২০০৭-০৮ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ১৭ ফেব্রুয়ারি, ২০০৮ তারিখ থেকে ১৮ মার্চ, ২০০৮ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে। সফরে দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও কৃতী বোলার শন পোলকের অবসর নেয়ার পর দক্ষিণ আফ্রিকা প্রথম সফরে আসে। অন্যদিকে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর বাংলাদেশ দল নিজেদের সুসংগঠিত করার প্রয়াস চালায়।
২০০৭-০৮ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | দক্ষিণ আফ্রিকা | ||
তারিখ | ১৭ ফেব্রুয়ারি, ২০০৮ – ১৮ মার্চ, ২০০৮ | ||
অধিনায়ক | মোহাম্মদ আশরাফুল | গ্রেইম স্মিথ | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | শাহরিয়ার নাফীস (১৪১) | গ্রেইম স্মিথ (৩০৪) | |
সর্বাধিক উইকেট | শাহাদাত হোসেন (১২) | ডেল স্টেইন (১৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান |
রকিবুল হাসান (৯০) তামিম ইকবাল (৯০) | গ্রেইম স্মিথ (১৯৯) | |
সর্বাধিক উইকেট | আব্দুর রাজ্জাক (৩) | আন্দ্রে নেল (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | গ্রেইম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) |
দক্ষিণ আফ্রিকা দলের সদস্যদের তালিকা প্রকাশে এক সপ্তাহ বিলম্ব ঘটে। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) প্রধান ৬জন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় মনোনয়ন না দিলেও পরবর্তীকালে তা পরিমার্জিত হয়।[১] তন্মধ্যে সর্বশেষ পরিবর্তন হিসেবে আঘাতপ্রাপ্ত পল হ্যারিসের পরিবর্তে রবিন পিটারসন অন্তর্ভুক্ত হন।[২] অন্যদিকে জুলাই, ২০০৭ সালের পর দলের বাইরে থাকা প্রথিতযশা বামহাতি স্পিনার মোহাম্মদ রফিককে টেস্ট দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।[৩]
দলীয় সদস্য
সম্পাদনাটেস্ট | ওডিআই | ||
---|---|---|---|
বাংলাদেশ[৪] | দক্ষিণ আফ্রিকা[৫] | বাংলাদেশ | দক্ষিণ আফ্রিকা |
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনাবিসিবি একাদশ ব দক্ষিণ আফ্রিকা একাদশ
সম্পাদনা১৭-১৯ ফেব্রুয়ারি
স্কোরকার্ড |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- উভয় পক্ষে ১২ খেলোয়াড় অংশগ্রহণ করেন, ১১ প্রতি ইনিংসে।
বিসিবি একাদশ ব দক্ষিণ আফ্রিকা একাদশ
সম্পাদনাব
|
||
- বিসিবি একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- উভয় পক্ষে ১৩ খেলোয়াড় অংশগ্রহণ করেন, ১১ প্রতি ইনিংসে।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা২য় টেস্ট
সম্পাদনা২৯ ফেব্রুয়ারি - ৪ মার্চ
স্কোরকার্ড |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে গ্রেইম স্মিথ ও নিল ম্যাকেঞ্জি ৪১৫ রান তুলে ভারতের বিনু মানকড় ও পঙ্কজ রায়ের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে ধীমান ঘোষ, মোশাররফ হোসেন ও রকিবুল হাসানের এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে হাশিম আমলা ও পল হারিসের ওডিআই অভিষেক ঘটে।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে নাজিমউদ্দিনের ওডিআই অভিষেক ঘটে।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
পরিসংখ্যান
সম্পাদনাটেস্ট | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[৬] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
গ্রেইম স্মিথ | দক্ষিণ আফ্রিকা | ২ | ৩ | ৩০৪ | ১০১.৩৩ | ২৩২ | ১ | ১ |
নিল ম্যাকেঞ্জি | দক্ষিণ আফ্রিকা | ২ | ৩ | ২৫৭ | ৮৫.৬৬ | ২২৬ | ১ | ০ |
শাহরিয়ার নাফীস | বাংলাদেশ | ২ | ৪ | ১৪১ | ৩৫.২৫ | ৬৯ | ০ | ১ |
হাশিম আমলা | দক্ষিণ আফ্রিকা | ২ | ৩ | ১০৯ | ৩৬.৩৩ | ৪৬ | ০ | ০ |
জুনায়েদ সিদ্দিকী | বাংলাদেশ | ২ | ৪ | ৯৩ | ২৩.২৫ | ৭৪ | ০ | ১ |
বোলিং[৭] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
ডেল স্টেইন | দক্ষিণ আফ্রিকা | ২ | ৬২.৪ | ১৪ | ১২.৫৭ | ৪/৪৮ | ০ | ০ |
শাহাদাত হোসেন | বাংলাদেশ | ২ | ৫৯.৩ | ১২ | ১৭.০০ | ৬/২৭ | ১ | ০ |
রবিন পিটারসন | দক্ষিণ আফ্রিকা | ১ | ২৯ | ৬ | ১৫.৬৬ | ৫/৩৩ | ১ | ০ |
মরনে মরকেল | দক্ষিণ আফ্রিকা | ২ | ৪৭.৫ | ৬ | ৩০.৮৩ | ৫/৫০ | ১ | ০ |
মোহাম্মদ রফিক | বাংলাদেশ | ২ | ৯৭ | ৫ | ৪০.১৬ | ২/৫৪ | ০ | ০ |
ওডিআই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[৮] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
গ্রেইম স্মিথ | দক্ষিণ আফ্রিকা | ৩ | ৩ | ১৯৯ | ১৯৯.০০ | ১০৩* | ১ | ১ |
এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | ৩ | ২ | ১০৯ | ১০৯.০০ | ৬৯* | ০ | ১ |
রকিবুল হাসান | বাংলাদেশ | ৩ | ৩ | ৯০ | ৩০.০০ | ৬৩ | ০ | ১ |
তামিম ইকবাল | বাংলাদেশ | ৩ | ৩ | ৯০ | ৩০.০০ | ৮২ | ০ | ১ |
হার্শেল গিবস | দক্ষিণ আফ্রিকা | ৩ | ৩ | ৭০ | ২৩.৩৩ | ৫৭ | ০ | ১ |
বোলিং[৯] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
আন্দ্রে নেল | দক্ষিণ আফ্রিকা | ২ | ২০ | ৭ | ৭.২৮ | ৪/২৭ | ০ | ০ |
আলবি মরকেল | দক্ষিণ আফ্রিকা | ৩ | ২২.২ | ৬ | ১৩.৩৩ | ৪/২৯ | ০ | ০ |
চার্ল ল্যাঙ্গেভ্যাল্ট | দক্ষিণ আফ্রিকা | ২ | ১৮.২ | ৫ | ১২.৬০ | ৩/৩১ | ০ | ০ |
যোহান বোথা | দক্ষিণ আফ্রিকা | ৩ | ২৭.৫ | ৫ | ২৪.৮০ | ৩/৩৪ | ০ | ০ |
পল হ্যারিস | দক্ষিণ আফ্রিকা | ৩ | ৩০ | ৫ | ২৭.৬৬ | ২/৩০ | ০ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "South Africa Drop Gibbs For Tour To Bangladesh"। ২০ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।
- ↑ "Robin Peterson Gets Late Call For Bangladesh Tour"। ১৫ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।
- ↑ "Mohammad Rafique Recalled For South Africa Test Series"। ২ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।
- ↑ Bangladesh Test Squad ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ মার্চ ২০১৬ তারিখে - 19 February 2008
- ↑ South Africa Test Squad - 11 February 2008
- ↑ "Records / South Africa in Bangladesh Test Series, 2007/08 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-৩০।
- ↑ "Records / South Africa in Bangladesh Test Series, 2007/08 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-৩০।
- ↑ "Records / South Africa in Bangladesh ODI Series, 2007/08 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-৩০।
- ↑ "Records / South Africa in Bangladesh ODI Series, 2007/08 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-৩০।