২০১৪-১৫ সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ক্রিকেট দল
নিউজিল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ১১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফর করে। সেখানে তারা পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে তিনটি টেস্ট, দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ও পাঁচটি একদিনের আন্তর্জাতিকে অংশ নেয়।[১][২][৩] পাকিস্তানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সংযুক্ত আরব আমিরাতে এ ক্রিকেট সিরিজের আয়োজন করা হয়েছে।
২০১৪-১৫ সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ক্রিকেট দল | |||
---|---|---|---|
পাকিস্তান | নিউজিল্যান্ড | ||
তারিখ | ১১ নভেম্বর – ১৯ ডিসেম্বর ২০১৪ | ||
অধিনায়ক |
মিসবাহ-উল-হক (টেস্ট এবং ওডিআই) শহীদ আফ্রিদি (টি২০আই) |
ব্রেন্ডন ম্যাককুলাম (টেস্ট) কেন উইলিয়ামসন (টি২০আই এবং ওডিআই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | মোহাম্মদ হাফিজ (৪১৮) | ব্রেন্ডন ম্যাককুলাম (৩৪৭) | |
সর্বাধিক উইকেট | ইয়াসির শাহ (১৫) | মার্ক ক্রেগ (১৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩–২ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | হারিস সোহেল (২৩৫) | কেন উইলিয়ামসন (৩৪৬) | |
সর্বাধিক উইকেট | মোহাম্মদ ইরফান (৯) | ম্যাট হেনরি (১৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | সরফরাজ আহমেদ (৭৭) | লুক রঙ্কি (৬৪) | |
সর্বাধিক উইকেট | কাইল মিলস ও জেমস নিশাম (৩) | সোহেল তানভির ও শহীদ আফ্রিদি (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | লুক রঙ্কি (নিউজিল্যান্ড) |
দলের সদস্য
সম্পাদনাটেস্ট | টুয়েন্টি২০ আন্তর্জাতিক | একদিনের আন্তর্জাতিক | |||
---|---|---|---|---|---|
পাকিস্তান | নিউজিল্যান্ড | পাকিস্তান | নিউজিল্যান্ড | পাকিস্তান | নিউজিল্যান্ড |
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনা৩-দিনের প্রস্তুতিমূলক খেলা: পাকিস্তান এ বনাম নিউজিল্যান্ড একাদশ
সম্পাদনা৩-৫ নভেম্বর, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- পাকিস্তান এ-দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- প্রতি দলে খেলোয়াড় সংখ্যা ১৫ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা৯-১৩ নভেম্বর, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাকিস্তানের ১ম ইনিংসে শীর্ষ সারির পাঁচজন ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব রান সংগ্রহ করেন যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম।
- ইউনুস খান পাঁচ ইনিংসে চতুর্থ শতরান ও মিসবাহ-উল-হক ধারাবাহিকভাবে তিন শতক করেন।
২য় টেস্ট
সম্পাদনা৩য় টেস্ট
সম্পাদনা২৬ নভেম্বর-১ ডিসেম্বর, ২০১৪
স্কোরকার্ড |
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের পক্ষে সর্বাধিক টেস্ট খেলায় অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করেন।
- দ্বিতীয় দিন অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যুতে স্থগিত করা হয়। ফলে ২৮ নভেম্বর খেলার দ্বিতীয় দিন ঘোষণা করা হয়।[৪]
- মার্ক ক্রেগ তার টেস্ট সেরা বোলিং ৭/৯৪ করেন।[৫]
- এটি নিউজিল্যান্ডের সর্বাধিক টেস্ট রানের ইনিংস। ২২ ছক্কা ও সর্বমোট ৮৬ বাউন্ডারি বিশ্বরেকর্ডের সৃষ্টি করে।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি’র টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
২য় টি২০আই
সম্পাদনাব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৪র্থ ওডিআই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫ম ওডিআই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Pakistan v New Zealand Test Series, 2014/15"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Pakistan v New Zealand T20I Series, 2014/15"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Pakistan v New Zealand ODI Series, 2014/15"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Play abandoned, match extended by a day"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪।
- ↑ "Craig seven restricts Pakistan to 351"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪।