২০১৪ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক ৯ আগস্ট থেকে ২১ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত জিম্বাবুয়ে সফর করে। সফরে তারা জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও একটি টেস্টে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[১][২] সফরকারী দক্ষিণ আফ্রিকা দল একমাত্র টেস্টসহ ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জয় করে।

২০১৪ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা
তারিখ ৯ আগস্ট, ২০১৪ – ২১ আগস্ট, ২০১৪
অধিনায়ক ব্রেন্ডন টেলর (টেস্ট)
এলটন চিগুম্বুরা (ওডিআই)
হাশিম আমলা (টেস্ট)
এবি ডি ভিলিয়ার্স (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ব্রেন্ডন টেলর (৯৮) ফাফ দু প্লেসিস (১০৩)
সর্বাধিক উইকেট জন নিয়ুম্বু (৫) ডেল স্টেইন (৮)
ডেন পাইত (৮)
সিরিজ সেরা খেলোয়াড় ডেন পাইত (দক্ষিণ আফ্রিকা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান এলটন চিগুম্বুরা (১৩৩) কুইন্টন ডি কক (১৮৫)
সর্বাধিক উইকেট জন নিয়ুম্বু (৪) ওয়েন পার্নেল (৭)
সিরিজ সেরা খেলোয়াড় কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২০০১ সালে জিম্বাবুয়েতে সর্বশেষ টেস্ট সিরিজে অংশ নিয়েছিল।[৩]

দলের সদস্য সম্পাদনা

টেস্ট একদিনের আন্তর্জাতিক
  জিম্বাবুয়ে[৪]   দক্ষিণ আফ্রিকা[৩]   জিম্বাবুয়ে[৪]   দক্ষিণ আফ্রিকা[৫]

খেলা পরিচালনাকারী কর্মকর্তা সম্পাদনা

খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:[৬]

আম্পায়ার সংরক্ষিত আম্পায়ার টিভি আম্পায়ার ম্যাচ রেফারী

টেস্ট সিরিজ সম্পাদনা

একমাত্র টেস্ট সম্পাদনা

২৫৬ (৯২.৪ ওভার)
ব্রেন্ডন টেলর ৯৩ (১৫৯)
ডেল স্টেইন ৫/৪৬ (২২.৪ ওভার)
৩৯৭ (১৫৮.৩ ওভার)
ফাফ দু প্লেসিস ৯৮ (২৬৪)
জন নিয়ুম্বু ৫/১৫৭ (৪৯.৩ ওভার)
১৮১ (৭৬.২ ওভার)
রিচমন্ড মুতুম্বামি ৪৩ (৬৯)
ডেন পাইত ৪/৬২ (২৫ ওভার)
৪৪/১ (১০.৪ ওভার)
ডিন এলগার ২১ (২৮)
টেন্ডাই চাতারা ১/৫ (২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে বিজয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: ডেন পাইত (দক্ষিণ আফ্রিকা)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেন পাইত এবং জিম্বাবুয়ের পক্ষে জন নিয়ুম্বুডোনাল্ড তিরিপানো’র টেস্ট অভিষেক ঘটে।
  • দক্ষিণ আফ্রিকার ১-০ ব্যবধানে সিরিজ বিজয়।

অর্জনসমূহ সম্পাদনা

জিম্বাবুয়ে
দক্ষিণ আফ্রিকা

পরিসংখ্যান সম্পাদনা

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান[১২]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ রান গড় বল মোকাবেলা স্ট্রাইক রেট ১০০ ৫০
  ফাফ দু প্লেসিস ১০৩ ৯৮ ১০৩.০০ ২৭০ ৩৮.১৪ ১২
  ব্রেন্ডন টেলর ৯৮ ৯৩ ৪৯.০০ ১৬৮ ৫৮.৩৩
  ডিন এলগার ৮২ ৬১ ৪১.০০ ১৭৪ ৪৭.১২ ১০
  কুইন্টন ডি কক ৮১ ৮১ ৮১.০০ ১৫২ ৫৩.২৮
  হ্যামিল্টন মাসাকাদজা ৬৪ ৪৫ ৩২.০০ ১২৮ ৫০.০০
  রিচমন্ড মুতুম্বামি ৬৪ ৪৩ ৩২.০০ ১৪৭ ৪৩.৫৩

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট[১৩]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস ওভার মেইডেন প্রদেয় রান উইকেট সেরা বোলিং গড় ইকোনোমি স্ট্রাইক রেট ৫ উইঃ ১০ উইঃ
  ডেল স্টেইন ৪৪.০ ২০ ৮৪ ৫/৪৬ ১০.৫০ ১.৯০ ৩৩.০০
  ডেন পাইত ৪৯.০ ১৫২ ৪/৬২ ১৯.০০ ৩.১০ ৩৬.৭০
  জন নিয়ুম্বু ৫৩.৩ ১৮১ ৫/১৫৭ ৩৬.২০ ৩.৩৮ ৬৪.২০
  মরনে মরকেল ৩৪.০ ১২ ৫৪ ৩/১৫ ১৮.০০ ১.৫৮ ৬৮.০০
  টেন্ডাই চাতারা ২৯.০ ১৩ ৩৯ ১/৫ ১৯.৫০ ১.৩৪ ৮৭.০০

