২০১৫-এ বাংলাদেশে ভ্যাট বিরোধী ছাত্র বিক্ষোভ
২০১৫-এ বাংলাদেশে ভ্যাট বিরোধী ছাত্র বিক্ষোভ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উপর আরোপিত মূসক (বা ভ্যাট) প্রত্যাহারের দাবীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কর্তৃক বিক্ষোভ।[১] বাংলাদেশ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থ বছরের খসড়া বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার উপর ১০ শতাংশ মূসক চালু করার প্রস্তাব করে।[২][৩] পরবর্তীতে, প্রচুর সমালোচনার পর তা কমিয়ে ৭.৫% করা হয় ও ১ জুলাই ২০১৫-১৬ অর্থবছর থেকে কার্যকর করা হয়।[৪]
বিক্ষোভ
সম্পাদনা২২ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয় ভবনের দিকে তাদের দাবি জানাতে যেতে থাকে যা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বিক্ষিপ্ত করে দেয়।[৫] ২০১৫ সালের আগস্টের শুরুতে বাংলাদেশ সরকার মূসত প্রত্যাহারে অসম্মতি জানায় এবং তা শিক্ষার্থীদের কর্তৃক পরিশোধ করতে হবে বলে ঘোষণা দেয়।[২] এই সংবাদ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। সেপ্টেম্বর ৯ তারিখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটি প্রতিবাদ করতে পুলিশ তাতে ফাঁকা গুলি চালায়। ফলে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত নিবন্ধকসহ প্রায় ২৩ জন শিক্ষার্থী আহত হয়।[৬] যা শিক্ষার্থীদের মধ্যে একটি বিস্ফোরণের জন্ম দেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিবাদের প্রতি সমর্থন প্রকাশ করে।[৭] এমনকি দেশের বেশিরভাগ মানুষই এ আন্দোলনের পক্ষে ছিল। ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার মধ্য দিয়ে টিউশন ফির উপর মূসক প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে।[৮][৯][১০]
১০ সেপ্টেম্বর ভ্যাট বিরোধী আন্দোলনে ছাত্রলীগ হামলা করে।[১১] তারা জয়বাংলা স্লোগান দিয়ে ধানমন্ডি ২৭ নম্বরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা চালায়।[১২] এছাড়াও ছাত্রলীগ কাকলি মোড়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।[১৩] তবে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান লিখিত বক্তব্যে জানান তারা ভ্যাট বিরোধী আন্দোলনের পক্ষেই আছেন এবং প্রধানমন্ত্রীকে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।[১৪]
ফলাফল
সম্পাদনা১৪ই সেপ্টেম্বর, ২০১৫ তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার একটি বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরবর্তীতে সেইদিনই অর্থ মন্ত্রণালেয়র একটি বিজ্ঞপ্তির মাধ্যামে ভ্যাট প্রত্যাহারের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।[১৫]
চিত্রশালা
সম্পাদনা-
শিক্ষার ওপর কোন মূসক নয়
-
ঢাকার বাড্ডায় শিক্ষার্থীদের টিউশন ফির উপর ভ্যাটের প্রতিবাদ
-
ঢাকার উত্তরায় শিক্ষার্থীদের টিউশন ফির উপর ভ্যাটের প্রতিবাদ
-
ঢাকার উত্তরায় এক শিক্ষার্থীর টিউশন ফির উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে সমাবেশের একটি মুহূর্ত
-
ঢাকার কোরাইলে শিক্ষার্থীদের টিউশন ফির উপর ভ্যাটের প্রতিবাদ
-
ঢাকার বনানী-কাকলি মোড়ে শিক্ষার্থীদের টিউশন ফির উপর ভ্যাটের প্রতিবাদ
-
ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির উপর ভ্যাটের প্রতিবাদের সময় ট্রাফিক জ্যাম
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন। "#NO Vat on Education" [#শিক্ষায় কোন মূসক নয়]। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ঢাকা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫।
- ↑ ক খ অনিক, সৈয়দ সামিউল বাশের (আগস্ট ২, ২০১৫)। "NBR asks private varsities to pay VAT by August 15" [এনবিআর ১৫ আগস্টের মধ্যে মূসক পরিশোধ করতে বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহকে জানিয়েছে] (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫।
- ↑ "বাজেট ২০১৫-১৬"। nbr-bd.org (ইংরেজি ভাষায়)। এনবিআর। ২০১৫। ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫।
- ↑ চৌধুরী, আরিফ। "শিক্ষায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট যৌক্তিক না বৈষম্য?"। ক্যাম্পাসলাইভ২৪.কম। ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Anger as tax on private university education agreed - University World News" [বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উপর কর বসানোর রাগ যুক্তিযুক্ত - ইউনিভার্সিটি ওয়াল্ড নিউজ]। www.universityworldnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-১২।
- ↑ "23 hurt as police foil anti-VAT EWU demo" [মূসক-বিরোধী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিক্ষোভে পুলিশের ভণ্ডুলে ২৩ জন আহত]। dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ঢাকা: ঢাকা ট্রিবিউন। সেপ্টেম্বর ১০, ২০১৫। ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫।
- ↑ "Thousands of Bangladeshi students protest university tax" [হাজার হাজার বাংলাদেশী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের করের প্রতিবাদ করে]। ইহাহু সংবাদ ভারত (ইংরেজি ভাষায়)। ভারত। সেপ্টেম্বর ১০, ২০১৫। ২০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫।
- ↑ "ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Private university students in Dhaka protest VAT on tuition fees" [ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশন ফির উপর মূসক বসানোর প্রতিবাদ করে]। bdnews24.com (ইংরেজি ভাষায়)।
- ↑ "Students' demo stops Dhaka" [শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা বন্ধ]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)।
- ↑ "ভ্যাট আরোপের নৈতিকতা এবং ভ্যাট-বিরোধী আন্দোলন"। এনটিভি বাংলাদেশ। ১২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৪।
- ↑ "'জয় বাংলা' বলে শিক্ষার্থীদের ওপর হামলা"। প্রথম আলো। ১০ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "কাকলিতে আন্দোলনকারীদের ওপর হামলা"। বিডিনিউজ২৪.কম। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০১৫-০৯-১৪)। "ভ্যাট প্রত্যাহারের অনুরোধ ছাত্রলীগের"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫।