হ্যামলেট (অভিঘাত খাদ)

হ্যামলেট (ইংরেজি: Hamlet) হল ইউরেনাসের প্রাকৃতিক উপগ্রহ ওবেরনের পৃষ্ঠভাগের জ্ঞাত অংশটিতে অবস্থিত বৃহত্তম অভিঘাত খাদ[২] এটির ব্যাস প্রায় ২০৬ কিলোমিটার। খাদটির নামকরণ করা হয়েছে উইলিয়াম শেকসপিয়র রচিত হ্যামলেট নাটকের নামচরিত্রটির নামানুসারে।[১] খাদটির তলদেশ অন্ধকার এবং উজ্জ্বল রশ্মির একটি মণ্ডল খাদটিকে ঘরে রয়েছে। এই রশ্মি মণ্ডলটি প্রকৃতপক্ষে একটি সংঘর্ষের ফলে উৎক্ষিপ্ত বরফ। তলদেশের অন্ধকারাচ্ছন্ন বস্তুর প্রকৃতি অজ্ঞাত। তবে সম্ববত এটি গভীর তলদেশে হৈম অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট। ১৯৮৬ সালের জানুয়ারি মাসে ভয়েজার ২ মহাকাশযান প্রথম এই অভিঘাত খাদটির ছবি তুলেছিল।[৩]

ওবেরনের একটি মানচিত্র। অন্ধকার তলদেশ সহ বৃহৎ অভিঘাত খাদটি (মধ্যে ডানদিকে) হল হ্যামলেট।

তথ্যসূত্র সম্পাদনা

  1. USGS/IAU (অক্টোবর ১, ২০০৬)। "Hamlet on Oberon"Gazetteer of Planetary Nomenclature। USGS Astrogeology। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৮ 
  2. USGS/IAU"Oberon: Craters"Gazetteer of Planetary Nomenclature। USGS Astrogeology। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৮ 
  3. Smith, B. A.; Soderblom, L. A.; Beebe, A.; Bliss, D.; Boyce, J. M.; Brahic, A.; Briggs, G. A.; Brown, R. H.; Collins, S. A. (৪ জুলাই ১৯৮৬)। "Voyager 2 in the Uranian System: Imaging Science Results"Science233 (4759): 43–64। ডিওআই:10.1126/science.233.4759.43পিএমআইডি 17812889বিবকোড:1986Sci...233...43S