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

দক্ষিণ আফ্রিকা  
৩০৯/৩ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
২১৬ (৪৯.৫ ওভার)
হাশিম আমলা ১২২* (১৩২)
জন নিয়ুম্বু ২/৫২ (৮ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯৩ রানে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)

২য় ওডিআই সম্পাদনা

দক্ষিণ আফ্রিকা  
২৫৭ (৪৯.৪ ওভার)
  জিম্বাবুয়ে
১৯৬ (৪৯.১ ওভার)
ফাফ দু প্লেসিস ৫৫ (৭২)
শন উইলিয়ামস ২/৩৭ (৯.৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬১ রানে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
আম্পায়ার: ওয়েন চিরোম্বি (জিম্বাবুয়ে) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে।

৩য় ওডিআই সম্পাদনা

জিম্বাবুয়ে  
১৬৫ (৩৯.৫ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৭১/৩ (২৭.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকার পক্ষে রাইলি রুশোএমথোকোজিসি শেজি’র ওডিআই অভিষেক ঘটে।
  • দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে সিরিজে জয় করে।

পরিসংখ্যান সম্পাদনা

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান[১৪]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ রান গড় বল মোকাবেলা স্ট্রাইক রেট ১০০ ৫০
  কুইন্টন ডি কক ১৮৫ ৮৪ ৬১.৬৬ ১৮১ ১০২.২০ ২০
  ফাফ দু প্লেসিস ১৫৪ ৫৯ ৫১.৩৩ ১৮২ ৮৪.৬১ ১৫
  হাশিম আমলা ১৩৭ ১২২* ১৩৭.০০ ১৫৩ ৮৯.৫৪
  এলটন চিগুম্বুরা ১৩৩ ৯০ ৪৪.৩৩ ১৯৩ ৬৮.৯১ ১৩
  শন উইলিয়ামস ১২৩ ৫৫ ৪১.০০ ১৬৭ ৭৩.৬৫

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট[১৫]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস ওভার মেইডেন প্রদেয় রান উইকেট সেরা বোলিং গড় ইকোনোমি স্ট্রাইক রেট ৪ উইঃ ৫ উইঃ
  ওয়েন পার্নেল ২৫.০ ১০৪ ৩/২৮ ১৪.৮৫ ৪১৬ ২১.৪০
  ইমরান তাহির ১৯.১ ৭০ ৩/৪৪ ১৪.০০ ৩.৬৫ ২৩.০০
  এ্যারন ফাঙ্গিসো ২৩.৫ ৯০ ৩/৪৩ ১৮.০০ ৩.৭৭ ২৮.৬০
  রায়ান ম্যাকলারিন ২২.০ ৯৬ ৩/২১ ১৯.২০ ৪.৩৬ ২৬.৪০
  জন নিয়ুম্বু ২৩.২ ১২৯ ২/৪৪ ৩২.২৫ ৫.৫২ ৩৫.০০

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa in Zimbabwe Test Match, 2014"। ESPNcricinfo। ৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪ 
  2. "South Africa in Zimbabwe ODI Series, 2014"। ESPNcricinfo। ৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪ 
  3. "South Africa retain winning Test squad for Zimbabwe"espncricinfo। ২৯ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪ 
  4. "Zimbabwe v South Africa / Zimbabwe Test Squad, Only Test: Zimbabwe v South Africa at Harare, Aug 9-13, 2014"espncricinfo। ৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪ 
  5. "SA call up Rossouw, Shezi for Zimbabwe ODIs"espncricinfo। ৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৪ 
  6. "Zimbabwe v South Africa / Match Officials - Only Test: Zimbabwe v South Africa at Harare, Aug 9-12, 2014"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "Taylor pleased with fighting effort"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪ 
  8. "South Africa win the match, Zimbabwe win hearts"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪ 
  9. "Zimbabwe v South Africa, only Test, Harare, 1st day, Sluggish Zimbabwe mount resistance"espncricinfo। ৯ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪ 
  10. "Amla applauds SA for 'smart cricket'"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪ 
  11. "Piedt ensures South Africa triumph"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪ 
  12. "Records / South Africa in Zimbabwe Test Match, 2014 / Most runs"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪ 
  13. "Records / South Africa in Zimbabwe Test Match, 2014 / Most wickets"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪ 
  14. "Records / South Africa in Zimbabwe ODI Series, 2014 / Most runs"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪ 
  15. "Records / South Africa in Zimbabwe ODI Series, 2014 / Most wickets"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা