৫/৪৪ (১০.১ ওভার)
১২৯ (৪৫ ওভার)
রস্টন চেজ ৩২ (৬০)
সাকিব আল হাসান ৬/৩৩ (১৭ ওভার)
১৬৮ (৪২ ওভার)
সাকিব আল হাসান ৫৪ (৮১)
জেসন হোল্ডার ৬/৫৯ (১৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১৬৬ রানে জয়ী
সাবিনা পার্ক, কিংস্টন
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও সুন্দরাম রবি (ভারত)
ম্যাচসেরা: জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কিমো পল (ওয়েস্ট ইন্ডিজ) তার টেস্ট অভিষেক হয়।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

২২ জুলাই ২০১৮
০৯:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
২৭৯/৪ (৫০ ওভার)
  বাংলাদেশ
২৩১/৯ (৫০ ওভার)
তামিম ইকবাল ১৩০* (১৬০)
দেবেন্দ্র বিশু ২/৫২ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • তামিম ইকবালসাকিব আল হাসানের ২০৭ রানের পার্টনারশিপটা বাংলাদেশের ২য় উইকেটের জন্য সর্বোচ্চ এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য যেকোনো উইকেটে সর্বোচ্চ।[৩]
  • এটি ছিলো তামিমের দশম ওডিয়াই সেঞ্চুরি এবং বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের ধীরতম সেঞ্চুরি (১৪৬ বল)।[৩]
  • ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।[৩]

২য় ওডিআই সম্পাদনা

২৫ জুলাই ২০১৮
১৪:৩০ (দিন/রাত)
ওয়েস্ট ইন্ডিজ  
২৭১ (৪৯.৩ ওভার)
  বাংলাদেশ
২৬৮/৬ (৫০ ওভার)
শিমরন হেটমায়ার ১২৫ (৯৩)
রুবেল হোসেন ৩/৬১ (৯ ওভার)
মুশফিকুর রহিম ৬৮ (৬৭)
অ্যাশলে নার্স ১/৩৪ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শিমরন হেটমায়াররভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে পঞ্চম উইকেটের ১০৩ রানের পার্টনারশিপ সর্বোচ্চ।
  • শিমরন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজে একদিনের আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ।

৩য় ওডিআই সম্পাদনা

২৮ জুলাই ২০১৮
০৯:৩০
বাংলাদেশ  
৩০১/৬ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
২৮৩/৬ (৫০ ওভার)
তামিম ইকবাল ১০৩ (১২৪)
অ্যাশলে নার্স ২/৫৩ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • তামিম ইকবাল (বাংলাদেশ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটসম্যানরা সর্বোচ্চ রান করেছেন (২৮৭)।
  • বাংলাদেশের সর্বোচ্চ ৩০১/৬ ছিল সর্বোচ্চ স্কোর ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

৩১ জুলাই ২০১৮
২০:৩০ (রাত)
বাংলাদেশ  
১৪৩/৯ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
৯৩/৩ (৯.১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ওয়ার্নার পার্ক, বাসেতেরে
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ৯১ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।

২য় টি২০আই সম্পাদনা

৪ অগাস্ট ২০১৮
২০:০০ (রাত)
বাংলাদেশ  
১৭১/৫ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৫৯/৯ (২০ ওভার)
তামিম ইকবাল ৭৪ (৪৪)
অ্যাশলে নার্স ২/২৫ (৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই সম্পাদনা

৫ অগাস্ট ২০১৮
২০:০০ (রাত)
বাংলাদেশ  
১৮৪/৫ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৩৫/৭ (১৭.১ ওভার)
লিটন দাস ৬১ (৩২)
কিমো পল ২/২৬ (৩ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বৃষ্টি বিঘ্নিত হওয়ার পর পারফরম্যান্সের ১৯ রান পিছিয়ে ছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ"একুশে টেলিভিশন অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮ 
  2. "উইন্ডিজে ওয়ানডে দলে এনামুল, চোট কাটিয়ে মোস্তাফিজও"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮ 
  3. "Tamim, Shakib, Mushfiqur power Bangladesh to 279"BD Crictime। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা