২০১৪-১৫ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২-২৩ নভেম্বর, ২০১৪ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করে। সফরে দলটি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ও পাঁচটি একদিনের আন্তর্জাতিকে অংশ নেয়।[][]

২০১৪-১৫ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা
তারিখ ২ নভেম্বর – ২৩ নভেম্বর, ২০১৪
অধিনায়ক অ্যারন ফিঞ্চ (টি২০)
মাইকেল ক্লার্কজর্জ বেইলি (ওডিআই)
জেপি ডুমিনি (টি২০)
এবি ডি ভিলিয়ার্স (ওডিআই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৪–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান স্টিভ স্মিথ (২৫৪) এবি ডি ভিলিয়ার্স (২৭১)
সর্বাধিক উইকেট জোশ হজলউড (৯) মরনে মরকেল (১০)
সিরিজ সেরা খেলোয়াড় স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান অ্যারন ফিঞ্চ (৯১) কুইন্টন ডি কক (৯৪)
সর্বাধিক উইকেট জেমস ফকনার (৬) কাইল এ্যাবট (৩)
সিরিজ সেরা খেলোয়াড় জেমস ফকনার (অস্ট্রেলিয়া)

দলের সদস্য

সম্পাদনা
একদিনের আন্তর্জাতিক টুয়েন্টি২০
  অস্ট্রেলিয়া   দক্ষিণ আফ্রিকা   অস্ট্রেলিয়া   দক্ষিণ আফ্রিকা

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা

টুয়েন্টি২০: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ বনাম দক্ষিণ আফ্রিকান্স

সম্পাদনা
২ নভেম্বর, ২০১৪
স্কোরকার্ড
  দক্ষিণ আফ্রিকান্স
১৬৭ (১৮.৫ ওভার)
রিলি রোজো ৪৭ (২৯)
বেন অ্যাশকেনাজি ৩/২১ (২.৫ ওভার)
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২২ রানে বিজয়ী
নর্থ সিডনি ওভাল, সিডনি
আম্পায়ার: গ্রেগ ডেভিডসন (অস্ট্রেলিয়া) ও টনি ওয়াইল্ডস (অস্ট্রেলিয়া)
  • সাউথ আফ্রিকান্স টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
৫ নভেম্বর ২০১৪
১৯:০৫
স্কোরকার্ড
টি২০আই ৪০৭
অস্ট্রেলিয়া  
১৪৪/৬ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৪৫/৩ (১৯ ওভার)
শেন ওয়াটসন ৪৭ (৩৬)
কাইল অ্যাবট ৩/২১ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে বিজয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
দর্শক উপস্থিতি: ২৬,৩৭০
আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও জন ওয়ার্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রিলি রোজো (দক্ষিণ আফ্রিকা)

২য় টি২০আই

সম্পাদনা
৭ নভেম্বর ২০১৪
স্কোরকার্ড
টি২০আই ৪০৮
দক্ষিণ আফ্রিকা  
১০১/৭ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১০২/৩ (১২.৪ ওভার)
জেপি ডুমিনি ৪৯ (৫১)
জেমস ফকনার ৩/২৫ (৪ ওভার)
আরন ফিঞ্চ ৪৪* (৩০)
ওয়েন পারনেল ২/১৭ (৩.৪ ওভার)
অস্ট্রেলিয়া ৭ উইকেটে বিজয়ী
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও মিক মার্টেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যামেরন বয়েস (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

সম্পাদনা
৯ নভেম্বর, ২০১৪
স্কোরকার্ড
টি২০আই ৪০৯
দক্ষিণ আফ্রিকা  
১৪৫/৬ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৪৬/৮ (১৯.৫ ওভার)
অস্ট্রেলিয়া ২ উইকেটে বিজয়ী
স্টেডিয়াম অস্ট্রেলিয়াস্টেডিয়াম অস্ট্রেলিয়া, সিডনি
দর্শক উপস্থিতি: ২৪,১৮৭
আম্পায়ার: মিক মার্টেল (অস্ট্রেলিয়া) ও জন ওয়ার্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যামেরন হোয়াইট (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
১৪ নভেম্বর, ২০১৪
১১:২০ এএম (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
৩০০/৮ (৫০ওভার)
  দক্ষিণ আফ্রিকা
২৬৮ (৪৮.১ ওভার)
অস্ট্রেলিয়া ৩২ রানেবিজয়ী
ওয়াকা গ্রাউন্ড, পার্থ
দর্শক: ৯,৩২২
আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাথান কোল্টার-নিল (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে সবচেয়ে কম ওডিআই খেলে এবি ডি ভিলিয়ার্স ৭,০০০ রান সংগ্রহ করেন।[]

২য় ওডিআই

সম্পাদনা
১৬ নভেম্বর, ২০১৪
১১:২০ এএম (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
১৫৪ (৪১.৪ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৫৭/৭ (২৭.৪ ওভার)
মিচেল মার্শ ৬৭ (৮৮)
মরনে মরকেল ৫/২১ (৮ ওভার)
এবি ডি ভিলিয়ার্স ৪৮ (৪১)
জোশ হজলউড ৫/৩১ (৯.৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে বিজয়ী
ওয়াকা গ্রাউন্ড, পার্থ
দর্শক: ১০,৯৫৬
আম্পায়ার: বিলি বাউডেন (নিউজিল্যান্ড) ও জন ওয়ার্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মরনে মরকেল তার নিজস্ব সেরা ওডিআই পরিসংখ্যান গড়েন ৫/২১।[]

৩য় ওডিআই

সম্পাদনা
১৯ নভেম্বর, ২০১৪
২:২০ পিএম (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
৩২৯/৫ (৫০ওভার)
  দক্ষিণ আফ্রিকা
২৫৬/৯ (৪৪.৩ ওভার)
অ্যারন ফিঞ্চ ১০৯ (১২৭)
মরনে মরকেল ২/৮৪ (১০ওভার)
হাশিম আমলা ১০২ (১১৫)
মিচেল স্টার্ক ৪/৩২ (৮ ওভার)
অস্ট্রেলিয়া ৭৩ রানে বিজয়ী
মানুকা ওভাল, ক্যানবেরা
দর্শক: ১০,৫৮৩
আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ১৭ ওডিআই শতকে দ্রুততম সময়ে পৌঁছেন হাশিম আমলা[]

৪র্থ ওডিআই

সম্পাদনা
২১ নভেম্বর, ২০১৪
২:২০ পিএম (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
২৬৭/৮ (৫০ওভার)
  অস্ট্রেলিয়া
২৬৮/৭ (৪৯ ওভার)
স্টিভ স্মিথ ১০৪ (১১২)
ডেল স্টেইন ২/৪৭ (৯ ওভার)
অস্ট্রেলিয়া ৩ উইকেটে বিজয়ী
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
দর্শক: ১৪, ১৭৭
আম্পায়ার: বিলি বাউডেন (নিউজিল্যান্ড) ও জন ওয়ার্ড (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এমসিজিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া একদিনের আন্তর্জাতিকে জয়লাভ করে।

৫ম ওডিআই

সম্পাদনা
২৩ নভেম্বর, ২০১৪
২:২০ পিএম (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
২৮০/৬ (৫০ওভার)
  অস্ট্রেলিয়া
২৭৫/৮ (৪৭.১ ওভার)
কুইন্টন ডি কক ১০৭ (১২৩)
প্যাট কামিন্স ৩/৫৪ (৯ ওভার)
শেন ওয়াটসন ৮২ (৯৩)
রবিন পিটারসন ৪/৩২ (৬.১ ওভার)
অস্ট্রেলিয়া ২ উইকেটে বিজয়ী
সিডনি ক্রিকেট গ্রাউন্ড
দর্শক: ১৫,৮৩০
আম্পায়ার: নাইজেল লং (ইংল্যান্ড) ও মিক মার্টেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার ইনিংস ৪৮ ওভারে জয়ের লক্ষ্যমাত্রা ২৭৫ ধার্য্য করা হয়।

পরিসংখ্যান

সম্পাদনা
ওডিআই
ব্যাটিং[]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
এবি ডি ভিলিয়ার্স   দক্ষিণ আফ্রিকা ২৭১ ৬৭.৭৫ ৯১
স্টিভ স্মিথ   অস্ট্রেলিয়া ২৫৪ ৮৪.৬৬ ১০৪
অ্যারন ফিঞ্চ   অস্ট্রেলিয়া ২৫০ ৫০.০০ ১০৯
কুইন্টন ডি কক   দক্ষিণ আফ্রিকা ১৭৭ ৩৫.৪০ ১০৭
শেন ওয়াটসন   অস্ট্রেলিয়া ১৬৫ ৩৩.০০ ৮২
বোলিং[]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
মরনে মরকেল   দক্ষিণ আফ্রিকা ৩৮ ১০ ২৩.০০ ৫/২১
জোশ হজলউড   অস্ট্রেলিয়া ৩৮.১ ২০.৪৪ ৫/৩১
ডেল স্টেইন   দক্ষিণ আফ্রিকা ৩৬.৪ ২৮.১৪ ৩/৩৫
ভার্নন ফিল্যান্ডার   দক্ষিণ আফ্রিকা ২৯ ২১.৮৩ ৪/৪৫
রবিন পিটারসন   দক্ষিণ আফ্রিকা ১৪.১ ১৫.২০ ৪/৩২
টি২০আই
ব্যাটিং[]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
কুইন্টন ডি কক   দক্ষিণ আফ্রিকা ৯৪ ৩১.৩৩ ৪৮
রাইলি রুশো   দক্ষিণ আফ্রিকা ৯৪ ৩১.৩৩ ৭৮
অ্যারন ফিঞ্চ   অস্ট্রেলিয়া ৯১ ৪৫.৫০ ৪৪*
শেন ওয়াটসন   অস্ট্রেলিয়া ৮২ ২৭.৩৩ ৪৭
রিজা হেনড্রিক্স   দক্ষিণ আফ্রিকা ৬৭ ২২.৩৩ ৪৯
বোলিং[]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
জেমস ফকনার   অস্ট্রেলিয়া ১১ ১১.৬৬ ৩/২৫
কাইল এ্যাবট   দক্ষিণ আফ্রিকা ৯.৫ ১৪.৫০ ৩/২১
ক্যামেরন বয়েস   অস্ট্রেলিয়া ১১ ১৮.০০ ২/১৫
ডেভিড উইসে   দক্ষিণ আফ্রিকা ৭.০০ ৩/২১
রবিন পিটারসন   দক্ষিণ আফ্রিকা ৯.৩৩ ৩/২৮

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "South Africa in Australia T20I Series, 2014/15"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪ 
  2. "South Africa in Australia ODI Series, 2014/15"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪ 
  3. "Michael Clarke suffers new hamstring injury in Australia win"BBC Sport। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৪ 
  4. "South Africa's Morne Morkel takes 5-21 in ODI win over Australia"BBC Sport। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৪ 
  5. "Hashim Amla becomes fastest batsman to hit 17 ODI centuries"Sportskeeda। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪ 
  6. "Records / South Africa in Australia ODI Series, 2014/15 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৫ 
  7. "Records / South Africa in Australia ODI Series, 2014/15 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৫ 
  8. "Records / South Africa in Australia T20I Series, 2014/15 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৫ 
  9. "Records / South Africa in Australia T20I Series, 2014/15 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা