১৯৫৮–৫৯ সন্তোষ ট্রফি

১৯৫৮–৫৯ সন্তোষ ট্রফি ছিল সন্তোষ ট্রফির পঞ্চদশ সংস্করণ, ভারতের প্রধান আঞ্চলিক প্রতিযোগিতা। তামিলনাড়ুর মাদ্রাজে অনুষ্ঠিত হয়েছিল।

১৯৫৮–৫৯ সন্তোষ ট্রফি
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
বিবরণ
দেশভারত
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নবাংলা (৯ম শিরোপা)
রানার-আপসার্ভিসেস

ফাইনালে বাংলা সার্ভিসেসকে ১–০ গোলে হারিয়েছেন। ট্রফিটি মাদ্রাজ রাজ্যের অর্থমন্ত্রী সি. সুব্রহ্মণ্যম বাংলার অধিনায়ক এবং গোলরক্ষক আর. গুহকে উপহার দেন। সেমি-ফাইনালে সেবার কাছে হেরেছিল দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ

এটিই প্রথম টুর্নামেন্ট যা লিগ পর্বে ছিল।

সেমি-ফাইনাল

সম্পাদনা
সার্ভিসেস৫–২হায়দ্রাবাদ
  • জয়রামন   ২৩'৬৯'
  • লাহিড়ী   ২৭'৩০'৩৫'
প্রতিবেদন
  • ইউসুফ   ১৮'
  • হামিদ   ৪৪'
বাংলা১–১বোম্বে
বলরাম   ১৮' প্রতিবেদন
  • জাফর   ৫৩'
রেফারি: ভট্টাচার্য (দিল্লি)
বাংলা২–২ (অ.স.প.)
পুনরায় অনুষ্ঠিত হয়েছিল
বোম্বে
প্রতিবেদন
  • বালান   ৪০'
  • দেবদাস   ৭০'
রেফারি: ভট্টাচার্য (দিল্লি)
বাংলা২–১
পুনরায় অনুষ্ঠিত হয়েছিল
বোম্বে
প্রতিবেদন
  • মুস্তাক   ৪০'

ফাইনাল

সম্পাদনা
বাংলা১–০সার্ভিসেস
বলরাম   ৫' প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২০,০০০
রেফারি: বশির আহমেদ (মাদ্রাজ)

তথ্যসূত্র

সম্পাদনা