২০১৪-১৫ শ্রীলঙ্কায় নেপাল বনাম হংকং ক্রিকেট দল

হংকংনেপাল ২০১৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে শ্রীলঙ্কা সফর করে।[১][২] সিরিজটি শ্রীলঙ্কা ক্রিকেট আয়োজন করে, যা এসিসির টেস্টখেলুড়েবিহীন সদস্য দেশগুলিকে লাভবান করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর কর্মসূচির অংশ ছিল।

২০১৪-১৫ শ্রীলঙ্কায় নেপাল বনাম হংকং ক্রিকেট দল
 
  হংকং নেপাল
তারিখ ৯ নভেম্বর – ৩ ডিসেম্বর ২০১৪
অধিনায়ক জেমস অ্যাটকিনসন পারস খডকা
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে হংকং ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ২১ (আইজাজ খান, আনাস খান) ৪০ (সোমপাল কামি)
সর্বাধিক উইকেট ২ (আইজাজ খান, ইরফান আহমেদ, নাদিম আহমেদ, তানভীর আফজাল) ২ (শক্তি গৌচাঁন, সাগর পান)

সিরিজটিতে দল দুটির মধ্যে তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক এবং একটি লিস্ট এ ক্রিকেট ম্যাচ এবং শ্রীলঙ্কা ক্রিকেট সম্মিলিত একাদশের সাথে দল দুটির দুটি করে মোট চারটি তিন-দিনের ম্যাচ,[৩] ডাম্বুলাওয়েলাগেদারাতে অনুষ্ঠিত হবার কথা ছিল।[৪] কিন্তু ডাম্বুলায় নিয়মিত বৃষ্টি কারণে, টি২০আই সিরিজ সংক্ষিপ্ত করা হয় এবং এক ম্যাচের সিরিজে পুনঃনির্ধারিত করা হয়, এবং লিস্ট এ ম্যাচ একটি দিন আগে সরিয়ে নেয়া হয়, দুটি ম্যাচই কলম্বোতে খেলার জন্য নির্ধারণ করা হয়। টি২০আই সিরিজে হংকং জয়লাভ করে।

দলের সদস্য সম্পাদনা

  হংকং     নেপাল

প্রস্তুতিমূলক খেলা সম্পাদনা

তিন-দিনের ম্যাচ সম্পাদনা

৯–১১ নভেম্বর ২০১৪
স্কোরকার্ড
কুরুনেগালা সম্মিলিত একাদশ  
৩৪৭ (৯৭.৩ ওভার)
মিনোদ ভানুকা ১১৩ (১৩৩)
সোমপাল কামি ৫/৬৪ (১৬.৩ ওভার)
১৮৭ (৫৬.১ ওভার)
পারস খডকা ৫৯ (১১০)
মোহাম্মদ সিরাজ ৩/২৮ (১১.১ ওভার)
১৩৮/৮ডি. (৪৪.২ ওভার)
গায়ান মানেশান ৬৩ (৭৩)
সোমপাল কামি ৩/২১ (৭.২ ওভার)
২১১ (৭০.২ ওভার)
রাজেশ পুলামি ৯৫ (১৭৩)
চামিকারা এদিরিসিংহ ৬/৮৪ (২৮.২ ওভার)
কুরুনেগালা সম্মিলিত একাদশ ৮৭ রানে বিজয়ী
ওয়েলাগেদারা স্টেডিয়াম, কুরুনেগালা
আম্পায়ার: দিপাল গুনাওয়ারদেনে (শ্রীলঙ্কা) এবং তাবারক দার (হংকং)
  • নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

১৪–১৬ নভেম্বর ২০১৪
স্কোরকার্ড
১৬২ (৪৮.২ ওভার)
লাহিরু জয়ারাত্নে ৬৪ (৯৫)
সোমপাল কামি ৬/৪৮ (১৪.২ ওভার)
১৯৩ (৫৯.১ ওভার)
সুবাশ খাকুরেল ৫৫ (১০১)
প্রবাত জয়সুরিয়া ৮/৬৮ (২০.১ ওভার)
৯৪ (২৯.৫ ওভার)
নুয়ান লিয়ানাপাথিরানা ৩১* (৩৮)
করণ কেসি ৫/২১ (৭.৫ ওভার)
ম্যাচ ড্র
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, ডাম্বুলা
আম্পায়ার: চন্দ্রজিত দানাসিং (শ্রীলঙ্কা) এবং তাবারক দার (হংকং)
  • নেপাল টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • নেপালের দ্বিতীয় ইনিংস বৃষ্টির কারণে বিঘ্নিত হয়


টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

১৯ নভেম্বর ২০১৪
১১:০০ পূর্বাহ্ন
স্কোরকার্ড
কোন বল খেলা ছাড়াই ম্যাচ পরিত্যক্ত
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, ডাম্বুলা
  • ম্যাচটি আম্পায়ার কর্তৃক বন্ধ করার আগ পর্যন্ত, ভেজা মাঠের কারণে শুরু হতে বিলম্বিত হয়।[৫] ম্যাচটি ২১ নভেম্বরের জন্য পুনঃনির্ধারিত হয়।[৬]

২য় টি২০আই সম্পাদনা

২০ নভেম্বর ২০১৪
১১:০০ পূর্বাহ্ন
স্কোরকার্ড
কোন বল খেলা ছাড়াই ম্যাচ পরিত্যক্ত
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, ডাম্বুলা

২য় টি২০আই (পুণঃনির্ধারিত) সম্পাদনা

২১ নভেম্বর ২০১৪
১১:০০ পূর্বাহ্ন
স্কোরকার্ড
কোন বল খেলা ছাড়াই ম্যাচ পরিত্যক্ত
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, ডাম্বুলা
  • পুনঃনির্ধারিত

৩য় টি২০আই সম্পাদনা

লিস্ট এ সিরিজ সম্পাদনা

একমাত্র লিস্ট এ সম্পাদনা

২৩ নভেম্বর ২০১৪
কোন বল খেলা ছাড়াই ম্যাচ পরিত্যক্ত
কলম্বো

টি২০আই সিরিজ (পুণঃনির্ধারিত) সম্পাদনা

একমাত্র টি২০আই সম্পাদনা

২৪ নভেম্বর ২০১৪
১০:০০
স্কোরকার্ড
নেপাল    
৭২ (২০ ওভার)
  হংকং
৭৩/৮ (১৯.৫ ওভার)
সোমপাল কামি ৪০ (৩১)
আইজাজ খান ২/৪ (৪ ওভার)
আনাস খান ২১* (২৮)
শক্তি গৌচাঁন ২/১০ (৪ ওভার)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ACC SCHOLARSHIPS CONTINUE FOR UMPIRES AND ANALYSTS"। এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪ 
  2. "Nepal, Hong Kong to tour Sri Lanka in November"ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪ 
  3. "Nepal's three-day match with Kurunegala to have first class status"। ক্রিকেটলোক। ৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৫ 
  4. "Hong Kong and Nepal tour to Sri Lanka"। এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 
  5. "Hong Kong vs Nepal 1st T20I abandoned"Cricket Country। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৪ 
  6. "Nepal's first T20I series uncertain"My Republica। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪ 
  7. "Nepal, HK likely to play T20I in Colombo"My Republica। ৩১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা