২০১৩-১৪ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা ক্রিকেট দল
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল ১১ ডিসেম্বর, ২০১৩ থেকে ২০ জানুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফর করে। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অনুষ্ঠিত সিরিজে দলটি ৩টি টেস্ট, ৫টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও ২টি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়।[১][২] এছাড়াও পাকিস্তান দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিকের মোকাবেলা করেছে।
২০১৩-১৪ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা ক্রিকেট দল | |||||
পাকিস্তান | শ্রীলঙ্কা | ||||
তারিখ | ১১ ডিসেম্বর, ২০১৩ – ২০ জানুয়ারি, ২০১৪ | ||||
অধিনায়ক | মিসবাহ-উল-হক (টেস্ট এবং ওডিআই) মোহাম্মদ হাফিজ (টি২০আই) |
অ্যাঞ্জেলো ম্যাথিউস (টেস্ট এবং ওডিআই) দিনেশ চান্ডিমাল (টি২০আই) | |||
টেস্ট সিরিজ | |||||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয় | ||||
সর্বাধিক রান | মিসবাহ-উল-হক (৩৬৪) | অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪১২) | |||
সর্বাধিক উইকেট | জুনায়েদ খান (১৪) | রঙ্গনা হেরাথ (১৪) | |||
সিরিজ সেরা | অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা) | ||||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–২ ব্যবধানে জয়ী হয় | ||||
সর্বাধিক রান | মোহাম্মদ হাফিজ (৪৪৮) | দিনেশ চান্ডিমাল (১৯৫) | |||
সর্বাধিক উইকেট | জুনায়েদ খান (১৩) | সুরঙ্গা লকমল (৬) লাসিথ মালিঙ্গা (৬) | |||
সিরিজ সেরা | মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) | ||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয় | ||||
সর্বাধিক রান | শারজিল খান (৮৪) | কুশল পেরেরা (৯৯) | |||
সর্বাধিক উইকেট | সাঈদ আজমল (৪) | সচিত্র সেনানায়েকে (৪) লাসিথ মালিঙ্গা (৪) | |||
সিরিজ সেরা | শহীদ আফ্রিদি (পাকিস্তান) |
দলের সদস্যসম্পাদনা
টেস্ট | ওডিআই | টি২০আই | ||||
---|---|---|---|---|---|---|
পাকিস্তান[৩] | শ্রীলঙ্কা[৪] | পাকিস্তান[৫] | শ্রীলঙ্কা[৬] | পাকিস্তান[৭] | শ্রীলঙ্কা[৮] | আফগানিস্তান[৯] |
টি২০আই সিরিজসম্পাদনা
পাকিস্তান ব আফগানিস্তান: একমাত্র টি২০আইসম্পাদনা
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাকিস্তানের পক্ষে শারজিল খানের টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
পাকিস্তান ব শ্রীলঙ্কা: ১ম টি২০আইসম্পাদনা
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- পাকিস্তানের পক্ষে উসমান খানের টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
পাকিস্তান ব শ্রীলঙ্কা: ২য় টি২০আইসম্পাদনা
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কার পক্ষে সিক্কুজি প্রসন্নের টি২০আইয়ে অভিষেক ঘটে।
ওডিআই সিরিজসম্পাদনা
১ম ওডিআইসম্পাদনা
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাকিস্তানের পক্ষে শারজিল খানের ওডিআই অভিষেক ঘটে।
২য় ওডিআইসম্পাদনা
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআইসম্পাদনা
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৪র্থ ওডিআইসম্পাদনা
