২০১৪-১৫ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভারত সফর
আন্তর্জাতিক ক্রিকেট সফর
শ্রীলঙ্কা ক্রিকেট দল আকস্মিক সিদ্ধান্তে ৩০ অক্টোবর থেকে ১৬ নভেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত ভারত সফর করে। ভারত ক্রিকেট দলের বিপক্ষে তারা ৫টি একদিনের আন্তর্জাতিকের মোকাবেলা করে। অর্থসংক্রান্ত বিষয়ে মতানৈক্য ঘটায় ওয়েস্ট ইন্ডিজ দলের আকস্মিকভাবে সফর বাতিল করায় শ্রীলঙ্কা দলকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানানো হয়।[১] ভারত ৫-০ ব্যবধানে সিরিজ জয় করে। শুরুতে এ সফরে একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলা আয়োজনের কথা ছিল।
২০১৪-১৫ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভারত সফর | |||
---|---|---|---|
ভারত | শ্রীলঙ্কা | ||
তারিখ | ৩০ অক্টোবর, ২০১৪ – ১৬ নভেম্বর, ২০১৪ | ||
অধিনায়ক | বিরাট কোহলি | অ্যাঞ্জেলো ম্যাথিউস | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে ভারত ৫–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | বিরাট কোহলি (৩২৯) | অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৩৯) | |
সর্বাধিক উইকেট | অক্ষর প্যাটেল (১১) | অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | বিরাট কোহলি (ভারত) |
চতুর্থ ওডিআইয়ে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা ২৬৪ রান সংগ্রহ করে একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েন।[২]
দলীয় সদস্য
সম্পাদনাপ্রস্তুতিমূলক খেলা
সম্পাদনালিস্ট এ: ভারত এ বনাম শ্রীলঙ্কা একাদশ
সম্পাদনাভারত এ
৩৮২/৬ (৫০ ওভার) |
ব
|
শ্রীলঙ্কান্স
২৯৪/৯ (৫০ ওভার) |
- শ্রীলঙ্কা একাদশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভারত এ ১২ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং); শ্রীলঙ্কা ১৫ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কার পক্ষে লাহিরু গামাগের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
- সুরেশ রায়না তার ২০০তম একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৪র্থ ওডিআই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভারতের পক্ষে কর্ণ শর্মা’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
- একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুইটি দ্বি-শতক রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। লিস্ট এ ক্রিকেটে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি।
৫ম ওডিআই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভারতের পক্ষে কেদার যাদব ও শ্রীলঙ্কার পক্ষে নিরোশন ডিকওয়েলা’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
পরিসংখ্যান
সম্পাদনাব্যাটিং
সম্পাদনা- সর্বাধিক রান[৮]
জাতীয়তা | খেলোয়াড় | ইনিংস | রান | ব.মো. | গড় | এস.আর. | সর্বোচ্চ | ১০০ | ৫০ | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
শিখর ধাওয়ান | ৩ | ২৮৩ | ২৬৬ | ৯৪.৩৩ | ১০৬.৩৯ | ১১৩ | ১ | ২ | ২৯ | ৫ | |
রোহিত শর্মা | ২ | ২৭৩ | ১৭৩ | ২৬৪.০০ | ১৫২.৬০ | ২৬৪ | ১ | ০ | ৩৩ | ৯ | |
আম্বতি রায়ডু | ৪ | ২৬০ | ২০৩ | ৬৩.৬৬ | ৯৪.০৮ | ১২১* | ১ | ০ | ১৬ | ৪ | |
বিরাট কোহলি | ৫ | ৩২৯ | ১৯০ | ৮২.২৫ | ১০০.০০ | ১৩৯* | ১ | ২ | ২৬ | ৬ | |
আজিঙ্কা রাহানে | ৪ | ১৭৮ | ১৯৮ | ৪৪.৫০ | ৮৯.৮৯ | ১১১ | ১ | ০ | ২৫ | ২ |
সর্বশেষ হালনাগাদ: ১৩ নভেম্বর, ২০১৪
বোলিং
সম্পাদনা- সর্বাধিক উইকেট[৯]
জাতীয়তা | খেলোয়াড় | ইনিংস | উইঃ | গড় | রান | এস.আর. | ইকো. | বিবিআই | ৪-উইঃ | ৫-উইঃ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
অক্ষর প্যাটেল | ৪ | ১০ | ১৬.৯০ | ১৬৯ | ২০.০০ | ৫.০৭ | ৪/৫৩ | ১ | ০ | |
উমেশ যাদব | ২ | ৪ | ১৫.৭৫ | ৬৩ | ২৪.০০ | ৩.৯৩ | ২/২৪ | ০ | ০ | |
ইশান্ত শর্মা | ২ | ৪ | ২৩.০০ | ৯২ | ২৭.০০ | ৪.৭৭ | ৪/৩৪ | ১ | ০ | |
সিক্কুজি প্রসন্ন | ২ | ৩ | ৩৩.৩৩ | ১০০ | ২৭.০০ | ৭.৪০ | ৩/৫৩ | ০ | ০ | |
রবিচন্দ্রন অশ্বিন | ২ | ৩ | ৩৩.৬৬ | ১০১ | ৩৮.০০ | ৫.৩১ | ২/৪৯ | ০ | ০ |
সর্বশেষ হালনাগাদ: ৬ নভেম্বর, ২০১৪
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sri Lanka to replace WI, to play five ODIs"। ESPNcricinfo (ESPN Sports Media)। ১৭ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৪।
- ↑ "Rohit Sharma: India batsman hits highest ever ODI score"। BBC Sport। ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৪।
- ↑ "India's 1–3 ODI Squad"। ESPNcricinfo (ESPN Sports Media)। ৩০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৪।
- ↑ "India's 4–5 ODI Squad"। ESPNcricinfo (ESPN Sports Media)। ১০ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৪।
- ↑ "Sri Lanka's 1–3 ODI Squad"। ESPNcricinfo (ESPN Sports Media)। ৩০ অক্টোবর ২০১৪। ৩০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৪।
- ↑ "Sri Lanka's 4–5 ODI Squad"। ESPNcricinfo (ESPN Sports Media)। ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৪।
- ↑ ক খ গ ঘ "Sri Lanka shuffle squad for final two ODIs"। ESPNcricinfo (ESPN Sports Media)। ৮ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৪।
- ↑ "Most runs"। ESPNcricinfo। ২৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৪।
- ↑ "Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৪।