হোসিন হাসিয়ান
হোসিন হাসিয়ান (জন্ম ৭ই জুলাই, ১৯৮৬ অ্যান্ডোরা লা ভেলাতে) একজন সাঁতারু। তিনি গ্রীসের অ্যাথেন্সে অনুষ্ঠিত ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যান্ডোরার প্রতিনিধিত্ব করেন। এরপর তিনি ২০০৮ বেজিং অলিম্পিকেও অংশ নেন। তিনি অ্যান্ডোরার পতাকা বাহকও ছিলেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | কনস্ট্যান্টিন হোসিন হাসিয়ান |
জাতীয়তা | অ্যান্ডোরা |
ক্রীড়া | |
ক্রীড়া | সাঁতার |
পদকের তথ্য |