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫ম ওডিআইসম্পাদনা
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
পরিসংখ্যানসম্পাদনা
ব্যাটিংসম্পাদনা
- সর্বাধিক রান[১০]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|
মোহাম্মদ হাফিজ | ৫ | ৪৪৮ | ১৪৯.৩৩ | ১৪০* |
আহমেদ শেহজাদ | ৫ | ২৭৭ | ৫৫.৪০ | ১২৪ |
দিনেশ চান্ডিমাল | ৫ | ১৯৫ | ৪৮.৭৫ | ৬৪* |
তিলকরত্নে দিলশান | ৫ | ১৮২ | ৩৬.৪০ | ৫৯ |
অ্যাঞ্জেলো ম্যাথিউস | ৫ | ১৬৮ | ৩৩.৬০ | ৪৭ |
কুমার সাঙ্গাকারা | ৫ | ১৬৮ | ৩৩.৬০ | ৫৮ |
- সর্বাধিক উইকেট[১১]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | উইকেট | প্রদেয় রান | গড় | সেরা বোলিং |
---|---|---|---|---|---|
জুনায়েদ খান | ৫ | ১৩ | ২০৯ | ১৬.০৭ | ৩/৩১ |
সাঈদ আজমল | ৫ | ৯ | ২১১ | ২৩.৪৪ | ৪/৩৯ |
উমর গুল | ৩ | ৭ | ১০০ | ১৪.২৮ | ৩/১৯ |
সুরঙ্গা লকমল | ৩ | ৬ | ১২৬ | ২৭.৩৩ | ৩/৪২ |
লাসিথ মালিঙ্গা | ৫ | ৬ | ২৯২ | ৪৮.৬৬ | ৪/৫৭ |
অর্জনসমূহসম্পাদনা
টেস্ট সিরিজসম্পাদনা
১ম টেস্টসম্পাদনা
৩১ ডিসেম্বর-৪ জানুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাকিস্তানের পক্ষে আহমেদ শেহজাদ ও বিলাওয়াল ভাট্টি এবং শ্রীলঙ্কার পক্ষে সচিত্র সেনানায়েকে’র টেস্ট অভিষেক ঘটে।
২য় টেস্টসম্পাদনা
৩য় টেস্টসম্পাদনা
১৬-২০ জানুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কার পক্ষে দিলরুয়ান পেরেরা’র টেস্ট অভিষেক ঘটে।
পরিসংখ্যানসম্পাদনা
ব্যাটিংসম্পাদনা
- সর্বাধিক রান[১২]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|
অ্যাঞ্জেলো ম্যাথিউস | ৩ | ৪১২ | ১০৩.০০ | ১৫৭* |
মিসবাহ-উল-হক | ৩ | ৩৬৪ | ৯১.০০ | ১৩৫ |
কৌশল সিলভা | ৩ | ৩০৭ | ৫১.১৬ | ৯৫ |
ইউনুস খান | ৩ | ২৮৫ | ৫৭.০০ | ১৩৬ |
আহমেদ শেহজাদ | ৩ | ২৭৩ | ৪৫.৫০ | ১৪৭ |
বোলিংসম্পাদনা
- সর্বাধিক উইকেট[১৩]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | উইকেট | প্রদেয় রান | গড় | সেরা বোলিং |
---|---|---|---|---|---|
জুনায়েদ খান | ৩ | ১৪ | ৪০২ | ২৮.৭১ | ৫/৫৮ |
রঙ্গনা হেরাথ | ৩ | ১৪ | ৫১৩ | ৩৬.৬৪ | ৫/১২৫ |
শামিন্দা ইরঙ্গা | ৩ | ১২ | ৩৪৫ | ২৮.৭৫ | ৪/৬০ |
সুরঙ্গা লকমল | ৩ | ১২ | ৪০৫ | ৩৩.৭৫ | ৪/৭৮ |
সাঈদ আজমল | ৩ | ১০ | ৪২১ | ৪২.১০ | ৩/৫৩ |
অর্জনসমূহসম্পাদনা
- পাকিস্তান
- কৌশল সিলভাকে ১ম টেস্টের ১ম ইনিংসে আউট করে বিলাওয়াল ভাট্টি তার ১ম উইকেট লাভ করেন।
- ইউনুস খান ১ম টেস্টের ১ম ইনিংসে নিজস্ব ২৩তম সেঞ্চুরি করেন।
- মিসবাহ-উল-হক ১ম টেস্টের ১ম ইনিংসে নিজস্ব ৫ম সেঞ্চুরি করেন।
- জুনাইদ খান ১ম টেস্টের ২য় ইনিংসে দিনেশ চান্ডিমালকে আউট করে নিজস্ব ৫০তম টেস্ট উইকেট লাভ করেন।
- সরফরাজ আহমেদ ২য় টেস্টের ২য় ইনিংসে অভিষেক অর্ধ-শতক ও নিজস্ব টেস্ট সেরা ৭০ রান সংগ্রহ করেন।
- শ্রীলঙ্কা
- অ্যাঞ্জেলো ম্যাথিউস ১ম টেস্টের ২য় ইনিংসে নিজস্ব ২য় সেঞ্চুরি করেন।
- সুরঙ্গা লকমল ২য় টেস্টের ২য় ইনিংসে নিজস্ব টেস্ট সেরা ৪/৭৮ লাভ করেন।
- উইকেট-কিপার প্রসন্ন জয়াবর্ধনে ২য় টেস্টে ৯জনকে আউটে সহায়তা করে শ্রীলঙ্কার অমল সিলভা’র রেকর্ড স্পর্শ করেন।
- কৌশল সিলভা তার দ্বিতীয় অর্ধ-শতক করেন ২য় টেস্টের ২য় ইনিংসে।
