২০১৮ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে, যা জুলাই থেকে আগস্ট ২০১৮-এ অনুষ্ঠিত হয়।

২০১৮ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা
তারিখ ৭ জুলাই – ১৪ অগাস্ট ২০১৮
অধিনায়ক সুরঙ্গা লকমল (টেস্ট)
অ্যাঞ্জেলো ম্যাথিউস (ওডিআই ও টি২০আই)
ফাফ দু প্লেসিস (টেস্ট ও ওডিআই)
জেপি ডুমিনি (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান দিমুথ করুনারত্নে (৩৫৬) ফাফ দু প্লেসিস (১০৫)
সর্বাধিক উইকেট দিলরুয়ান পেরেরা (১৬) কেশব মহারাজ (১৬)
সিরিজ সেরা খেলোয়াড় দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–২ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান অ্যাঞ্জেলো ম্যাথিউস (২৩৫) জেপি ডুমিনি (২২৭)
সর্বাধিক উইকেট আকিলা ধনঞ্জয় (১৪) লুঙ্গি এনগিডি (১০)
সিরিজ সেরা খেলোয়াড় জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান দিনেশ চান্ডিমাল (৩৬) কুইন্টন ডি কক (২০)
সর্বাধিক উইকেট লক্ষ্মণ সন্দাকান (৩) জুনিয়র দালা (২)
কাগিসো রাবাদা (২)
তাব্রাইজ শামসী (২)

দলীয় সদস্য

সম্পাদনা
টেস্ট ওডিআই টি২০আই
  শ্রীলঙ্কা   দক্ষিণ আফ্রিকা   শ্রীলঙ্কা   দক্ষিণ আফ্রিকা   শ্রীলঙ্কা   দক্ষিণ আফ্রিকা

ওডিআই সিরিজের জন্য স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে, নিশান পিরিস, ইসুরু উদানা এবং জেফ্রি ভ্যান্ডারসে নামকরণ করা হয়েছে।

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা

দুই দিনের ম্যাচ: শ্রীলঙ্কা বোর্ড একাদশ বনাম দক্ষিণ আফ্রিকা

সম্পাদনা
৭–৮ জুলাই ২০১৮
২৮৭ (৭৮.২ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ৯২ (১২৪)
তাব্রাইজ শামসী ৫/৪৫ (১৩.২ ওভার)
৩৩৮ (৭৩.৫ ওভার)
ফাফ দু প্লেসিস ৭৯ (৮৫)
ওয়ানিদু হাসারাঙ্গা ৩/৭২ (১৪ ওভার)
  • শ্রীলঙ্কা বোর্ডের প্রেসিডেন্টের একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • প্রতিপক্ষের ১৫ জন খেলোয়াড় (১১ ব্যাটিং, ১১টি ফিল্ডিং)।

একদিনের ম্যাচ: শ্রীলঙ্কা বোর্ড একাদশ বনাম দক্ষিণ আফ্রিকা

সম্পাদনা
২৬ জুলাই ২০১৮
০৯:৩০
দক্ষিণ আফ্রিকা  
২৯৩ (৪৯.৪ ওভার)
ইসুরু উদানা ৫৩ (৫২)
উইয়ান মুল্ডার ৩/১২ (৪.১ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬৩ রানে জয়ী
পি. সারা ওভাল, কলম্বো
আম্পায়ার: লিন্ডন হান্নিবাল (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • প্রতিপক্ষের ১৫ জন খেলোয়াড় (১১ ব্যাটিং, ১১টি ফিল্ডিং)।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
১২–১৬ জুলাই ২০১৮
২৮৭ (৭৮.৪ ওভার)
দিমুথ করুনারত্নে ১৫৮* (২২২)
কাগিসো রাবাদা ৪/৫০ (১৪ ওভার)
১২৬ (৫৪.৩ ওভার)
ফাফ দু প্লেসিস ৪৯ (৮৮)
দিলরুয়ান পেরেরা ৪/৪৬ (২৩ ওভার)
১৯০ (৫৭.৩ ওভার)
দিমুথ করুনারত্নে ৬০ (৮০)
কেশব মহারাজ ৪/৫৮ (২০ ওভার)
৭৩ (২৮.৫ ওভার)
ভার্নন ফিল্যান্ডার ২২* (৩৮)
দিলরুয়ান পেরেরা ৬/৩২ (১৪ ওভার)
শ্রীলঙ্কা ২৭৮ রানে জয়ী
গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে
আম্পায়ার: পল রেইফেল (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)

২য় টেস্ট

সম্পাদনা
২০–২৪ জুলাই ২০১৮
৩৩৮ (১০৪.১ ওভার)
ধনঞ্জয় ডি সিলভা ৬০ (১০৯)
কেশব মহারাজ ৯/১২৯ (৪১.১ ওভার)
১২৪ (৩৪.৫ ওভার)
ফাফ দু প্লেসিস ৪৮ (৫১)
আকিলা ধনঞ্জয় ৫/৫২ (১৩ ওভার)
২৭৫/৫ঘো (৮১ ওভার)
দিমুথ করুনারত্নে ৮৫ (১৩৬)
কেশব মহারাজ ৩/১৫৪ (৪০ ওভার)
২৯০ (৮৬.৫ ওভার)
থিউনিস ডি ব্রুন ১০১ (২৩২)
রঙ্গনা হেরাথ ৬/৯৮ (৩২.৫ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অ্যাঞ্জেলো ম্যাথিউস টেস্টে ৫০০০ রান করতে শ্রীলঙ্কার নবম ব্যাটসম্যান হয়েছেন।
  • হাশিম আমলা টেস্টে ৯ হাজার রান করতে দক্ষিণ আফ্রিকার তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন।
  • কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা) টেস্টে তার প্রথম দশটি উইকেট নেন।
  • কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) টেস্টে ১৫০ টি উইকেট দখলের জন্য দ্রুততম উইকেট-রক্ষক হয়ে ওঠেন (৩৫)।
  • থিউনিস ডি ব্রুন (দক্ষিণ আফ্রিকা) টেস্টে তার প্রথম শতক রান করেন।

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
২৯ জুলাই ২০১৮
১০:০০
শ্রীলঙ্কা  
১৯৩ (৩৪.৩ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৯৬/৫ (৩১ ওভার)
কুশল পেরেরা ৮১ (৭২)
তাব্রাইজ শামসী ৪/৩৩ (৮.৩ ওভার)
জেপি ডুমিনি ৫৩* (৩২)
আকিলা ধনঞ্জয় ৩/৫০ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা) অধিনায়ক হিসেবে তার ১০০ তম ওডিআই খেলেন।

২য় ওডিআই

সম্পাদনা
১ আগস্ট ২০১৮
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
২৪৪/৮ (৫০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
২৪৬/৬ (৪২.৫ ওভার)
কুইন্টন ডি কক ৮৭ (৭৮)
আকিলা ধনঞ্জয় ৩/৬০ (১০ ওভার)

৩য় ওডিআই

সম্পাদনা
৫ অগাস্ট ২০১৮
১০:০০
দক্ষিণ আফ্রিকা  
৩৬৩/৭ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২৮৫ (৪৫.২ ওভার)

৪র্থ ওডিআই

সম্পাদনা
৮ অগাস্ট ২০১৮
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
৩০৬/৭ (৩৯ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৮৭/৯ (২১ ওভার)
দাসুন শানাকা ৬৫ (৩৪
জেপি ডুমিনি ২/৩৫ (৬ ওভার)
হাশিম আমলা ৪০ (২৩)
সুরঙ্গা লকমল ৩/৪৬ (৫ ওভার)

৫ম ওডিআই

সম্পাদনা
১২ অগাস্ট
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
২৯৯/৮ (৫০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১২১ (২৪ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ছিল।

টি২০আই সিরিজ

সম্পাদনা

একমাত্র টি২০আই

সম্পাদনা
১৪ অগাস্ট ২০১৮
১৯:০০ (রাত)
দক্ষিণ আফ্রিকা  
৯৮ (১৬.৪ ওভার)
  শ্রীলঙ্কা
৯৯/৭ (১৬ ওভার)

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা