২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ জি

২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ জি জার্মানি, পর্তুগাল, ঘানা, এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত। এই গ্রুপের খেলা ১৬ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন ২০১৪ পর্যন্ত চলবে।

দলসমূহ সম্পাদনা

ড্র স্থান দল বাছাইয়ের
পদ্ধতি
বাছাইয়ের
তারিখ
চূড়ান্তপর্বে
উত্তীর্ণ
সর্বশেষ
উপস্থিতি
সর্বোচ্চ
সাফল্য
ফিফা
র‍্যাঙ্কিং
[দ্রষ্টব্য ১]
জি১ (পাত্রানুসারে)   জার্মানি উয়েফা গ্রুপ সি বিজয়ী ১১ অক্টোবর ২০১৩ ১৮তম ২০১০ বিজয়ী (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০)
জি২   পর্তুগাল উয়েফা প্লে-অফ বিজয়ী ১৯ নভেম্বর ২০১৩ ৬ষ্ঠ্য ২০১০ তৃতীয় স্থান (১৯৬৬) ১৪
জি৩   ঘানা সিএএফ তৃতীয় রাউন্ড বিজয়ী ১৯ নভেম্বর ২০১৩ তৃতীয় ২০১০ কোয়ার্টার-ফাইনাল (২০১০) ২৩
জি৪   মার্কিন যুক্তরাষ্ট্র কনকাকাফ ৪র্থ রাউন্ড ১ম বিজয়ী ১০ সেপ্টেম্বর ২০১৩ ১০ম ২০১০ তৃতীয় স্থান (১৯৩০) ১৩

অবস্থান সম্পাদনা

ব্যাখ্যা
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ ১৬ দলের রাউন্ডে অগ্রসর হবে
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  জার্মানি +৫
  মার্কিন যুক্তরাষ্ট্র
  পর্তুগাল −৩
  ঘানা −২

খেলাসমূহ সম্পাদনা

জার্মানি বনাম পর্তুগাল সম্পাদনা

এর আগে দল দুইটি ১৭বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ২০০৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী খেলাটি উল্লেখযোগ্য, যেখানে জার্মানি ৩-১ গোলে জয় লাভ করে।[১] অতি সম্প্রতি তারা উয়েফা ইউরো ২০১২ এর গ্রুপ পর্বে মুখোমুখি হয় যেখানে জার্মানি ১-০ গোলে জয় লাভ করে।

জার্মানি  ৪–০  পর্তুগাল
মুলার   ১২' (পে.)৪৫+১'৭৮'
হুমেলস   ৩২'
প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 
 
 
জার্মানি
 
 
 
 
 
 
 
 
 
 
পর্তুগাল
গো ম্যানুএল নয়ার
রা.ব্যা ২০ জেরম বোয়াটেং
সে.ব্যা ১৭ পের মের্টেজাকার
সে.ব্যা ম্যাটস হুমেলস
লে.ব্যা বেনেডিক্ট হাফিডাস
ডি.মি ১৬ ফিলিপ লাম ()
সে.মি সামি খেদিরা
সে.মি ১৮ টনি ক্রুস
রা.ফ ১৩ টমাস মুলার
সে.ফ মেসুত ওজিল
লে.ফ ১৯ মারিও গোটজে
বদলি:
আন্দ্রে শুর্লে   ৬৩'
২১ শকর্ডান মুস্তাফি   ৭৩'
১০ লুকাস পোদোলস্কি   ৮২'
ম্যানেজার:
জোয়াকিম লো
 
গো ১২ রুই পাত্রিসিও
রা.ব্যা ২১ জোয়াও পেরেইরা
সে.ব্যা ব্রুনো আলভেস
সে.ব্যা পেপে
লে.ব্যা ফাবিও কোয়েন্ত্রাও
ডি.মি মিগেল ভেলোসো
সে.মি জোয়াও মউচিনিও
সে.মি ১৬ রাউল মিরেলিস
রা.ফ ১৭ ন্যানি
সে.ফ উগো আলমেইদা
লে.ফ ক্রিস্তিয়ানো রোনালদো ()
বদলি:
১১ এদের   ২৮'
১৩ রিকার্দো কোস্তা   ৪৬'
১৯ আন্দ্রে আলমেইদা   ৬৫'
ম্যানেজার:
পাউলু বেন্তু

ম্যচসেরা:
টমাস মুলার (জার্মানি)

সহকারী রেফারিগণ:
মিলোভান রিস্তিচ (সার্বিয়া)
দালিবর দিউরদেভিচ (সার্বিয়া)
চতুর্থ অফিসিয়াল:
নিয় আলিউম (ক্যামেরুন)
পঞ্চম অফিসিয়াল:
জিবরিল কেমাহা (সেনেগাল)

ঘানা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র সম্পাদনা

এর আগে দল ঘানা ও মার্কিন যুক্তরাষ্ট্র দুইটি খেলায় মুখোমুখি হয়। দুইটিই বিশ্বকাপের মূল পর্বে। এবং উভয় খেলায়ই জয় লাভ করে ঘানা। ২০০৬ এর গ্রুপ পর্বে তারা ২-১ গোলে জয় লাভ করে এবং ২০১০ এর ১৬ দলের পর্বে, তারা অতিরিক্ত সময়ে আবারও ২-১ গোলে জয় লাভ করে।[২]

 
 
 
 
 
 
 
 
 
ঘানা
 
 
 
 
 
 
 
 
মার্কিন যুক্তরাষ্ট্র
গো ১২ অ্যাডাম কওয়ারেসি
রা.ব্যা ড্যানিয়েল ওপারে
সে.ব্যা ১৯ জনাথান মেনাশ
সে.ব্যা ২১ জন বোয়ে
লে.ব্যা ২০ কয়াদু আসামোয়াহ
সে.মি ১৭ মোহাম্মেদ রাবিউ   ৩০'   ৭১'
সে.মি ১১ সুলি মুন্তারি   ৯০+২'
অ্যা.মি ১০ আন্দ্রে আয়িউ
রা.ফ ১৩ জর্ডান আয়িউ   ৫৯'
সে.ফ আসামোয়া জিয়ান ()
লে.ফ ক্রিস্টিয়ান আটসু   ৭৮'
বদলি:
কেভিন-প্রিন্স বোটেং   ৫৯'
মাইকেল এসিয়েন   ৭১'
১৪ অ্যালবার্ট আডোমাহ   ৭৮'
ম্যানেজার:
জেমস কয়েসি আপিয়াহ্‌
 
গো টিম হাওয়ার্ড
রা.ব্যা ২৩ ফাবিয়ান জনসন
সে.ব্যা ২০ জিওফ ক্যামেরুন
সে.ব্যা ম্যাট বেসলার   ৪৬'
লে.ব্যা ডামার্কাস বিসলি
ডি.মি ১৫ কাইল বেকারম্যান
সে.মি ১১ আলেহান্দ্রো বেদোয়া   ৭৭'
সে.মি ১৩ জার্মেইন জোন্স
অ্যা.মি মাইকেল ব্র্যাডলি
সে.ফ ১৭ জজি আল্টিডর   ২৩'
সে.ফ ক্লিন্ট ডেম্পসি ()
বদলি:
অ্যারন জোহানসন   ২৩'
জন ব্রুকস   ৪৬'
১৯ গ্রাহাম জুসি   ৭৭'
ম্যানেজার:
  ইয়ুর্গেন ক্লিন্সমান

ম্যাচসেরা:
ক্লিন্ট ডেম্পসি (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারিগণ:
মাথিয়াস ক্লাসানিউস (সুইডেন)
দানিয়েল ওয়ার্নমার্ক (সুইডেন)
চতুর্থ অফিসিয়াল:
নহবেহ্ হুয়াতা (তাহিতি)
পঞ্চম অফিসিয়াল:
আডেন মারওয়া (কেনিয়া)

জার্মানি বনাম ঘানা সম্পাদনা

যুক্তরাষ্ট্র বনাম পর্তুগাল সম্পাদনা

মার্কিন যুক্তরাষ্ট্র বনাম জার্মানি সম্পাদনা

দুই দল এর আগে নয়বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ফিফা বিশ্বকাপে দুইবার, যার সবগুলোই জিতেছে জার্মানি (১৯৯৮, গ্রুপ পর্ব: ২–০; ২০০২, কোয়ার্টার-ফাইনাল: ১–০).[৩] মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান জার্মানির হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন (১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলায় তিনি জার্মানির পক্ষে দ্বিতীয় গোলটি করেন) এবং ২০০৬ বিশ্বকাপে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেসময় জার্মানির বর্তমান কোচ ইওয়াকিম লু তার সহকারী ছিলেন। অবশ্য ২০০৬ বিশ্বকাপের পরেই লু তার স্থলাভিষিক্ত হন।

 
 
 
 
 
 
 
 
 
মার্কিন যুক্তরাষ্ট্র
 
 
 
 
 
 
 
 
 
 
জার্মানি
গো টিম হাওয়ার্ড
রা.ব্যা ২৩ ফাবিয়ান জনসন
সে.ব্যা ওমার গঞ্জালেজ   ৩৭'
সে.ব্যা ম্যাট বেসলার
লে.ব্যা ডামার্কাস বিসলি
সে.মি ১৫ কাইল বেকারম্যান   ৬২'
সে.মি ১৩ জার্মেইন জোন্স
রা.উ ১৯ গ্রাহাম জুসি   ৮৪'
অ্যা.মি মাইকেল ব্র্যাডলি
লে.উ ১৪ ব্র্যাড ডেভিস   ৫৯'
সে.ফ ক্লিন্ট ডেম্পসি ()
বদলি:
১১ আলেহান্দ্রো বেদোয়া   ৫৯'
ডিআন্ড্রে ইয়েডলিন   ৮৪'
 
ম্যানেজার:
  ইয়ুর্গেন ক্লিন্সমান
 
গো ম্যানুএল নয়ার
রা.ব্যা ২০ জেরম বোয়াটেং
সে.ব্যা ১৭ পের মের্টেজাকার
সে.ব্যা ম্যাটস হুমেলস
লে.ব্যা বেনেডিক্ট হাফিডাস   ১১'
ডি.মি ১৬ ফিলিপ লাম ()
সে.মি বাস্তিয়ান শোয়েনস্টেইগার   ৭৬'
সে.মি ১৮ টনি ক্রুস
রা.উ মেসুত ওজিল   ৮৯'
লে.উ ১০ লুকাস পোদোলস্কি   ৪৬'
সে.ফ ১৩ টমাস মুলার
বদলি:
১১ মিরোস্লাভ ক্লোজে   ৪৬'
১৯ মারিও গোটজে   ৭৬'
আন্দ্রে শুর্লে   ৮৯'
ম্যানেজার:
ইওয়াকিম লু

ম্যাচসেরা:
থমাস মুলার (জার্মানি)

সহকারী রেফারিগণ:
আব্দুকহামিদুল্লা রাসুলোভ (উজবেকিস্তান)
বাহাদির কোচকারভ (কিরগিজিস্তান)
চতুর্থ অফিসিয়াল:
নিয় আলিউম (ক্যামেরুন)
পঞ্চম অফিসিয়াল:
জিবরিল কেমাহা (সেনেগাল)

পর্তুগাল বনাম ঘানা সম্পাদনা

নোটস সম্পাদনা

  1. ১৭ অক্টোবর ২০১৩ অনুসারে র‍্যাঙ্কিং, এই র‍্যাঙ্কিং অনুসারে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ২০। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪ 
  2. "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ২১। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪ 
  3. "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ৪৮। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা