২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ
ক্রিকেট প্রতিযোগিতা
২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত ক্রিকেটের বিভাগীয় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতাটি ২০১২-১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ এর অংশবিশেষ।২০১৫ সালে জার্সিকে এই টুর্নামেন্টটির আয়োজক হিসেবে ঘোষণা করা হয়।[১]
তারিখ | ২১ – ২৮ মে ২০১৬ |
---|---|
তত্ত্বাবধায়ক | ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | সীমিত ওভারের ক্রিকেট (৫০ ওভার) |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন এবং নক-আউট |
আয়োজক | জার্সি |
বিজয়ী | জার্সি |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১৮ |
সর্বাধিক রান সংগ্রহকারী | জিসান মাকসুদ (৩৫০) |
সর্বাধিক উইকেটধারী | বেন কাইনম্যান (১৫) |
ফাইনাল খেলাটি জার্সির গ্রেইনভিলে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।যেখানে জার্সি ৪৪ রানে ওমানকে হারায়।দুইটি দলই ২০১৬ ৪র্থ বিভাগের জন্য উত্তীর্ণ হয়।[২]
দলসমূহ
সম্পাদনাএই ৬ টি দল প্রতিযোগিতা টি খেলার যোগ্যতা অর্জন করে:
- ওমান (২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগ এ ৫ম)
- জার্সি (২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগ এ ৬ষ্ঠ)
- তানজানিয়া (২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ এ ৩য়)
- নাইজেরিয়া (২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ এ ৪র্থ)
সুরিনাম ( ২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ ষষ্ঠ বিভাগ এ ১ম)- গার্নসি (২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ ষষ্ঠ বিভাগ এ ২য়)
- ভানুয়াতু (২০১৫ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ ষষ্ঠ বিভাগ এ ৩য়, সুরিনামের পরিবর্তে এই দলটিকে আমন্ত্রণ জানানো হয়)
সুরিনাম দলের কিছু খেলোয়াড়ের খেলার বৈধতা নিয়া আইসিসি তদন্ত করায় তারা ২০১৬ এর মার্চ মাসে তাদের নাম প্রত্যাহার করে নেয়।[৩] তাদের কমপক্ষে ৬ জন খেলোয়াড়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।[৪] সুরিনামের পরিবর্তে ভানুয়াটু খেলতে আসে।
পয়েন্ট তালিকা
সম্পাদনাদল | ম্যাচ | জয় | হার | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর | যোগ্যতা |
---|---|---|---|---|---|---|---|---|
ওমান | ৫ | ৫ | ০ | ০ | ০ | ১০ | +১.৯৭৮ | ২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগে উত্তীর্ণ |
জার্সি | ৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +১.৪৩১ | |
গার্নসি | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.৪৭২ | |
ভানুয়াতু | ৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | –০.৩৪৭ | |
তানজানিয়া | ৬ | ১ | ৪ | ০ | ০ | ২ | –১.৩২৮ | |
নাইজেরিয়া | ৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | –২.৬২৭ |
উৎস: ক্রিকইনফু[৫]
রাউন্ড-রবিন পর্বের খেলা
সম্পাদনাব
|
||
- জার্সি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৩ ওভার করা হয়।
- সংরক্ষিত দিনে(২৩ মে) খেলাটি শুরু হলেও ফলাফল হয় নি। [৬]
ব
|
||
- তাঞ্জানিয়া টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৮ ওভার করা হয়।
ব
|
||
- গেনসি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ২৬ ওভার করা হয়।
ব
|
||
- ভানুয়াটু টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ৩৭ ওভার করা হয়।
ব
|
||
- তাঞ্জানিয়া টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচ স্থায়িত্ব কমিয়ে প্রত্যেক দলের জন্য ৪২ ওভার করা হয়।
ব
|
||
- নাইজেরিয়া টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- নাইজেরিয়ার মোট স্কোরটি বিশ্ব ক্রিকেট লিগ এ তৃতীয় সর্বনিম্ন স্কোর। [৭]
ব
|
||
- জার্সি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- এটি ২১ তারিখের অসমাপ্ত খেলাটির পুনরাবৃত্তি,যেটিতে কোনো ফলাফল হয় নি[৬]
ব
|
||
- জার্সি টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়
ব
|
||
- ভানুয়াটু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- ওমান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- জার্সি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- ভানুয়াটু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- জার্সি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- ওমান টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
প্লে-অফ পর্ব
সম্পাদনা৫ম স্থান নির্ধারণী ম্যাচ
সম্পাদনাব
|
||
- তাঞ্জানিয়া টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
৩য় স্থান নির্ধারণী ম্যাচ
সম্পাদনাব
|
||
- ভানুয়াটু টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
সম্পাদনাব
|
||
- ওমান টসে জয় লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
চূড়ান্ত অবস্থান
সম্পাদনাপ্লে-অফ খেলার পরে দলগুলোর চূড়ান্ত অবস্থান:
অবস্থান | দল | যোগ্যতা |
---|---|---|
১ম | জার্সি | ২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগে উত্তীর্ণ |
২য় | ওমান | |
৩য় | গার্নসি | ২০১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ পঞ্চম বিভাগ এর জন্য রয়ে যাওয়া |
৪র্থ | ভানুয়াতু | আঞ্চলিক প্রতিযোগিতা গুলোতে অবনমন |
৫ম | তানজানিয়া | |
৬ষ্ঠ | নাইজেরিয়া |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.bbc.com/sport/cricket/34660352
- ↑ http://www.espncricinfo.com/ci/content/story/1020999.html
- ↑ http://www.espncricinfo.com/ci-icc/content/story/978237.html
- ↑ http://www.espncricinfo.com/ci-icc/content/story/978437.html
- ↑ "Points Table – Global – ESPN Cricinfo"। Cricinfo।
- ↑ ক খ "Rain forces Oman v Jersey replay; Nigeria and Guernsey win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৬।
- ↑ "Oman demolish Nigeria; Jersey and Guernsey win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৬।
- ↑ "Jersey tops Guernsey to keep promotion hopes alive"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬।
- ↑ "Oman, Jersey win to clinch promotion to WCL Division Four"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৬।