১৯৭৪ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৭৪ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা। এ বছর ৩০টি চলচ্চিত্র মুক্তি পায়।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
জা নু য়া রি |
৪ | চোখের জলে | আজিজ আজহার | রাজ্জাক, কবরী, রোজী, আনোয়ার হোসেন | সামাজিক, প্রণয় | [২] | |
১৮ | সংগ্রাম | চাষী নজরুল ইসলাম | সুচন্দা, খসরু, নূতন, সৈয়দ হাসান ইমাম, দারাশিকো | যুদ্ধ | বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র | ||
২৫ | আলোর মিছিল | নারায়ণ ঘোষ মিতা | ববিতা, রাজ্জাক, আনোয়ার হোসেন | সামাজিক, যুদ্ধ | বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র | [৩] | |
ফে ব্রু য়া রি |
৮ | আঁধারে আলো | নূর-উল আলম | শাবানা, উজ্জ্বল, আনোয়ার হোসেন, রোজী | |||
১৫ | বাংলার ২৪ বছর | এম. আলী | ইলিয়াস জাভেদ, ইমরুল কায়েস, কবিতা, কাবেরী | যুদ্ধ | বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র | ||
২২ | দূর থেকে কাছে | এস এম শফি | শাবানা, জাফর ইকবাল, অলিভিয়া, ফিরোজ ইফতেখার | প্রণয় | |||
মা র্চ |
১ | শনিবারের চিঠি | এফ এ ফিল্মস | উজ্জ্বল | |||
১৫ | চাবুক | শেখ নজরুল ইসলাম | কবরী, প্রবীর মিত্র | ||||
এ প্রি ল |
১২ | উৎসর্গ | আকবর কবীর পিন্টু | আজিম, শাবানা, উজ্জ্বল, সুমিতা দেবী | |||
১৯ | ঈশা খাঁ | মহিউদ্দিন | আনোয়ার হোসেন, সুজাতা, রোজী, রাজ, শ্রাবণী | জীবনী | |||
২৬ | জেহাদ | এম এ কাশেম | এম এ কাশেম, কবিতা, জসিম, ইনাম আহমেদ, রোজী | ||||
মে | ৩ | টাকার খেলা | আজিম | আজিম, সুজাতা, অলিভিয়া, হাসমত | সামাজিক, প্রণয় | [৪] | |
২৪ | মাসুদ রানা | মাসুদ পারভেজ | সোহেল রানা, অলিভিয়া, কবরী | গোয়েন্দা, মারপিট | কাজী আনোয়ার হোসেন রচিত গোয়েন্দা-কাহিনী অবলম্বনে | [৫] | |
জু ন |
৭ | বিচার | আজিজ মেহের | শাবানা, জাফর ইকবাল, সুচন্দা, জবা চৌধুরী | |||
২১ | ভুল যখন ভাঙ্গলো | রফিকুল বারী চৌধুরী | রাজ্জাক, ববিতা, মায়া হাজারিকা, খান জয়নুল, এটিএম শামসুজ্জামান | প্রণয় | |||
২৮ | বেঈমান | রুহুল আমিন | রাজ্জাক, কবরী, সুজাতা | প্রণয় | [৬] | ||
জু লা ই |
১২ | পরিচয় | আজিজুর রহমান | রাজ্জাক, কবরী, শওকত আকবর, রোজী, আনোয়ারা | |||
গোপাল ভাঁড় | বজলুর রহমান | ||||||
২৬ | ডাকু মনসুর | ইবনে মিজান | শাবানা, ওয়াসিম, সুচরিতা, জবা চৌধুরী, জসিম | ||||
আ গ স্ট |
১৭ | অবাক পৃথিবী | মোস্তফা মেহমুদ | রাজ্জাক, শাবানা, কবরী | প্রণয় | ||
সেপ্টে ম্বর |
৬ | দুই পর্ব | খসরু নোমান | রাজ্জাক, কবরী, আনোয়ার হোসেন, রাজ, খান জয়নুল | |||
অ ক্টো ব র |
১৭ | অন্তরালে | সাইফুল আজম কাশেম | ববিতা, জাফর ইকবাল | |||
ভাইবোন | আলি কওসার | ||||||
ন ভে ম্ব র |
১ | ত্রিরত্ন | প্রমোদ কর | রাজ্জাক, কবরী, রোজী, আশীষ কুমার লোহ, খান আতা | |||
১৫ | কার হাসি কে হাসে | আনন্দ | আনন্দ | যুদ্ধ | বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র | [৭] | |
মালকাবানু | ফয়েজ চৌধুরী | শাবানা, ইলিয়াস জাভেদ, টেলি সামাদ | |||||
ডি সে ম্ব র |
২ | কে আসল কে নকল | মমতাজ আলী | কবিতা, ওয়াসিম, গোলাম মুস্তাফা | |||
৬ | অনেক দিন আগে | এফ কবির চৌধুরী | ইলিয়াস জাভেদ, কল্পনা, মতিন, চন্দনা, সুলতানা | ||||
মামা ভাগ্নে | আকবর কবীর পিন্টু | ||||||
২৪ | জিঘাংসা | ইবনে মিজান | ওয়াসিম, সুচরিতা, জবা চৌধুরী, ফতেহ লোহানী, খলিল | ||||
লং মার্চ টুওয়ার্ডস গোল্ডেন বাংলা | আলমগীর কবির | প্রামান্যচিত্র, যুদ্ধ | বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র | [৮] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of Bangladeshi Film [বাংলা চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। ১৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ "চলচ্চিত্রে রবীন্দ্রনাথ"। দৈনিক মানবজমিন। ৮ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ চিন্ময় মুৎসুদ্দী (১৫ ফেব্রুয়ারি ২০১৫)। "বাংলা চলচ্চিত্রে প্রেম"। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ লিয়াকত হোসেন খোকন (২৬ ফেব্রুয়ারি ২০১২)। "কিং ব দ ন্তি : রূপবান কন্যা সুজাতা"। দৈনিক আমার দেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ "Sohel Rana: My heroines [সোহেল রানাঃ আমার নায়িকারা]"। দ্য ডেইলি স্টার। ১৩ জুলাই ২০১০। ৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ লিয়াকত হোসেন খোকন। "ড্রিম গার্ল অলিভিয়া"। দৈনিক আমার দেশ। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চলচ্চিত্রর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র"। সকালের খবর। ২৬ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Cinema with a cause"। ডকুমেন্টারি টুডে। 1 (2): ৪১। নভেম্বর ২০০৭ [নভেম্বর ২০০৭]।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বাংলাদেশী চলচ্চিত্র (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ১৯৭৪ সালের চলচ্চিত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ আগস্ট ২০২১ তারিখে