- দিমুথ করুণারত্নে ২য় টেস্টের ২য় ইনিংসে তৃতীয় অর্ধ-শতক করেন।
- কৌশল সিলভা-দিমুথ করুণারত্নে ২য় টেস্টের ২য় ইনিংসে ১২৪ রানে জুটি গড়েন, যা জুন, ২০১১ সালের পর উদ্বোধনী জুটিতে প্রথম শতরানের জুটি।
- ২য় টেস্ট জয়ের ফলে ডিসেম্বর, ২০১১-এর পর প্রথম বিদেশে এবং অক্টোবর, ২০০৪ সালের পর বিদেশে প্রথম পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জয়লাভে সক্ষম হয়।[১৪]
সম্প্রচার স্বত্ত্বসম্পাদনা
টিভি সম্প্রচার | দেশ | মন্তব্য |
---|---|---|
জিও সুপার | পাকিস্তান | আনুষ্ঠানিক সম্প্রচারক |
পিটিভি স্পোর্টস | পাকিস্তান | |
সনি সিক্স | বাংলাদেশ | |
সনি সিক্স | ভারত | |
স্কাই স্পোর্ট | নিউজিল্যান্ড | |
ফক্স স্পোর্টস | অস্ট্রেলিয়া | |
সুপারস্পোর্ট | দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে |
|
জি সিনেমা | যুক্তরাজ্য | [১৫] |
বহিঃসংযোগসম্পাদনা
- "Afghanistan v Pakistan T20I Match 2013/14"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৩।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "PTV fails to submit rights bid for SA, Sri Lanka series"। Dawn। ১ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Pakistan v Sri Lanka, 2013/14"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Pakistan v Sri Lanka Test Series, 2013/14 / Pakistan Test Squad". ESPNcricinfo. 26 December 2013. Retrieved 26 December 2013.
- ↑ "Pakistan v Sri Lanka Test Series, 2013/14 / Sri Lanka Test Squad". ESPNcricinfo. 12 December 2013. Retrieved 26 December 2013.
- ↑ "Pakistan v Sri Lanka T20I Series, 2013/14 / Pakistan One-Day Squad"। ESPNcricinfo। ১২ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Pakistan v Sri Lanka T20I Series, 2013/14 / Sri Lanka One-Day Squad"। ESPNcricinfo। ২৫ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Pakistan v Sri Lanka T20I Series, 2013/14 / Pakistan Twenty20 Squad"। ESPNcricinfo। ১ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Pakistan v Sri Lanka T20I Series, 2013/14 / Sri Lanka Twenty20 Squad"। ESPNcricinfo। ২৫ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Only T20I: Afghanistan v Pakistan at Sharjah, Dec 8, 2013 / Afghanistan Twenty20 Squad"। ESPNcricinfo। ১ ডিসেম্বর ২০১৩। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Most runs in Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Most wickets in series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৩।
- ↑ "Most runs in Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪।
- ↑ "Most wickets in series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪।
- ↑ Pakistan v Sri Lanka, 2nd Test, Dubai, 5th day, Clinical Sri Lanka take 1-0 lead, collect: 12 January, 2014, espncricinfo.com
- ↑ "ZEE Cinema UK to air Sri Lanka-Pakistan in UAE series"। ৮ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩।