২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ বি
২০১০ ফিফা বিশ্বকাপের বি গ্রুপের খেলা হবে ১২ থেকে ২২ জুন, ২০১০ পর্যন্ত।[১] এই গ্রুপে প্রতিদ্বন্দীতাকারী দলগুলো হচ্ছে আর্জেন্টিনা, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া, এবং গ্রিস।
১৯৯৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা, নাইজেরিয়া, ও গ্রিস, বুলগেরিয়ার সাথে একসাথে ডি গ্রুপে ছিলো। সেইবার নাইজেরিয়া, বুলগেরিয়া, ও আর্জেন্টিনা দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলো। দ্বিতীয় পর্বে নাইজেরিয়া ২-১ গোলে ইতালির কাছে ও আর্জেন্টিনা রোমানিয়ার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। বুলগেরিয়া সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলো।
গ্রুপ বি-এর চ্যাম্পিয়ন দল গ্রুপ এ-এর রানার্স-আপ দলের সাথে দ্বিতীয় পর্বে খেলবে। সেই সাথে এই গ্রুপের রানার্স-আপ দল খেলবে এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নের সাথে। নিচে এই গ্রুপের পরিসংখ্যান টেবিল উল্লেখ করা হলো:
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ৩ | ০ | ০ | ৭ | ১ | +৬ | ৯ | নকআউট পর্বের উন্নীত |
২ | ![]() |
৩ | ১ | ১ | ১ | ৫ | ৬ | −১ | ৪ | |
৩ | ![]() |
৩ | ১ | ০ | ২ | ২ | ৫ | −৩ | ৩ | |
৪ | ![]() |
৩ | ০ | ১ | ২ | ৩ | ৫ | −২ | ১ |
খেলাসমূহসম্পাদনা
এই গ্রুপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সেগুলা হলো:
- দক্ষিণ কোরিয়া বনাম গ্রিস
- আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া
- আর্জেন্টিনা বনাম দক্ষিণ কোরিয়া
- গ্রিস বনাম নাইজেরিয়া
- নাইজেরিয়া বনাম দক্ষিণ কোরিয়া
- গ্রিস বনাম আর্জেন্টিনা
(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)
দক্ষিণ কোরিয়া বনাম গ্রিসসম্পাদনা
দক্ষিণ কোরিয়া | ২ – ০ | গ্রিস |
---|---|---|
লি জু-সু ৭' পার্ক জি-সুং ৫২' |
(প্রতিবেদন) |
দক্ষিণ কোরিয়া
|
গ্রিস
|
|
|
ম্যান অফ দ্য ম্যাচ:
|
- সহকারী রেফারি:
- চতুর্থ রেফারি:
আর্জেন্টিনা বনাম নাইজেরিয়াসম্পাদনা
আর্জেন্টিনা | ১ – ০ | নাইজেরিয়া |
---|---|---|
Heinze ৬' | প্রতিবেদন |
Argentina
|
Nigeria
|
|
|
Man of the Match:
Assistant referees:
|
আর্জেন্টিনা বনাম দক্ষিণ কোরিয়াসম্পাদনা
আর্জেন্টিনা | ৪ – ১ | দক্ষিণ কোরিয়া |
---|---|---|
পার্ক চু-ইয়ং ১৬' (আত্মঘাতী) হিগুয়েইন ৩৩', ৭৬', ৮০' |
লি চুং-ইয়ং ৪৫+১' |
আর্জেন্টিনা
|
দক্ষিণ কোরিয়া
|
|
|
ম্যান অফ দ্য ম্যাচ:
|
গ্রিস বনাম নাইজেরিয়াসম্পাদনা
নাইজেরিয়া বনাম দক্ষিণ কোরিয়াসম্পাদনা
গ্রিস বনাম আর্জেন্টিনাসম্পাদনা
পরিশিষ্টসম্পাদনা
- গোলরক্ষক – GK বা Goalkeeper
- সুইপার বা লিবেরো – SW বা Sweeper
- রক্ষণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CB বা Center Back
- রক্ষণভাগের খেলোয়াড় (পার্শ্বীয়) – FB বা Full Back
- রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RB বা Right Back
- রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LB বা Left Back
- মধ্যমাঠের খেলোয়াড় – MF বা Midfielder
- মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) – DF বা Defensive Midfielder
- আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় – WB বা Wing Back
- আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RWB বা Right Wing Back
- আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LWB বা Left Wing Back
- মধ্যমাঠের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CM বা Center Midfielder
- মধ্যমাঠের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RM বা Right Midfield
- মধ্যমাঠের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LM বা Left Midfield
- মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) – AM বা Attacking Midfielder
- আক্রমণভাগের খেলোয়াড় – FW বা Forward বা Striker বা Winger
- আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) – SS বা Secondary Striker
- আক্রমণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RW বা RS বা RF
- আক্রমণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CF বা Center Forward
- আক্রমণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LW বা LS বা LF
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Match Schedule 2010 FIFA World Cup South Africa" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। fifa.com। ২০১৯-০৩-২৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "Referee designations for matches 1-16" (পিডিএফ)। FIFA.com। Fédération Internationale de Football Association। ৫ জুন ২০১০। ৫ জুলাই ২০১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১০।
- ↑ ক খ গ ঘ ঙ "Referee designations for matches 17-24" (পিডিএফ)। FIFA.com। Fédération Internationale de Football Association। ১৪ জুন ২০১০। ৪ জুলাই ২০১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১০।