২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের শেষ ১০ দিন, ১২ আগস্ট থেকে ২১ আগস্ট ২০১৬ পর্যন্ত অলিম্পিক স্টেডিয়ামে মল্লক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ গেমসে দৌড়বাজীতে চারটি সুনির্দিষ্ট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে: ট্র্যাক ও ফিল্ড বিভাগ, রোড রানিং বিভাগ, এবং রেসওয়াকিং বিভাগ।[১]
XXXI অলিম্পিয়াড খেলায় দৌড়বাজী | |
![]() | |
স্থান | Pontal (race walk) Estádio Olímpico João Havelange (track & field) Sambódromo (marathon) |
---|---|
তারিখ | ১২–২১ অগাষ্ট |
«২০১২ | ২০২০» |
প্রতিযোগিতার সময়সূচী সম্পাদনা
টেবিলে, M বলতে সকালে এবং A বলতে বিকালে বোঝানো হয়েছে।
যোগ্যতা সম্পাদনা
অংশগ্রহণকারী সম্পাদনা
অংশগ্রহণকারী দেশ সম্পাদনা
১৭ জুন ২০১৬ তারিখে ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে রাশিয়ার ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা হয়, যখন আইএএএফ তাদের সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ করেছিল। রুশ ডোপিং কেলেংকারীর কারণে তাদের এ সাজা প্রদান করা হয়েছে।[২][৩]
প্রতিযোগী সম্পাদনা
পদকের সারসংক্ষেপ সম্পাদনা
(WR = বিশ্ব রেকর্ড, OR = অলিম্পিক রেকর্ড)
পুরুষদের প্রতিযোগিতা সম্পাদনা
* Indicates the athlete only competed in the preliminary heats and received medals.
মহিলাদের প্রতিযোগিতা সম্পাদনা
* Indicates the athlete only competed in the preliminary heats and received medals.
পদক তালিকা সম্পাদনা
- নির্দেশক
* স্বাগতিক দেশ (ব্রাজিল)
১ | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৩ | ১০ | ৯ | ৩২ |
২ | কেনিয়া | ৬ | ৬ | ১ | ১৩ |
৩ | জ্যামাইকা | ৬ | ৩ | ২ | ১১ |
৪ | চীন | ২ | ২ | ২ | ৬ |
৫ | দক্ষিণ আফ্রিকা | ২ | ২ | ০ | ৪ |
৬ | গ্রেট ব্রিটেন | ২ | ১ | ৪ | ৭ |
৭ | ক্রোয়েশিয়া | ২ | ০ | ১ | ৩ |
জার্মানি | ২ | ০ | ১ | ৩ | |
৯ | ইথিওপিয়া | ১ | ২ | ৫ | ৮ |
১০ | কানাডা | ১ | ১ | ৪ | ৬ |
১১ | পোল্যান্ড | ১ | ১ | ১ | ৩ |
১২ | বাহরাইন | ১ | ১ | ০ | ২ |
স্পেন | ১ | ১ | ০ | ২ | |
১৪ | বাহামা দ্বীপপুঞ্জ | ১ | ০ | ১ | ২ |
১৫ | বেলজিয়াম | ১ | ০ | ০ | ১ |
ব্রাজিল* | ১ | ০ | ০ | ১ | |
কলম্বিয়া | ১ | ০ | ০ | ১ | |
গ্রিস | ১ | ০ | ০ | ১ | |
স্লোভাকিয়া | ১ | ০ | ০ | ১ | |
তাজিকিস্তান | ১ | ০ | ০ | ১ | |
২১ | ফ্রান্স | ০ | ৩ | ৩ | ৬ |
২২ | আলজেরিয়া | ০ | ২ | ০ | ২ |
২৩ | নিউজিল্যান্ড | ০ | ১ | ৩ | ৪ |
২৪ | অস্ট্রেলিয়া | ০ | ১ | ১ | ২ |
জাপান | ০ | ১ | ১ | ২ | |
২৬ | বেলারুশ | ০ | ১ | ০ | ১ |
বুলগেরিয়া | ০ | ১ | ০ | ১ | |
বুরুন্ডি | ০ | ১ | ০ | ১ | |
ডেনমার্ক | ০ | ১ | ০ | ১ | |
গ্রেনাডা | ০ | ১ | ০ | ১ | |
মেক্সিকো | ০ | ১ | ০ | ১ | |
নেদারল্যান্ডস | ০ | ১ | ০ | ১ | |
কাতার | ০ | ১ | ০ | ১ | |
ভেনেজুয়েলা | ০ | ১ | ০ | ১ | |
৩৬ | কিউবা | ০ | ০ | ১ | ১ |
চেক প্রজাতন্ত্র | ০ | ০ | ১ | ১ | |
হাঙ্গেরি | ০ | ০ | ১ | ১ | |
কাজাখস্তান | ০ | ০ | ১ | ১ | |
সার্বিয়া | ০ | ০ | ১ | ১ | |
ত্রিনিদাদ ও টোবাগো | ০ | ০ | ১ | ১ | |
তুরস্ক | ০ | ০ | ১ | ১ | |
ইউক্রেন | ০ | ০ | ১ | ১ | |
সর্বমোট | ৪৭ | ৪৭ | ৪৭ | ১৪১ |
---|
অলিম্পিক ও বিশ্ব রেকর্ডসমূহ সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Rio 2016: Athletics"। Rio 2016। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫।
- ↑ "Russia's Track and Field Team Barred From Rio Olympics"। The New York Times। ১৮ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৬।
- ↑ "রিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া"। দৈনিক ইত্তেফাক। ২১ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ সম্পাদনা
- ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের অ্যাথলেটিক্স ওয়েবপেজ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে