২০১৮-১৯ বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
বাংলাদেশ ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০১৯-এ অনুষ্ঠিত হয়।
২০১৮-১৯ বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
নিউজিল্যান্ড | বাংলাদেশ | ||
তারিখ | ১০ ফেব্রুয়ারি – ২০ মার্চ ২০১৯ | ||
অধিনায়ক | কেন উইলিয়ামসন |
মাহমুদুল্লাহ রিয়াদ (টেস্ট) মাশরাফী বিন মোর্ত্তজা (ওডিআই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কেন উইলিয়ামসন (২৭৪) | তামিম ইকবাল (২৭৮) | |
সর্বাধিক উইকেট | নিল ওয়াগনার (১৬) | আবু জায়েদ (৩) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | মার্টিন গাপটিল (২৬৪) | সাব্বির রহমান (১৫৮) | |
সর্বাধিক উইকেট |
টিম সাউদি (৬) ট্রেন্ট বোল্ট (৬) | মুস্তাফিজুর রহমান (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) |
দলীয় সদস্য
সম্পাদনাটেস্ট | ওডিআই | ||
---|---|---|---|
নিউজিল্যান্ড | বাংলাদেশ | নিউজিল্যান্ড | বাংলাদেশ |
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনা৫০ ওভার ম্যাচ: নিউজিল্যান্ড একাদশ বনাম বাংলাদেশ
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
দুইদিনের খেলা: নিউজিল্যান্ড একাদশ বনাম বাংলাদেশ
সম্পাদনা২৩–২৪ ফেব্রুয়ারি ২০১৯
স্কোরকার্ড |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ২য় দিনে মাত্র ১২ ওভার খেলা সম্ভব হয়।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মাশরাফী বিন মোর্ত্তজা বাংলাদেশের অধিনায়ক হিসেবে তার ১০০ তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন।[১]
- মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ওডিআইতে তার পঞ্চদশ শতক হাঁকান।[২]
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মুশফিকুর রহিম ২য় বাংলাদেশী হিসেবে ২০০টি ওডিআই ম্যাচ খেলেন।[৩]
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রস টেলর ওয়ানডেতে ৮০০০ রান করেন এবং ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে শীর্ষ রান সংগ্রহকারী হন।
- সাব্বির রহমান (বাংলাদেশ) ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেন।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ২০১৯
স্কোরকার্ড |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এবাদত হোসেন (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
- জিৎ রাভাল (নিউজিল্যান্ড) টেস্টে তার প্রথম সেঞ্চুরি করেন।
- কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে বিশটি শতক করেন।
- ইনিংসের হিসেবে, কেন উইলিয়ামসন টেস্টে নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম ৬০০০ রান করেন (১২৬)।
- নিউজিল্যান্ড টেস্টে এক ইনিংসে তাদের সর্বোচ্চ দলীয় রান করে।
- সৌম্য সরকার (বাংলাদেশ) টেস্টে তার প্রথম শতক হাঁকান।
- বিজে ওয়াটলিং নিউজিল্যান্ডের উইকেটরক্ষক হিসেবে টেস্টে ২০২টি ডিসমিসাল নেন, এই সময় তিনি স্বদেশী অ্যাডাম প্যারোরের রেকর্ড (২০১) ছাড়িয়ে যান।
২য় টেস্ট
সম্পাদনা৮–১২ মার্চ ২০১৯
স্কোরকার্ড |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে দিনে ১ম ও ২য় দিনে খেলা সম্ভব ছিল না।
৩য় টেস্ট
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangladesh set for another pace test as NZ look to seal series"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Cricket: Black Caps dominate Bangladesh in first ODI"। NZ Herald। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "New Zealand set to be unchanged for second ODI against Bangladesh"। Sky Sports। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯।