২০১১ সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ

২০১১ সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ছিল সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ আসর, যা নেপাল ১ আগস্ট থেকে ১০ আগস্ট ২০১১ পর্যন্ত দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টে অঞ্চলের ৬টি দল অংশগ্রহণ করেছিলেন। ১০ আগস্ট ২০১১ তারিখে ফাইনালে ভারতকে ২–১ গোলে হারিয়ে পাকিস্তান ২০১১ সালের চ্যাম্পিয়ন হয়েছিল। পাকিস্তানের মোহাম্মদ বিলাল ৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতা বিজয়ী লাভ করেন। পাকিস্তানের মনসুর খানকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছিল।

২০১১ সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশনেপাল
তারিখ১ আগস্ট ২০২৪–১০ আগস্ট ২০১১
দল
মাঠ১ (কাঠমান্ডুটি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন পাকিস্তান (১ম শিরোপা)
রানার-আপ ভারত
পরিসংখ্যান
ম্যাচ১১
গোল সংখ্যা৪২ (ম্যাচ প্রতি ৩.৮২টি)
দর্শক সংখ্যা৩৩,১৭৩ (ম্যাচ প্রতি ৩,০১৬ জন)
শীর্ষ গোলদাতাপাকিস্তান মোহাম্মদ বিলাল (৪টি গোল)
সেরা খেলোয়াড়পাকিস্তান মনসুর খান

অংশগ্রহণকারী দলসমূহ

সম্পাদনা

নিম্নলিখিত ৬টি দেশ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন।

দল অংশগ্রহণ টুর্নামেন্টে সেরা সাফল্য
  বাংলাদেশ ১ম অভিষেক
  শ্রীলঙ্কা ১ম অভিষেক
  ভারত ১ম অভিষেক
  মালদ্বীপ ১ম অভিষেক
    নেপাল
(আয়োজক)
১ম অভিষেক
  পাকিস্তান ১ম অভিষেক
কাঠমান্ডু
দশরথ স্টেডিয়াম
ধারণক্ষমতা: ১৫,০০০
 

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
দল খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য পয়েন্ট
  পাকিস্তান +৭
  ভারত +৪
  মালদ্বীপ ১১ −১১
পাকিস্তান  ১–০  ভারত
খান   ২০' প্রতিবেদন

মালদ্বীপ  ০–৬  পাকিস্তান
প্রতিবেদন বিলাল   ৫'৫৬'৮৪'৯০'
আলী   ৭৯'৮০'

ভারত  ৫–০  মালদ্বীপ
লালহিমপুইয়া   ৩১'
রাজা রাওয়াত   ৩৬'
লালদণ্ড সাঙ্গা   ৪৫+২'৫৪'
প্রকাশ মজুমদার   ৬৩'
প্রতিবেদনপ্রতিবেদন

গ্রুপ বি

সম্পাদনা
দল খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য পয়েন্ট
    নেপাল +৬
  বাংলাদেশ +৪
  শ্রীলঙ্কা ১২ −১০
বাংলাদেশ  ৬–২  শ্রীলঙ্কা
মেজবাহউদ্দিন   ৮'৪০'৬৪'
আলী   ১৪'
আকাশ সাহা   ১৫'
মোহাম্মদ সাব্বির   ৫৭'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪,৪৬৮
রেফারি: পি. সিং (ভারত)

নেপাল    ০–০  বাংলাদেশ
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪,৮৭০

শ্রীলঙ্কা  ০–৬    নেপাল
প্রতিবেদন লামা   ১৪'৫৮'
রাই   ৪৮'
শ্রেষ্ঠ   ৪৮'
মাগার   ৬৮'৭০'

নকআউট পর্ব

সম্পাদনা

বন্ধনী

সম্পাদনা
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৮ আগস্ট ২০১১ – কাঠমান্ডু
 
 
  বাংলাদেশ
 
১০ আগস্ট ২০১১ – কাঠমান্ডু
 
  পাকিস্তান
 
  পাকিস্তান
 
৮ আগস্ট ২০১১ – কাঠমান্ডু
 
  ভারত
 
  ভারত (পে.)১(৪)
 
 
    নেপাল১(২)
 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
 
 
১০ আগস্ট ২০১১ – কাঠমান্ডু
 
 
    নেপাল
 
 
  বাংলাদেশ

সেমি-ফাইনাল

সম্পাদনা
বাংলাদেশ  ০–২  পাকিস্তান
খান   ৮৯'
শের আলী   ৯০'

ভারত  ১–১ (অ.স.প.)    নেপাল
নীতিন জয়ল   ৯০' ঋষি থাপা   ২০'
পেনাল্টি
লালরামমুয়ানা  
সাঙ্গা  
সাহা  
মেন্ডেস  
সিং  
৪–২   থাপা
  আদিত্য
  উমেশ
  সাগর
  বিবেক

পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ

সম্পাদনা
মালদ্বীপ  ২–০  শ্রীলঙ্কা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

সম্পাদনা
নেপাল    ২–১  বাংলাদেশ

ফাইনাল

সম্পাদনা
পাকিস্তান  ২–১  ভারত
মুহাম্মদ জিশান   ২৩'
খান   ৫০'
লালহিম্পুয়া   ৪৪'

বিজয়ী

সম্পাদনা
 ২০১১ সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বিজয়ী 
 
পাকিস্তান
প্রথম শিরোপা

গোলদাতা

সম্পাদনা

এই প্রতিযোগিতায় ১১টি ম্যাচে ৪২টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৩.৮২টি গোল।

৩টি গোল
  •   মোহাম্মদ মেজবাহউদ্দিন
  •   মোহাম্মদ আলী
২টি গোল
  •   শের আলী
১টি গোল

তথ্যসূত্র

সম্পাদনা