২০১৮ পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

পাকিস্তান ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে, যা জুলাই ২০১৮-এ অনুষ্ঠিত হয়।[] কুইন্স স্পোর্টস ক্লাবে বুলায়েউতে[] সমস্ত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, সফরে নির্ধারিত ছিল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক[][]

২০১৮ পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে পাকিস্তান
তারিখ ১৩ – ২২ জুলাই ২০১৮
অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা সরফরাজ আহমেদ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে পাকিস্তান ৫–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান হ্যামিল্টন মাসাকাদজা (১৩২) ফখর জামান (৫১৫)
সর্বাধিক উইকেট টেন্ডাই চাতারা (৩)
ওয়েলিংটন মাসাকাদজা (৩)
ফাহিম আশরাফ (৯)
উসমান শিনওয়ারি (৯)
শাদাব খান (৯)
সিরিজ সেরা খেলোয়াড় ফখর জামান (পাকিস্তান)

দলীয় সদস্য

সম্পাদনা
  জিম্বাবুয়ে[]   পাকিস্তান[]

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
১৩ জুলাই ২০১৮
০৯:১৫
পাকিস্তান  
৩০৮/৭ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
১০৭ (৩৫ ওভার)
ইমাম-উল-হক ১২৮ (১৩৪)
টেন্ডাই চাতারা ২/৫০ (১০ ওভার)
রায়ান মুরে ৩২* (৪৮)
শাদাব খান ৪/৩২ (৯ ওভার)

২য় ওডিআই

সম্পাদনা
১৬ জুলাই ২০১৮
০৯:১৫
জিম্বাবুয়ে  
১৯৪ (৪৯.২ ওভার)
  পাকিস্তান
১৯৫/১ (৩৬ ওভার)
ফখর জামান ১১৬* (১২৯)
পাকিস্তান ৯ উইকেটে জয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েও
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফখর জামান (পাকিস্তান)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

সম্পাদনা
১৮ জুলাই ২০১৮
০৯:১৫
জিম্বাবুয়ে  
৬৭ (২৫.১ ওভার)
  পাকিস্তান
৬৯/১ (৯.৫ ওভার)
চামু চিভাভা ১৬ (২৮)
ফাহিম আশরাফ ৫/২২ (৮.১ ওভার)
  • জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • প্রিন্স মাসভরে (জিম্বাবুয়ে) তার ওডিআই অভিষেক হয়।
  • ফাহিম আশরাফ (পাকিস্তান) ওডিআইতে তার প্রথম পাঁচ উইকেট শিকার করেন।
  • বল বাকি থাকা অবস্থায়, ওয়ানডেতে পাকিস্তানের সবচেয়ে বড় জয়।

৪র্থ ওডিআই

সম্পাদনা
২০ জুলাই ২০১৮
০৯:১৫
পাকিস্তান  
৩৯৯/১ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
১৫৫ (৪২.৪ ওভার)
ফখর জামান ২১০* (১৫৬)
ওয়েলিংটন মাসাকাদজা ১/৭৮ (১০ ওভার)
ডোনাল্ড তিরিপানো ৪৪ (৭১)
শাদাব খান ৪/২৮ (৮.৪ ওভার)

৫ম ওডিআই

সম্পাদনা
২২ জুলাই ২০১৮
০৯:১৫
পাকিস্তান  
৬৩৪/৪ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
২৩৩/৪ (৫০ ওভার)
ইমাম-উল-হক ১১০ (১০৫)
লিয়াম রোচ ১/৬৫ (১০ ওভার)
রায়ান মুরে ৪৭ (৭০)
মোহাম্মদ নওয়াজ ২/৪৭ (১০ ওভার)
পাকিস্তান ১৩১ রানে জয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েও
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: বাবর আজম (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ফখর জামান (পাকিস্তান) ওয়ানডেতে ১,০০০ রান করার দ্রুততম ব্যাটসম্যান (১৮ ইনিংস) হয়ে ওঠেন।[]
  • শোয়েব মালিক (পাকিস্তান) সপ্তম ক্রিকেটার হয়ে ওঠে ৭০০০ রান স্কোর এবং ওডিআই মধ্যে ১৫০ উইকেট নিতে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Australia and Pakistan to play tri-series in Zimbabwe"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮ 
  2. "Zimbabwe Cricket announce T20I tri-series against Australia, Pakistan"International Cricket Council। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮ 
  3. "Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭ 
  4. "Zimbabwe terminate contracts of Streak, Klusener & Co."International Cricket Council। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  5. "Major blow for Zim as Mire ruled out of Pakistan ODI series"Cricket365। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮ 
  6. "Pakistan call up uncapped Sahibzada Farhan for T20I tri-series in Zimbabwe"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮ 
  7. "Zaman breaks 38-year-old record"The Express Tribune। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৮ 
  8. "Shoaib Malik achieves rare ODI 'double'"Cricket Country। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা