২০১৬ নিউজিল্যান্ড ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে, যা জুলাই থেকে আগস্ট ২০১৬-এ অনুষ্ঠিত হয়।
২০১৬ নিউজিল্যান্ড ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর | |||
---|---|---|---|
জিম্বাবুয়ে | নিউজিল্যান্ড | ||
তারিখ | ২২ জুলাই – ১০ আগস্ট ২০১৬ | ||
অধিনায়ক | গ্রেইম ক্রিমার | কেন উইলিয়ামসন | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ক্রেগ আরভিন (২৩৬) | রস টেলর (৩৬৪) | |
সর্বাধিক উইকেট |
মাইকেল চিনোয়া (৩) ডোনাল্ড তিরিপানো (৩) | নিল ওয়াগনার (১১) | |
সিরিজ সেরা খেলোয়াড় | নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) |
দলীয় সদস্য
সম্পাদনাজিম্বাবুয়ে | নিউজিল্যান্ড |
---|---|
প্রীতি ম্যাচ
সম্পাদনাতিনদিন: জিম্বাবুয়ে এ বনাম নিউজিল্যান্ড
সম্পাদনা২২–২৪ জুলাই ২০১৬
Scorecard |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- উভয় দলে ১৬ জন খেলোয়াড়, ১১ জনে ব্যাটিং করে এবং ১১ জনে ফিল্ডিং করে।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা২৮ জুলাই–১ আগস্ট ২০১৬
Scorecard |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- চামু চিভাভা, মাইকেল চিনুয়া ও প্রিন্স মাসভরে (জিম্বাবুয়ে) সব তার টেস্ট অভিষেক হয়।
- মাইকেল গফ (ইংল্যান্ড) তার প্রথম টেস্ট খেলার আম্পায়ারিং করতে দাড়ায়।[১]
- চামু চিভাভা টেস্টে অভিষেকের পূর্বে জিম্বাবুয়ের হয়ে সর্বাধিক ওডিআই খেলে (৯৬)[২]
- নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) তার সেরা বোলিং ফিগার সংগ্রহ করে। (৬/৪১)[৩]
- ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) তার ১৫০তম উইকেট তুলে নেয়।[৪]
- শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) তার প্রথম টেস্ট শতক এবং জিম্বাবুয়ের হয়ে দ্রুততম শতক করে।[৫]
২য় টেস্ট
সম্পাদনা৬–১০ আগস্ট ২০১৬
Scorecard |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পিটার মুর (জিম্বাবুয়ে) তার টেস্ট অভিষেক হয়।
- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), সকল টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতক রানের অধিকারী ১৩তম ব্যাটসম্যান। [৬]
- ক্রেগ আরভিন (জিম্বাবুয়ে) তার প্রথম টেস্ট শতক রান করেন।[৭]
- এটা ছিল নিউজিল্যান্ডের যে কোন টেস্ট ম্যাচের ক্ষেত্র সর্ববৃহত জয়।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Zimbabwe bat on Bulawayo's Test return"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৬।
- ↑ "Players who have featured in the most ODIs before their Test debut"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৬।
- ↑ "Wagner's career-best figures, and Tiripano's record at No. 10"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৬।
- ↑ "More centuries as NZ punish Zimbabwe"। Cricket Australia। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬।
- ↑ "New Zealand cruise to innings win despite Williams' stoic ton"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৬।
- ↑ "Williamson racks up the records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৬।
- ↑ "Ervine ton stalls dominant New Zealand"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬।
- ↑ "Zimbabwe's sixth straight loss to New Zealand"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৬।