২০১৫ এসিসি টুয়েন্টি২০ কাপ

২০১৫ এসিসি টুয়েন্টি২০ কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত এসিসি টুয়েন্টি২০ কাপ ক্রিকেট প্রতিযোগিতার ৫ম আসর। ২৫-৩০ জানুয়ারি, ২০১৫ তারিখে সংযুক্ত আরব আমিরাতে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ওমান ক্রিকেট দল প্রতিযোগিতার শিরোপার জয় করে। দলটি ২০১৫ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে খেলার যোগ্যতা লাভ করে।

২০১৫ এসিসি টুয়েন্টি২০ কাপ
এসিসি কাপ.png
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজকসংযুক্ত আরব আমিরাত
বিজয়ী ওমান (২য় শিরোপা)
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কুয়েত আমির জাভেদ
সর্বাধিক রান সংগ্রহকারীকুয়েত আমির জাভেদ (২২৯)
সর্বাধিক উইকেটধারীসৌদি আরব শোয়েব আলী (১৫)

রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলার পর ফলাফলের ভিত্তিতে শীর্ষস্থানীয় দল ২০১৫ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে খেলার যোগ্যতা লাভ করবে। আফগানিস্তান, হংকং, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক টুয়েন্টি২০ আন্তর্জাতিকে মর্যাদা লাভ করায় তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। দলগুলো আয়ারল্যান্ডস্কটল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।[১] অন্যদিকে আইসিসি তথা এসিসি'র পূর্ণাঙ্গ সদস্য হবার ফলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাবাংলাদেশ ক্রিকেট দল ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা খেলবে।

দলীয় সদস্যসম্পাদনা

  কুয়েত[২]   মালয়েশিয়া[৩]   মালদ্বীপ[৪]   ওমান[৫]   সৌদি আরব[৬]   সিঙ্গাপুর[৭]
  • আমির জাভেদ
  • আবিদ মুশতাক
  • আলী জাহের
  • বিলাল আহমেদ
  • ফাইজান আলী
  • হারুন শহীদ
  • হিশাম মির্জা
  • কাশিফ শরীফ
  • খালিদ বাট
  • মোহাম্মদ আমিন
  • মোহাম্মদ গুলাম
  • মুহাম্মদ ইরফান
  • রাহিল খান
  • সিবটেইন রাজা
  • বীরেনদ্বীপ সিং
  • আহমেদ ফয়েজ
  • ডেরেক দুরাইসিঙ্গম
  • হামাদুল্লাহ খান
  • হাসান গুলাম
  • ইমরান উল্লাহ গুল
  • খিজির হায়াত
  • পবনদ্বীপ সিং
  • আমিনুদ্দিন রামলি
  • শফিক শরীফ
  • শাহরুলনিজাম ইউসুফ
  • সুহান আগারত্মম
  • সুহারিল ফেতরি
  • মোহাম্মদ রামলি
  • আব্দুল্লাহ শহীদ
  • আফজাল ফয়েজ
  • আহমেদ আমিল
  • আহমেদ হাসান
  • হাসান ইব্রাহিম
  • মিহুসান হামিদ
  • মোহাম্মদ আজাম
  • মোহাম্মদ রিশোয়ান
  • মোহাম্মদ মাহফুজ
  • মুয়াউইয়াথ গণি
  • লিম শফিক
  • শরফরাজ জলিল
  • শুনান আলী
  • উমর আদম
  • আমির কলিম
  • আদনান ইলিয়াস
  • আমির আলী
  • মুনিস আনসারি
  • গয়েশ দিয়াস
  • যতীন্দার সিং
  • অজয় লালচেতা
  • মুহাম্মদ সাঈদ
  • রাজেশকুমার রানপুরা
  • শোয়েব আল বালুশি
  • সুফিয়ান মেহমুদ
  • সুলতান আহমেদ
  • বৈভব ওয়াতেগাওনকর
  • জিশান মাকসুদ
  • শোয়েব আলী (অঃ)
  • আব্দুল ওয়াহিদ
  • আদনান লিয়াকত
  • বাবর হুসাইন
  • বিলাল বাট
  • ফাহিম আফ্রাদ
  • হামিদ সাঈদ
  • ইবারুল হক
  • মোহাম্মদ আফজাল
  • মোহাম্মদ নাদিম
  • মোহসিন শাব্বির
  • নাসির আব্বাসি
  • শাহবাজ রশীদ
  • জুহাইর বুখারি
  • অভিরাজ সিং
  • আমজাদ মাহবুব
  • সুরেশ অপুস্বামী
  • নিশান্ত চাগ
  • অর্চিত গোয়েঙ্কা
  • ক্রিস্টোফার জানিক
  • চামিন্দা রুয়ান
  • ইরফান মাদাকিয়া
  • মোহাম্মদ শোয়েব
  • অর্জুন মুতরেজা
  • অনিশ পরম
  • রোহন রঙ্গার্জন
  • সাদ জাঞ্জুয়া
  • দীপক সারিকা
  • বরুণ শিবরাম
  • চেতন সূর্যবংশী
  • সেলাদোর বিজয়কুমার

পয়েন্ট তালিকাসম্পাদনা

দল খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি পয়েন্ট এনআরআর
  ওমান +১.৮১৫
  কুয়েত +১.১২৫
  সৌদি আরব +০.১৬৩
  মালয়েশিয়া -০.১৮৩
  সিঙ্গাপুর +০.৫৫০
  মালদ্বীপ -৩.২৮৮

নির্দেশিকা:[৮]

জয় - ২ পয়েন্ট
টাই বা ফলাফল না হলে - ১ পয়েন্ট
পরাজয় - ০ পয়েন্ট

সময়সূচীসম্পাদনা

১ম রাউন্ডসম্পাদনা


২৫ জানুয়ারি
১০:০০
স্কোরকার্ড
  মালয়েশিয়া
১৫৬/৬ (২০ ওভার)
  মালদ্বীপ
১০০ (১৯.৫ ওভার)
আহমেদ ফয়েজ ৮০ (৫৪)
হাসান ইব্রাহিম ৩/২২ (৪ ওভার)
মোহাম্মদ রিশওয়ান ৩৬ (২৯)
ডেরেক দুরাজসিঙ্গম ৩/১১ (৩.৫ ওভার)
মালয়েশিয়া ৫৬ রানে বিজয়ী
আল দাইদ ক্রিকেট ভিলেজ, শারজাহ
আম্পায়ার: ইমরান মুস্তফা (কুয়েত) ও শাব্বির আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: আহমেদ ফয়েজ (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৫ জানুয়ারি
১০:০০
স্কোরকার্ড
  ওমান
১৬৭/৫ (২০ ওভার)
  সৌদি আরব
১১৬ (১৯.১ ওভার)
যতীন্দর সিং ৪৫ (৩১)
মোহাম্মদ নাদিম ১/২২ (৪ ওভার)
বাবর হোসেন ২৪ (২২)
অজয় লালচেতা ৩/২২ (৪ ওভার)
ওমান ৫১ রানে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) ও ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: অজয় লালচেতা (ওমান)
  • সৌদি আরব টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৫ জানুয়ারি
১৪:০০
স্কোরকার্ড
  কুয়েত
১৬০/৮ (২০ ওভার)
  সিঙ্গাপুর
১৫০/৯ (২০ ওভার)
উসমান ওয়াহিদ ৫৪* (৩৪)
সুরেশ অপুস্বামী ১/২১ (৪ ওভার)
সিতিজ সিন্ধে ৪৩* (৪৪)
খালিদ বাট ৪/২৬ (৪ ওভার)
কুয়েত ১০ রানে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) ও বিনয় কুমার (নেপাল)
ম্যাচসেরা: খালিদ বাট (কুয়েত)
  • কুয়েত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় রাউন্ডসম্পাদনা

২৬ জানুয়ারি
১০:০০
স্কোরকার্ড
  কুয়েত
১৫৯ (১৯.৫ ওভার)
  সৌদি আরব
১৫৬/৮ (২০ ওভার)
আমির জাভেদ ৪৪ (২৬)
শোয়েব আলী ৬/৫৫ (৪ ওভার)
মোহসিন সাব্বির ৪৪* (৪২)
সিবতেইন রাজা ২/২০ (৪ ওভার)
কুয়েত ৩ রানে বিজয়ী
আল দাইদ ক্রিকেট ভিলেজ, শারজাহ
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (পাকিস্তান) ও ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: কাশিফ শরিফ (কুয়েত)
  • সৌদি আরব টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৬ জানুয়ারি
১০:০০
স্কোরকার্ড
  সিঙ্গাপুর
১২৮/৮ (২০ ওভার)
  মালদ্বীপ
৬০ (১৩.৩ ওভার)
সাদ জাঞ্জুয়া ৩৮ (৩২)
আহমেদ হাসান ৩/২২ (৪ ওভার)
আব্দুল্লাহ শহীদ ২১ (১৯)
সুরেশ অপুস্বামী ৪/১৬ (৪ ওভার)
সিঙ্গাপুর ৬৮ রানে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: বিনয় কুমার (নেপাল) ও রবিউল হক (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: সুরেশ অপুস্বামী (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৬ জানুয়ারি
১৪:০০
স্কোরকার্ড
  ওমান
১৯২/৩ (২০ ওভার)
  মালয়েশিয়া
১৪৬/৭ (২০ ওভার)
যতিন্দর সিং ৬২ (৪১)
সুহারিল ফেতরি ১/১০ (৩ ওভার)
সুহান আলাগারত্মম ৩৪ (২১)
আমির কালিম ২/১৮ (৪ ওভার)
ওমান ৪৬ রানে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: ইমরান মুস্তফা (কুয়েত) ও বিনয় কুমার (নেপাল)
ম্যাচসেরা: যতিন্দর সিং (ওমান)
  • ওমান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তৃতীয় রাউন্ডসম্পাদনা

২৭ জানুয়ারি
১০:০০
স্কোরকার্ড
  সিঙ্গাপুর
১৯৮/৯ (২০ ওভার)
  ওমান
১৭৫/৯ (২০ ওভার)
অর্জুন মুত্রেজা ৭৯ (৪৫)
অজয় লালচেতা ৩/৩০ (৪ ওভার)
যতীন্দর সিং ৭০ (৩৭)
সেলাদোর বিজয়কুমার ৪/২০ (৪ ওভার)
সিঙ্গাপুর ২৩ রানে বিজয়ী
আল দাইদ ক্রিকেট ভিলেজ, শারজাহ
আম্পায়ার: বিনয় কুমার (নেপাল) ও শাব্বির আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: অর্জুন মুত্রেজা (সিঙ্গাপুরা)
  • সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৭ জানুয়ারি
১০:০০
স্কোরকার্ড
  মালদ্বীপ
১৩৮/৯ (২০ ওভার)
  কুয়েত
১৪৩/১ (৮.৫ ওভার)
আফজাল ফয়েজ ৩৪ (৩৫)
সিবটেইন রাজা ৫/২৭ (৪ ওভার)
মোহাম্মদ ইরফান ৬৩* (২৬)
মোহাম্মদ মাহফুজ ১/৩১ (৩ ওভার)
কুয়েত ৯ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আহমেদ শাহ পাক্তিন (আফগানিস্তান) ও ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: সিবটেইন রাজা (কুয়েত)
  • মালদ্বীপ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৭ জানুয়ারি
১৪:০০
স্কোরকার্ড
  সৌদি আরব
১৭৬/৬ (২০ ওভার)
  মালয়েশিয়া
১৩৩/৯ (২০ ওভার)
নাসির আব্বাসি ৬৫ (৩৪)
হাসান গুলাম ৩/২২ (৪ ওভার)
সুহান আলাগারত্মম ৩৩ (২৪)
শোয়েব আলী ৫/১৯ (৪ ওভার)
সৌদি আরব ৪৩ রানে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: ইমরান মুস্তফা (কুয়েত) ও রবিউল হক (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: শোয়েব আলী (সৌদি আরব)
  • সৌদি আরব টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

চতুর্থ রাউন্ডসম্পাদনা

২৯ জানুয়ারি
৯:৩০
স্কোরকার্ড
  মালদ্বীপ
১০২/৬ (২০ ওভার)
  ওমান
১০৩/৩ (৯.১ ওভার)
আব্দুল্লাহ শহীদ ২৪ (২০)
আমির কালিম ৩/১৭ (৪ ওভার)
আদনান ইলিয়াস ৫৭* (২১)
আহমেদ হাসান ২/১৮ (৩ ওভার)
ওমান ৭ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত) ও ইমরান মুস্তফা (কুয়েত)
ম্যাচসেরা: আদনান ইলিয়াস (ওমান)
  • ওমান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৯ জানুয়ারি
১৩:০০
স্কোরকার্ড
  সৌদি আরব
১৪৬/৯ (২০ ওভার)
  সিঙ্গাপুর
১৩৮/৭ (২০ ওভার)
হাম্মাদ সাঈদ ৩০ (১৫)
আমজাদ মাহবুব ২/২২ (৪ ওভার)
চামিন্দা রুয়ান ৪৫ (৪০)
শোয়েব আলী ২/৩০ (৪ ওভার)
সৌদি আরব ৮ রানে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আহমেদ শাহ পাক্তিন (আফগানিস্তান) ও রবিউল হক (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: হাম্মাদ সাঈদ (সৌদি আরব)
  • সৌদি আরব টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৯ জানুয়ারি
১৬:৩০
স্কোরকার্ড
  মালয়েশিয়া
১৯০/৬ (২০ ওভার)
  কুয়েত
১৯১/৮ (১৯.৩ ওভার)
সুহান আগারত্মম ৮৬ (৪৫)
কাশিফ শরীফ ২/২৪ (৪ ওভার)
‌আমির জাভেদ ৬০ (২৫)
খিজর হায়াত ৩/২১ (৪ ওভার)
কুয়েত ২ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) ও ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: ‌আমির জাভেদ (কুয়েত)
  • মালয়েশিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম রাউন্ডসম্পাদনা

৩০ জানুয়ারি
০৯:৩০
স্কোরকার্ড
  মালদ্বীপ
৭৩ (১৮.১ ওভার)
  সৌদি আরব
৭৪/৭ (১৭.২ ওভার)
আহমেদ হাসান ১৪ (২৬)
আদনান লিয়াকত ৩/১১ (৩.১ ওভার)
শোয়েব আলী ৩০* (৩৭)
আহমেদ হাসান ৪/১৫ (৪ ওভার)
সৌদি আরব ৩ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত) ও ইমরান মুস্তফা (কুয়েত)
ম্যাচসেরা: শোয়েব আলী (সৌদি আরব)
  • সৌদি আরব টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩০ জানুয়ারি
১৩:০০
স্কোরকার্ড
  ওমান
১৪৯/৮ (২০ ওভার)
  কুয়েত
১৩৮/৯ (২০ ওভার)
আদনান ইলিয়াস ২৬ (১৪)
হিশাম মির্জা ২/২০ (৪ ওভার)
আবিদ মুশতাক ৩১* (২৩)
আমির কালিম ৩/১৮ (৪ ওভার)
ওমান ১১ রানে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আহমেদ শাহ পাক্তিন (আফগানিস্তান) ও রব্উল হক (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচসেরা: আমির কালিম (ওমান)
  • ওমান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩০ জানুয়ারি
১৬:৩০
স্কোরকার্ড
  মালয়েশিয়া
১৪০ (১৯.৫ ওভার)
  সিঙ্গাপুর
১৪৪/৪ (১৮ ওভার)
অনীশ পরম ৩৭ (৩১)
হাসান গুলাম ৩/২৩ (৪ ওভার)
আহমেদ ফয়েজ ৫৬* (৩২)
আমজাদ মাহবুব ৩/২৩ (৪ ওভার)
মালয়েশিয়া ৬ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আকবর আলী (সংযুক্ত আরব আমিরাত) ও ইমরান মুস্তফা (কুয়েত)
ম্যাচসেরা: আহমেদ ফয়েজ (মালয়েশিয়া)
  • সিঙ্গাপুর টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

চূড়ান্ত অবস্থানসম্পাদনা

অবস্থান দলের নাম মর্যাদা
  ওমান ২০১৫ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন
  কুয়েত
  সৌদি আরব
  মালয়েশিয়া
  সিঙ্গাপুর
  মালদ্বীপ

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. http://asiancricket.org/index.php/news/october-2014/2992
  2. "Kuwait Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫ 
  3. "Malaysia Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫ 
  4. "Maldives Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫ 
  5. "Oman Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫ 
  6. "Saudi Arabia Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫ 
  7. "Singapore Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫ 
  8. "Points table"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগসম্পাদনা