২য় একাডেমি পুরস্কার
২য় একাডেমি পুরস্কার অনুষ্ঠান, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) প্রদত্ত বার্ষিক চলচ্চিত্র পুরস্কার, য ১ আগস্ট, ১৯২৮ থেকে ৩১ জুলাই, ১৯২৯ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রকে সম্মান প্রদানের জন্য দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৯৩০ সালের ৩ এপ্রিল লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত হয়। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় বেতার তরঙ্গ কেএনএক্সে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়।[১]
২য় একাডেমি পুরস্কার | ||||
---|---|---|---|---|
![]() | ||||
তারিখ | ৩ এপ্রিল ১৯৩০ | |||
স্থান | অ্যাম্বাসেডর হোটেল লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া | |||
আয়োজক | উইলিয়াম সি ডিমিল | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | দ্য ব্রডওয়ে মেলোডি | |||
সর্বাধিক পুরস্কার | সাতটি চলচ্চিত্র একটি করে পুরস্কার লাভ করে। কোন চলচ্চিত্র একাধিক পুরস্কার পায় নি। | |||
সর্বাধিক মনোনয়ন | ইন ওল্ড অ্যারিজোনা ও দ্য প্যাট্রিয়ট (৫) | |||
|
এই বছর প্রথম ও শেষ (২০১৭ পর্যন্ত) কোন চলচ্চিত্র একাধিক পুরস্কার পায় নি। দ্য ব্রডওয়ে মেলোডি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সাতটি চলচ্চিত্রের (অন্যগুলো হল উইংস, গ্র্যান্ড হোটেল, ক্যাভালকেড, হ্যামলেট, দ্য সাউন্ড অফ মিউজিক, ও টাইটানিক) দ্বিতীয় চলচ্চিত্র যা শ্রেষ্ঠ চিত্রনাট্যের মনোনয়ন পায় নি এবং তিনটি চলচ্চিত্রের (অন্যগুলো হল গ্র্যান্ড হোটেল ও মিউটিনি অন দ্য বাউন্টি) প্রথম চলচ্চিত্র যা অন্য কোন পুরস্কার লাভ করে নি। দ্য ডিভাইন লেডি একমাত্র চলচ্চিত্র যা শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন না পেয়েও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করে।
পুরস্কারসম্পাদনা
বিজয়ীরা প্রথমে উল্লেখিত ও দিয়ে নির্দেশিত।[২]
শ্রেষ্ঠ চলচ্চিত্র | শ্রেষ্ঠ পরিচালক |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা | শ্রেষ্ঠ অভিনেত্রী |
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য | |
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা |
একাধিক মনোনয়ন ও পুরস্কারসম্পাদনা
নিম্নোক্ত চলচ্চিত্রগুলো একাধিক মনোনয়ন লাভ করে:
- ৫টি: দ্য প্যাট্রিয়ট ও ইন ওল্ড অ্যারিজোনা
- ৩টি: দ্য ব্রডওয়ে মেলোডি, অ্যালিবাই, ও দ্য ডিভাইন লেডি
- ২টি: মাদাম এক্স, দ্য ভ্যালিয়্যান্ট, আউয়ার ড্যান্সিং ডটার্স, ও স্ট্রীট অ্যাঞ্জেল
- এই বছর কোন চলচ্চিত্র একাধিক পুরস্কার লাভ করে নি।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Dunning, John (১৯৯৮)। On the Air: The Encyclopedia of Old-Time Radio। New York: Oxford University Press। পৃষ্ঠা 4। আইএসবিএন 978-0-19-507678-3।
- ↑ "The 2nd Academy Awards (1930) Nominees and Winners"। Oscars.org (Academy of Motion Picture Arts and Sciences)। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৭।