২০১২-এ মালিতে অভ্যুত্থান

(২০১২ মালি সামরিক অভ্যুত্থান থেকে পুনর্নির্দেশিত)

২১ মার্চ, ২০১২ তারিখে মালির সশস্ত্র বাহিনীর কিছু সদস্যদের দ্বারা দেশটির রাষ্ট্রপতির বাসভবন, রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রসেনানিবাস আক্রমণের মধ্য দিয়ে এই সামরিক অভ্যুত্থান শুরু হয়। অভ্যুত্থানের পর বিদ্রোহী সৈন্যরা ঘোষণা দেয় যে তারা দেশটির রাষ্ট্রপতি আমাদু টুমানি টোরেকে ক্ষমতাচ্যুত করেছে এবং বর্তমানে ন্যাশনাল কমিটি ফর দ্য রিস্টোরেশান অফ ডেমক্রেসি অ্যান্ড স্টেট অর্ডার নামক একটি কমিটি তৈরি করে তার মাধ্যমে দেশ পরিচালনা করছে।

মালির উত্তরাঞ্চলে চলমান আদিবাসীদের সরকারবিরোধী বিদ্রোহ[১][২]

অভ্যুত্থানের সময় বাসভবনে হামলা চলাকালীন অবস্থায় রাষ্ট্রপতি টোরে সেখানে ছিলেন না। অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন। একাধিক সূত্রমতে তিনি তার অনুগত সৈন্যদের হেফাজতে কোন গোপন স্থানে রয়েছেন।

প্রেক্ষাপট সম্পাদনা

অভ্যুত্থানের কয়েক সপ্তাহ আগে মালির উত্তরাঞ্চলে যাযাবর ও আদিবাসীদের নেতৃত্বে রাষ্ট্রবিরোধী বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ দমনে সরকার সশস্ত্র বাহিনীকে নিয়োজিত করলে সেনা সদস্যরা সরকারের কাছ থেকে আরও বেশি কারিগরি সাহায্য ও অস্ত্রশস্ত্রের জন্য দাবী জানাতে থাকে। সংশ্লিষ্ট দাবী সমূহ না মেটার ফলে সশস্ত্র বাহিনীর মধ্যে সরকারবিরোধী ক্ষোভের সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে সামরিক অভ্যুত্থানের সূত্রপাত ঘটে।[৩]

এপ্রিল ২০১২-তে মালিতে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা ছিল, যার আগে সম্প্রতি ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি আমাদু টোরের মেয়াদ শেষ হয়ে যেত।

সময়কাল সম্পাদনা

২১ মার্চ সম্পাদনা

২১ মার্চ তারিখে প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও গাসসামা রাজধানী বামাকোর ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত কাটি সামরিক ক্যাম্প পরিদর্শন করেন।[৪] তিনি মূলত পরদিনের জন্য নির্ধারিত একটি সেনা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠান না করার জন্য সৈন্যদের সাথে আলোচনার উদ্দেশ্যে সেখানে যান।[৫] পরিদর্শনের সময়ে গাসসামা সৈন্যদের বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়ির উদ্দেশ্যে পাথর ছোঁড়া হয়। এর জবাবে তার নিরাপত্তায় নিয়োজিত সৈন্যরা ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতির আরও অবনতির সম্ভাবনা দেখা দেয়। এ সময় স্থানীয় সেনা অধিনায়ক সেখানে উপস্থিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে রক্ষা করে বের করে নিয়ে যান।[৬][৭]

মূলত এই ঘটনার পর থেকে অভ্যুত্থান দানা বাঁধতে শুরু করে। কাটি সেনা ক্যাম্প থেকে সারিবদ্ধ ভাবে সাঁজোয়া যান রাজধানী বামাকোর অভিমুখে যাত্রা শুরু করে। এ সময়ে শহরে অবস্থিত রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের কাছে একটানা গুলিবর্ষণ বা গুলি বিনিময়ের শব্দে পুরো শহরে সংঘর্ষের খবর ছড়িয়ে যায়। একই সাথে সরকারী টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়।[৮]

একই সময়ে আরেকদল সৈন্য রাষ্ট্রপতির বাসভবন দখলের উদ্দেশ্যে সেখানে যায়। কোন প্রাণঘাতী সংঘর্ষ ছাড়াই তারা ভবন নিয়ন্ত্রণে নেয়। বিদ্রোহী এক সৈন্যের সাথে কথা বলে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিনিধি জানতে পারেন, গুলিবর্ষণ করে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করার সময়ে তারা কোন বাধার মুখে পড়েনি। পরে তারা সেখানে ও আশপাশের এলাকায় রাষ্ট্রপতি আমাদু টোরের খোঁজে অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

ঐদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারে ফিরে আসে। সেখানে তাৎক্ষণিকভাবে দেশীয় সংগীত প্রচার করা হয় এবং সাথে ঘোষণা দেয়া হয়, কিছুক্ষণের মধ্যে সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের ঘোষণা দিবে।[৮]

সেদিন রাতেই রাজধানীর সংলগ্ন গাও শহরের সেনা ক্যাম্পে বিদ্রোহ ছড়িয়ে পরে। সেখান থেকে জানানো হয়, সশস্ত্র বাহিনীর অপেক্ষাকৃত তরুণ সদস্যরা অস্ত্র উঁচিয়ে মহড়া চালাচ্ছে ও ফাঁকা গুলিবর্ষণ করছে।[৯][১০]

২২ মার্চ সম্পাদনা

এদিন সকালে আমাদু কোনারে নামক সামরিক অফিসার রাষ্ট্রীয় টেলিভিশনে নিজেকে বিদ্রোহী সেনাদের মুখপাত্র হিসেবে পরিচয় করিয়ে ঘোষণা করেন, বিদ্রোহী সেনারা ‘ন্যাশনাল কমিটি ফর দ্য রিস্টোরেশান অফ ডেমক্রেসি অ্যান্ড স্টেট অর্ডার’ (সিএনআরডিআর) নামক কমিটি গঠন করেছে। তিনি জানান এই কমিটির নেতৃত্বে সৈন্যরা ‘আমাদু টোরের অযোগ্য সরকার’-কে উৎখাত করে রাষ্ট্রের গ্রহণ করেছে এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত নিয়ন্ত্রণে থাকবে।[১১]

পরে আমাদু সানোগো নামক সেনাবাহিনীর এক ক্যাপ্টেন নিজেকে সিএনআরডিআরের প্রধান হিসেবে উপস্থাপন করে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেন।[১২]

পুরো সময়ে বিদ্রোহী সৈন্যরা রাষ্ট্রপতি টোরেকে খুঁজে পেতে অক্ষম হন।[১৩]

সকালে কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রী মোসেস ওয়েটাঙ্গুলা আফ্রিকান ইউনিয়নের একটি সভায় যোগ দেয়ার উদ্দেশ্যে মালিতে অবস্থান করছিলেন। তিনি জানান যে, বামাকো বিমান বন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে তিনি মালি ছাড়তে পারছেন না। তিনি তার অবস্থানের কাছাকাছি কোথাও গুলিবর্ষণের শব্দ শুনেছেন বলেও জানান।[১৪]

রাষ্ট্রপতি টোরের অনুগত সেনা অফিসারদের একজন জানান যে রাষ্ট্রপতি সুস্থ ও নিরাপদ আছেন। স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর নিরাপত্তার কথাও তিনি নিশ্চিত করেন, যদিও প্রথমে খবর ছড়িয়ে পড়েছিল যে প্রতিরক্ষা মন্ত্রী বিদ্রোহীদের হাতে আটক হয়েছেন। অবশ্য মালির পররাষ্ট্র মন্ত্রী অভ্যুত্থানের শুরুতে বিদ্রোহীদের হাতে আটক হন।[১৫]

এদিন শেষের দিকে জানা যায় রাষ্ট্রপতি টোরে তার অনুগত সেনা অফিসার অধ্যুষিত একটি সেনানিবাসে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন।[১৬]

সিএনআরডিআরের নেতা ক্যাপ্টেন আমাদু সানোগো তার ঘোষণায় দেশবাসীকে শান্ত থাকার পরামর্শ দিয়ে জানান, দেশের সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।[১৭]

বিবিসির মালি প্রতিনিধি নিশ্চিত করেছেন, মাই সশস্ত্র বাহিনীর এলিট ফোর্স রেড বেরেটস রাষ্ট্রপতি টোরের প্রতি আনুগত্য বজায় রেখেছে।

দিনের শেষভাগে বিদ্রোহী সৈন্যদেরকে রাষ্ট্রপতি ভবন লুটপাটে নিয়োজিত হতে দেখা যায়। জানা যায় তারা ভবনের টেলিভিশন-সহ অন্যান্য মূল্যবান আসবাবপত্রাদি নিয়ে যাচ্ছেন, যদিও তাদের নেতা ক্যাপ্টেন আমাদু সানোগো এমনকি বিজয়সূচক ফাঁকা গুলিবর্ষণ করতেও নিষেধ করেছেন। ২২ মার্চ রাত পর্যন্ত রাজধানীতে এ ধরনের গুলিবর্ষণের ফলে অন্তত ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।[১৮]

সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, আমাদু টোরে রেড বেরেটস-দের হেফাজতে রাজধানীরই কোন অজ্ঞাত স্থানে অবস্থান করছেন ও ক্ষমতার ‘অনেকাংশেরই’ নিয়ন্ত্রণে আছেন।[২]

মালি সশস্ত্র বাহিনীর ৩১ প্যারাশুট রেজিমেন্টকে ‘রেড বেরেটস’, অর্থাৎ বিশেষ নিরাপত্তা সেনাদল বা স্পেশাল ফোর্সেস হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। রাষ্ট্রপতি আমাদু টোরে, যিনি একজন সাবেক সেনা কর্মকর্তা, নিজেও কর্মজীবনে ‘রেড বেরেটস’-এর একজন অফিসার ছিলেন।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া সম্পাদনা

টেমপ্লেট:Portalbox

  •   জাতিসংঘ: নিউ ইয়র্কে মহাসচিব বান কি মুনের এক মুখপাত্র মালির চলমান ঘটনাবলীর ব্যাপারে দুশ্চিন্তা প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন, যেকোন বিরোধ সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে মিটানো হবে।[১৯]
  •   মার্কিন যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, যুক্তরাষ্ট্র যেকোন সামরিক অভ্যুত্থান ও গণতান্ত্রিক সরকারের উৎখাতের প্রতি নিন্দাশীল। তিনি জানান, তাদের বামাকোস্থ দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও মার্কিন দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদেরকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
  •   অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, মালিতে অবস্থানরত অস্ট্রলিয় নাগরিকরা যেন বিক্ষোভ ও রাজনৈতিক কর্মসূচী এড়িয়ে চলেন।
  •   ফ্রান্স: ফ্রান্স সরকার মালির সাথে তাদের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলে জানিয়েছে।
  •   ইউরোপীয় ইউনিয়ন: ইইউ সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক শাসন ফিরিয়ে আনার তাগিদ দিয়েছে।
  •   যুক্তরাজ্য: ব্রিটিশ সরকারের আফ্রিকা বিষয়ক মন্ত্রী হেনরি বেলিঙ্গহাম জানিয়েছেন, তার সরকার মালির সামরিক অভ্যুত্থানের ঘটনায় দুঃশ্চিন্তাগ্রস্ত এবং সেখানকার গণতান্ত্রিক সরকারের উৎখাতের প্রতি নিন্দাশীল।
  •   দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার সরকার এই সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে বলেছে, তারা বামাকোয় তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে।
  •   নাইজেরিয়া: নাইজেরিয়া সরকার সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে বলেছে, তারা মালির নবগঠিত বিদ্রোহী সরকারকে স্বীকৃতি দিবে না।
  •   নরওয়ে: পররাষ্ট্র মন্ত্রী জোনাস গার স্টোর সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের নিন্দা জানিয়ে বলেছেন, বিদ্রোহীদের উচিত অবিলম্বে বৈধ সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UPDATE 6-Soldiers say they seize power in Mali"। Af.reuters.com। ২০০৯-০২-০৯। ২০১২-০৩-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২২ 
  2. http://www.dailystar.com.lb/News/International/2012/Mar-22/167613-mali-president-holed-up-in-barracks-as-junta-digs-in.ashx#axzz1psbgU9Mg
  3. "Mali Soldiers Attack Palace in Coup Bid"। রয়টার্স। ২২ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Coup d'État au Mali: l'évolution de la situation en temps réel - Mali - RFI"। Rfi.fr। ২০১২-০৩-২২। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২২ 
  5. "Sortie musclée des militaires de Kati dans la journée d'hier : Une mutinerie aux allures de coup d'État"। maliweb.net। ২০১২-০৩-২২। ২০১২-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২২ 
  6. "Démenti formel : Le Ministre de la Défense n'est ni blessé ni arrêté. Il est à son bureau où il poursuit calmement sa journée de travail (Formal denial: The Defense Minister is neither injured nor arrested. He is at his office where he continues to work quietly.)"। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ 
  7. "UN Chief Following Mali Events With Deep Concern"Voice of America। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "Mali's state broadcaster back on air"RTE। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ 
  9. "Soldiers mutiny at military base in Mali"। Associated Press। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ 
  10. "Possible Mali coup as soldiers storm TV station"। Associated Press। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ 
  11. "Renegade Mali soldiers say seize power, depose Toure"। Reuters। ২২ মার্চ ২০১২। ২৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ 
  12. "Renegade Mali soldiers declare immediate curfew"। Reuters। ২২ মার্চ ২০১২। ২৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ 
  13. "Soldiers overthrow government in Mali"। অ্যাসোসিয়েটেড প্রেস। ২২ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ 
  14. Ndonga, Wambui (২০০৮-১১-২৬)। "Africa: Wetangula - Situation in Mali Worsening"। allAfrica.com। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২২ 
  15. "Mali president 'safe' after fleeing from overnight rebel coup"। English.alarabiya.net। ২০১২-০২-২৪। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২২ 
  16. Martin Vogl (২০০৯-০৯-১৭)। "Associated Press"। Hosted2.ap.org। ২০১২-১২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২২ 
  17. David Zounmenou Institute for Security Studies। "BBC News - Mali soldiers loot presidential palace after coup"। Bbc.co.uk। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২২ 
  18. "Mali soldiers loot presidential palace after coup"BBC News। BBC। ২২ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২ 
  19. "Statement by UN Secretary-General Ban Ki-moon on situation in Mali"BNO News। ২১ মার্চ ২০১২। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২