১৯৯৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা, নাইজেরিয়া, ও গ্রিস, বুলগেরিয়ার সাথে একসাথে ডি গ্রুপে ছিলো। সেইবার নাইজেরিয়া, বুলগেরিয়া, ও আর্জেন্টিনা দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলো। দ্বিতীয় পর্বে নাইজেরিয়া ২-১ গোলে ইতালির কাছে ও আর্জেন্টিনা রোমানিয়ার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। বুলগেরিয়া সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলো।
গ্রুপ বি-এর চ্যাম্পিয়ন দল গ্রুপ এ-এর রানার্স-আপ দলের সাথে দ্বিতীয় পর্বে খেলবে। সেই সাথে এই গ্রুপের রানার্স-আপ দল খেলবে এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নের সাথে। নিচে এই গ্রুপের পরিসংখ্যান টেবিল উল্লেখ করা হলো:
↑ কখগঘঙ"Referee designations for matches 17-24"(পিডিএফ)। FIFA.com। Fédération Internationale de Football Association। ১৪ জুন ২০১০। ৪ জুলাই ২০১০ তারিখে মূল(PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১০।