হোসে লুইস গায়া

স্পেনীয় ফুটবলার

হোসে লুইস গায়া পেনিয়া (ইংরেজি: José Luis Gayà; জন্ম: ২৫ মে ১৯৯৫; হোসে লুইস গায়া নামে সুপরিচিত) হলেন পেদ্রেগেরে জন্মগ্রহণকারী একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লা লিগায় ভালেনসিয়া এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পাশের রক্ষণভাগের খেলোয়াড় অথবা মাঝেমধ্যে একজন বাম পাশের মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

হোসে লুইস গায়া
২০১৯ সালে ভালেনসিয়ার হয়ে গায়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হোসে লুইস গায়া পেনিয়া
জন্ম (1995-05-25) ২৫ মে ১৯৯৫ (বয়স ২৯)[]
জন্ম স্থান পেদ্রেগের, স্পেন[]
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)[]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভালেনসিয়া
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়
২০০৬–২০১২ ভালেনসিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৪ ভালেনসিয়া বি ৬৫ (৩)
২০১২– ভালেনসিয়া ১৭৪ (৩)
জাতীয় দল
২০১২ স্পেন অনূর্ধ্ব-১৭ (১)
২০১৩ স্পেন অনূর্ধ্ব-১৮ (০)
২০১৩–২০১৪ স্পেন অনূর্ধ্ব-১৯ ১১ (১)
২০১৩ স্পেন অনূর্ধ্ব-২০ (০)
২০১৪–২০১৭ স্পেন অনূর্ধ্ব-২১ ১৫ (১)
২০১৮– স্পেন (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:৩৯, ২৩ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৩৯, ২৩ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৬–০৭ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব ভালেনসিয়ার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে গায়া ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই তিনি নিজের খেলার বিকাশ করেছেন। ২০১২–১৩ মৌসুমে, প্রথমে ভালেনসিয়া বি-এর হয়ে এবং পরবর্তীতে ভালেনসিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন,[] ভালেনসিয়ার হয়ে তিনি এপর্যন্ত ৮ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ১৭৪ ম্যাচে ৩টি গোল করেছেন।

দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, গায়া এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যেটি তিনি ভালেনসিয়ার হয়ে জয়লাভ করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "José Luis Gayá"Eurosport। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০ 
  2. "ভালেনসিয়ার হয়ে খেলা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা