২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০১৩ সিজন, সংক্ষেপে আইপিএল ৬ বা পেপসি আইপিএল ২০১৩ নামে পরিচিত। এটি ছিল আইপিএলের ষষ্ঠ আসর। ২০০৭ সালে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আসরটি পরিচালনা করে। টুর্নামেন্টে অংশ নিয়েছিল নয়টি দল। ৩ এপ্রিল শুরু হয় আসর, চলে ২৬ মে ২০১৩ সাল পর্যন্ত। [১] উদ্বোধনী অনুষ্ঠান হয় ২ এপ্রিল ২০১৩ তারিখে কলকাতার সল্টলেক স্টেডিয়ামেপেপসিকোর টাইটেল স্পন্সর হিসেবে এটিই ছিল আইপিলের প্রথম আসর। কলকাতা নাইট রাইডার্স ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, দলটি 2012 মৌসুম জিতেছিল। এই আসর চলাকালে দিল্লি পুলিশ একটি স্পট ফিক্সিং এর কেস প্রকাশ করেছিল। সেই তথ্যের ভিত্তিতে রাজস্থান রয়্যালস এবং অন্য দলের তিনজন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্ট জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স । আইপিএল এর এই আসরের ট্যাগলাইন ছিল স্যার দেখতে কা নয়ি! (শুধু দেখবেন না!)[২][৩]

২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
তারিখ৩ এপ্রিল ২০১৩ (2013-04-03) – ২৬ মে ২০১৩ (2013-05-26)
তত্ত্বাবধায়কভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনডাবল রাউন্ড রবিন and প্লেঅফ
আয়োজকভারত
বিজয়ীমুম্বাই ইন্ডিয়ানস (১ম শিরোপা)
রানার-আপচেন্নাই সুপার কিংস
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা৭৬
সবচেয়ে মূল্যবান খেলোয়াড়শেন ওয়াটসন (রাজস্থান রয়্যালস)
সর্বাধিক রান সংগ্রহকারীমাইকেল হাসি (চেন্নাই সুপার কিংস) (৭৩৩)
সর্বাধিক উইকেটধারীডোয়েন ব্র্যাভো (চেন্নাই সুপার কিংস) (৩২)
আনুষ্ঠানিক ওয়েবসাইটwww.iplt20.com

তথ্যসূত্র সম্পাদনা

  1. "IPL GC ask Sahara to get consent of all franchises"Times of India। ২২ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২ 
  2. "Rampant Mumbai seal title in style"। Wisden India। ২৬ মে ২০১৩। ১৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৩ 
  3. "Indian Premier League 2013"। cricketwa। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা