১৯৯৮-এ বাংলাদেশ
১৯৯৮ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতার ২৭তম বছর। এটি ছিল শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদের তৃতীয় বছর।
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ১৯৯৮-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
দায়িত্বপ্রাপ্ত
সম্পাদনাআবহাওয়া
সম্পাদনাবন্যা
সম্পাদনাজুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাপক বন্যার শিকার হয়। ঢাকার অর্ধেকসহ দেশের মোট এলাকার ৭৫ শতাংশের বেশি এলাকা প্লাবিত হয়েছে।[১] বন্যার পরিমাণের দিক থেকে এটি ১৯৮৮ সালের বন্যার মতোই বিপর্যয়কর ছিল। দেশের অভ্যন্তরে এবং বাইরে ভারী বৃষ্টিপাতের সংমিশ্রণ এবং প্রধান নদীগুলির সর্বোচ্চ প্রবাহের সমন্বয় বন্যায় অবদান রাখে। 30 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়।[২] অপরিষ্কার পানির ফলে কলেরা ও টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা দেয়। বন্যার ক্ষতির কারণে কয়েকটি হাসপাতাল চালু ছিল এবং যেগুলি খোলা ছিল সেখানে অনেক রোগী ছিল, যার ফলে চিকিত্সার অভাবে প্রতিদিনের আঘাতগুলি মারাত্মক হয়ে উঠছিল। ৭০০,০০০ হেক্টর জমির ফসল ধ্বংস হয়ে যায়।[১]
ঘটনা
সম্পাদনা- ২৩ জুন – বঙ্গবন্ধু সেতু, বাংলাদেশের দীর্ঘতম বহুমুখী সেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।[৩]
- ৮ নভেম্বর – দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্রের উন্নয়নে পেট্রোবাংলার সাথে মার্কিন এবং বর্তমানে বিলুপ্ত জ্বালানি কোম্পানি ইউনোকাল একটি চুক্তি স্বাক্ষর করে।[৪]
- ২৮ নভেম্বর – বন্যা ধানের ক্ষেত ধ্বংস করে, বাংলাদেশের বার্ষিক খাদ্য ঘাটতি ৪.৩ মিলিয়ন টনে ঠেলে দেয়।[৫] বন্যায় এক হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানা গেছে।[৬]
পুরস্কার এবং স্বীকৃতি
সম্পাদনাস্বাধীনতা দিবস পুরস্কার
সম্পাদনাপ্রাপক | এলাকা | বিঃদ্রঃ |
---|---|---|
শহীদুল্লাহ কায়সার | সাহিত্য | মরণোত্তর |
আব্দুল মোসাব্বের চৌধুরী | বিজ্ঞান ও প্রযুক্তি | |
শেখ ফজিলাতুন্নেছা মুজিব | মুক্তিযুদ্ধ | মরণোত্তর |
সৈয়দ নজরুল ইসলাম | মুক্তিযুদ্ধ | মরণোত্তর |
তাজউদ্দীন আহমদ | মুক্তিযুদ্ধ | মরণোত্তর |
ক্যাপ্টেন মনসুর আলী | মুক্তিযুদ্ধ | মরণোত্তর |
এএইচএম কামরুজ্জামান | মুক্তিযুদ্ধ | মরণোত্তর |
আবদুর রব সেরনিয়াবাত | মুক্তিযুদ্ধ | মরণোত্তর |
শেখ ফজলুল হক মনি | মুক্তিযুদ্ধ | মরণোত্তর |
শেখ কামাল | খেলাধুলা | মরণোত্তর |
একুশে পদক
সম্পাদনা- রণেশ দাস গুপ্ত (সাহিত্য)
- আখতারুজ্জামান ইলিয়াস (সাহিত্য)
- রোকনুজ্জামান খান (সাংবাদিকতা)
- আবুল কাশেম সন্দ্বীপ (সাংবাদিকতা)
- ফেরদৌসী মজুমদার (নাটক)
- মাহবুবা রহমান (সঙ্গীত)
খেলাধুলা
সম্পাদনা- এশিয়ান গেমস :
- বাংলাদেশ ১৯৯৮ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে, ৬ থেকে ২০ ডিসেম্বর ১৯৯৮ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়। পুরুষ কাবাডি দল টুর্নামেন্টে নিজ নিজ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতে।
- ক্রিকেট :
- বাংলাদেশ ১৯৯৮ আইসিসি নকআউট টুর্নামেন্ট (আনুষ্ঠানিকভাবে উইলস ইন্টারন্যাশনাল কাপ নামে পরিচিত) আয়োজন করে।[৭] বিশ্বকাপ বাদে এটিই প্রথম টুর্নামেন্ট যাতে সব টেস্ট খেলা দেশ জড়িত। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইভেন্ট জিতে নেয় দক্ষিণ আফ্রিকা ।
- নভেম্বরে, ওয়েস্ট ইন্ডিজ এ দল বাংলাদেশ সফর করে এবং বাংলাদেশের বিপক্ষে তিনটি লিস্ট এ ম্যাচ খেলে। ১২ নভেম্বর থেকে দুই দল বাংলাদেশে প্রথম প্রথম-শ্রেণীর ম্যাচ খেলবে (অর্থাৎ, স্বাধীনতার পর থেকে)। ওয়েস্ট ইন্ডিজ এ ৮ উইকেটে জয়ী।
জন্ম
সম্পাদনা- ১৬ জানুয়ারি – মাসুক মিয়া জনি, ফুটবলার[৮]
- ১ ফেব্রুয়ারি – জাকির হাসান, ক্রিকেটার[৯]
- ২২ ফেব্রুয়ারি – জাকের আলী, ক্রিকেটার[১০]
- ২২ মে – মুনিম শাহরিয়ার, ক্রিকেটার[১১]
- ২৫ মে – নাজমুল হোসেন শান্ত, ক্রিকেটার[১২]
- ১০ সেপ্টেম্বর – হোসেন আলী, ক্রিকেটার[১৩]
- ১১ সেপ্টেম্বর – রবিউল ইসলাম, ক্রিকেটার[১৪]
- ৭ অক্টোবর – ইয়াসির আরাফাত মিশু, ক্রিকেটার[১৫]
- ১৫ অক্টোবর – মোসাব্বেক হোসেন, ক্রিকেটার[১৬]
- ৩০ অক্টোবর – সাইফ হাসান, ক্রিকেটার[১৭]
- ১২ ডিসেম্বর – তৌহিদ হৃদয়, ক্রিকেটার[১৮]
মৃত্যু
সম্পাদনা- ২৬ জানুয়ারি – মুহাম্মদ সোহরাব হোসেন, রাজনীতিবিদ (জন্ম ১৯২২)
- ১৪ ফেব্রুয়ারি – বদরুল হায়দার চৌধুরী, বাংলাদেশের প্রধান বিচারপতি (জন্ম ১৯২৫)[১৯]
- ১৪ মে – শওকত ওসমান, লেখক (জন. ১৯১৭)[২০]
- ১ জুন – ব্রজেন দাস, সাঁতারু (জন্ম ১৯২৭)
- ১২ আগস্ট – গাজী শামসুর রাহমান, আইনজীবী, লেখক, অনুবাদক, কলামিস্ট এবং টেলিভিশন ব্যক্তিত্ব (জন. ১৯২১)।
- ৮ অক্টোবর – জশিম, চলচ্চিত্র অভিনেতা (জন্ম ১৯৫০)
- ৩০ নভেম্বর – আবদুল্লাহ-আল-মুতি, শিক্ষাবিদ (জন্ম ১৯৩০)[২১]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ উদ্ধৃতি খালি (সাহায্য)
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Reuters
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Raj Kumar Singh (২০১০)। Relations of NDA and UPA with Neighbours। Gyan Publishing House। পৃষ্ঠা 266। আইএসবিএন 978-81-212-1060-7।
- ↑ "Unocal signs Bangladesh gas deal"। BBC News। ৮ নভেম্বর ২০০৪।
- ↑ "Floods devastate rice Bangladesh rice fields"। CNN। ২৮ নভেম্বর ১৯৯৮।
- ↑ "After the flood: Official Damage Statistics of Bangladesh Flood 1998 – Bangladesh"।
- ↑ "The Mini World Cup, 1998–99 – When cricket really was the winner"। Cricinfo, Wisden Cricketers' Almanack। ২০০০। ৩ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০০৯।
- ↑ "M. Mia Zoni"। Soccerway।
- ↑ "Zakir Hasan"। ESPNcricinfo।
- ↑ "Jaker Ali"। ESPNcricinfo।
- ↑ "Munim Shahriar"। ESPNcricinfo।
- ↑ "Nazmul Hossain Shanto"। ESPNcricinfo।
- ↑ "Hossain Ali"। ESPNcricinfo।
- ↑ "Robiul Islam"। ESPNcricinfo।
- ↑ "Yasir Arafat Mishu"। ESPNcricinfo।
- ↑ "Mosabbek Hossain"। ESPNcricinfo।
- ↑ "Saif Hassan"। ESPNcricinfo।
- ↑ "Towhid Hridoy"। ESPNcricinfo।
- ↑ কাজী এবাদুল হক (২০১২)। "চৌধুরী, বিচারপতি বদরুল হায়দার"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ সৈয়দ আজিজুল হক (২০১২)। "ওসমান, শওকত"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ সাজাহান মিয়া (২০১২)। "শরফুদ্দিন, আবদুল্লাহ আল-মুতী"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।