২০১৮–১৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর
আন্তর্জাতিক ক্রিকেট সফর
(২০১৮-১৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর থেকে পুনর্নির্দেশিত)
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য বাংলাদেশ সফর করে, যা নভেম্বর থেকে ডিসেম্বর ২০১৮-এ অনুষ্ঠিত হয়। [১][২][৩]
২০১৮-১৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ১৮ নভেম্বর – ২২ ডিসেম্বর ২০১৮ | ||
অধিনায়ক |
সাকিব আল হাসান (টেস্ট ও টি২০আই) মাশরাফি বিন মর্তুজা (ওডিআই) |
ক্রেগ ব্রেদওয়েট (টেস্ট) রভম্যান পাওয়েল (ওডিআই) কার্লোস ব্রাদওয়েট (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | মাহমুদুল্লাহ রিয়াদ (১৭০) | শিমরন হেটমায়ার (২২২) | |
সর্বাধিক উইকেট | মেহেদী হাসান (১৫) | জোমেল ওয়ারিকান (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সাকিব আল হাসান (বাংলাদেশ) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | তামিম ইকবাল (১৪৩) | শাই হোপ (২৯৭) | |
সর্বাধিক উইকেট |
মেহেদী হাসান (৬) মাশরাফি বিন মর্তুজা (৬) |
ওশেন টমাস (৪) কিমো পল (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | লিটন দাস (১০৯) | শাই হোপ (১১৪) | |
সর্বাধিক উইকেট | সাকিব আল হাসান (৮) |
কিমো পল (৭) শেলডন কট্রিল (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সাকিব আল হাসান (বাংলাদেশ) |
দলীয় সদস্য
সম্পাদনাটেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ | বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ | বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ |
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনাদুইদিনের ম্যাচ: বিসিবি একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
সম্পাদনা১৮–১৯ নভেম্বর ২০১৮
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫০ ওভারের খেলা: বিসিবি একাদশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
সম্পাদনা ৬ ডিসেম্বর ২০১৮
০৯:০০ |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা২২–২৬ নভেম্বর ২০১৮
|
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নাঈম হাসান (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
- নাঈম হাসান টেস্ট অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে পাঁচ উইকেট লাভ করা বাংলাদেশী ৮ম বোলার।
- নাঈম হাসান মাত্র ১৭ বছর এবং ৩৫৬ দিন বয়সী খেলোয়াড় যিনি টেস্টে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকার করা সবচেয়ে কনিষ্টতম বোলার।
- সাকিব আল হাসান টেস্টে ২০০ উইকেট শিকারী বাংলাদেশের প্রথম বোলার।
- এছাড়াও সাকিব আল হাসান মাত্র ৫৪ টেস্টে দ্রুততম ৩০০০ রান এবং ২০০ উইকেট লাভ করার কীর্তি গড়েন।
২য় টেস্ট
সম্পাদনা৩০ নভেম্বর–৪ ডিসেম্বর ২০১৮
|
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সাদমান ইসলাম (বাংলাদেশ) তার টেস্ট অভিষেক হয়।
- কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ) তার ৫০তম টেস্টে খেলেছিলেন।
- মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হয়েছেন টেস্টে ৪,০০০ রান।
- বাংলাদেশকে প্ররোচিত করা হয়েছে ফলো-অন টেস্টে প্রথমবারের মত।
- মেহেদী হাসান টেস্টে (১২/১১৭) একটি বাংলাদেশ বোলারের সেরা ম্যাচ পরিসংখ্যান।
- এটা বাংলাদেশের ছিল রান দ্বারা বৃহত্তম বিজয়ী মার্জিন, এবং টেস্টে একটি ইনিংসে তাদের প্রথম জয়।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ৯ ডিসেম্বর ২০১৮
১৩:০০ (দিন/রাত) |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব ওডিআই প্রথমবার।
- মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) তার ২০০ তম ওডিআই খেলেছে, যার মধ্যে দুটি ম্যাচ রয়েছে এশীয় একাদশ।
২য় ওডিআই
সম্পাদনা৩য় ওডিআই
সম্পাদনা ১৪ ডিসেম্বর ২০১৮
১২:০০ (দিন/রাত) |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এই ঘটনাস্থলে অনুষ্ঠিত প্রথম ওডিআই ছিল।
- মাশরাফি বিন মর্তুজা খেলার প্রথম ক্রিকেটার হয়েছেন ২০০ এর জন্য বাংলাদেশ ওডিআই।
- মাশরাফি বিন মর্তুজা রেকর্ড সেট অধিনায়ক বাংলাদেশ একাধিক ওয়ানডেতে (৭০)।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনা ১৭ ডিসেম্বর ২০১৮
১২:৩০ |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় টি২০আই
সম্পাদনা ২০ ডিসেম্বর ২০১৮
১৭:০০ (দিন/রাত) |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সাকিব আল হাসান (বাংলাদেশ) প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পেয়েছে।
৩য় টি২০আই
সম্পাদনা ২২ ডিসেম্বর ২০১৮
১৭:০০ (দিন/রাত) |
ব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শেরফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ) তার টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "West Indies to make first full tour of Bangladesh in six years"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
- ↑ "Media Release : ITINERARY: West Indies in Bangladesh 2018"। Bangladesh Cricket Board। ২৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |