২০১৪-১৫ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২-২৩ নভেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করে। সফরে দলটি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ও পাঁচটি একদিনের আন্তর্জাতিকে অংশ নেয়।[১][২]
২০১৪-১৫ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর | |||
---|---|---|---|
অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | ||
তারিখ | ২ নভেম্বর – ২৩ নভেম্বর, ২০১৪ | ||
অধিনায়ক |
অ্যারন ফিঞ্চ (টি২০) মাইকেল ক্লার্ক ও জর্জ বেইলি (ওডিআই) |
জেপি ডুমিনি (টি২০) এবি ডি ভিলিয়ার্স (ওডিআই) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৪–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | স্টিভ স্মিথ (২৫৪) | এবি ডি ভিলিয়ার্স (২৭১) | |
সর্বাধিক উইকেট | জোশ হজলউড (৯) | মরনে মরকেল (১০) | |
সিরিজ সেরা খেলোয়াড় | স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | অ্যারন ফিঞ্চ (৯১) | কুইন্টন ডি কক (৯৪) | |
সর্বাধিক উইকেট | জেমস ফকনার (৬) | কাইল এ্যাবট (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জেমস ফকনার (অস্ট্রেলিয়া) |
দলের সদস্য
সম্পাদনাএকদিনের আন্তর্জাতিক | টুয়েন্টি২০ | ||
---|---|---|---|
অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা |
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনাটুয়েন্টি২০: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ বনাম দক্ষিণ আফ্রিকান্স
সম্পাদনাটি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকার প্রথম জয়।
- অস্ট্রেলিয়ার পক্ষে বেন ডাঙ্ক, নাথান রিয়ারডন এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে রিলি রোজো, কাগিসো রাবাদা ও রিজা হেনড্রিক্সের টি২০আইয়ে অভিষেক ঘটে।
২য় টি২০আই
সম্পাদনা৩য় টি২০আই
সম্পাদনাওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে সবচেয়ে কম ওডিআই খেলে এবি ডি ভিলিয়ার্স ৭,০০০ রান সংগ্রহ করেন।[৩]
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মরনে মরকেল তার নিজস্ব সেরা ওডিআই পরিসংখ্যান গড়েন ৫/২১।[৪]
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ১৭ ওডিআই শতকে দ্রুততম সময়ে পৌঁছেন হাশিম আমলা।[৫]
৪র্থ ওডিআই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এমসিজিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া একদিনের আন্তর্জাতিকে জয়লাভ করে।
৫ম ওডিআই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার ইনিংস ৪৮ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা ২৭৫ ধার্য্য করা হয়।
পরিসংখ্যান
সম্পাদনাওডিআই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[৬] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | ৪ | ৪ | ২৭১ | ৬৭.৭৫ | ৯১ | ০ | ৩ |
স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ৪ | ৪ | ২৫৪ | ৮৪.৬৬ | ১০৪ | ১ | ২ |
অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | ৫ | ৫ | ২৫০ | ৫০.০০ | ১০৯ | ১ | ১ |
কুইন্টন ডি কক | দক্ষিণ আফ্রিকা | ৫ | ৫ | ১৭৭ | ৩৫.৪০ | ১০৭ | ১ | ০ |
শেন ওয়াটসন | অস্ট্রেলিয়া | ৫ | ৫ | ১৬৫ | ৩৩.০০ | ৮২ | ০ | ১ |
বোলিং[৭] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
মরনে মরকেল | দক্ষিণ আফ্রিকা | ৪ | ৩৮ | ১০ | ২৩.০০ | ৫/২১ | ১ | ০ |
জোশ হজলউড | অস্ট্রেলিয়া | ৪ | ৩৮.১ | ৯ | ২০.৪৪ | ৫/৩১ | ১ | ০ |
ডেল স্টেইন | দক্ষিণ আফ্রিকা | ৪ | ৩৬.৪ | ৭ | ২৮.১৪ | ৩/৩৫ | ০ | ০ |
ভার্নন ফিল্যান্ডার | দক্ষিণ আফ্রিকা | ৩ | ২৯ | ৬ | ২১.৮৩ | ৪/৪৫ | ০ | ০ |
রবিন পিটারসন | দক্ষিণ আফ্রিকা | ২ | ১৪.১ | ৫ | ১৫.২০ | ৪/৩২ | ০ | ০ |
টি২০আই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[৮] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
কুইন্টন ডি কক | দক্ষিণ আফ্রিকা | ৩ | ৩ | ৯৪ | ৩১.৩৩ | ৪৮ | ০ | ০ |
রাইলি রুশো | দক্ষিণ আফ্রিকা | ৩ | ৩ | ৯৪ | ৩১.৩৩ | ৭৮ | ০ | ১ |
অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | ৩ | ৩ | ৯১ | ৪৫.৫০ | ৪৪* | ০ | ০ |
শেন ওয়াটসন | অস্ট্রেলিয়া | ৩ | ৩ | ৮২ | ২৭.৩৩ | ৪৭ | ০ | ০ |
রিজা হেনড্রিক্স | দক্ষিণ আফ্রিকা | ৩ | ৩ | ৬৭ | ২২.৩৩ | ৪৯ | ০ | ০ |
বোলিং[৯] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
জেমস ফকনার | অস্ট্রেলিয়া | ৩ | ১১ | ৬ | ১১.৬৬ | ৩/২৫ | ০ | ০ |
কাইল এ্যাবট | দক্ষিণ আফ্রিকা | ৩ | ৯.৫ | ৪ | ১৪.৫০ | ৩/২১ | ০ | ০ |
ক্যামেরন বয়েস | অস্ট্রেলিয়া | ৩ | ১১ | ৪ | ১৮.০০ | ২/১৫ | ০ | ০ |
ডেভিড উইসে | দক্ষিণ আফ্রিকা | ১ | ৪ | ৩ | ৭.০০ | ৩/২১ | ০ | ০ |
রবিন পিটারসন | দক্ষিণ আফ্রিকা | ১ | ৪ | ৫ | ৯.৩৩ | ৩/২৮ | ০ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "South Africa in Australia T20I Series, 2014/15"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "South Africa in Australia ODI Series, 2014/15"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Michael Clarke suffers new hamstring injury in Australia win"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৪।
- ↑ "South Africa's Morne Morkel takes 5-21 in ODI win over Australia"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৪।
- ↑ "Hashim Amla becomes fastest batsman to hit 17 ODI centuries"। Sportskeeda। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪।
- ↑ "Records / South Africa in Australia ODI Series, 2014/15 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৫।
- ↑ "Records / South Africa in Australia ODI Series, 2014/15 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৫।
- ↑ "Records / South Africa in Australia T20I Series, 2014/15 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৫।
- ↑ "Records / South Africa in Australia T20I Series, 2014/15 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৫।