হোসনে আরা পুতুল
বাংলাদেশী অভিনেত্রী ও মডেল
হোসেন আরা পুতুল একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। ১৯৯৪ সালে হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিশেষ শাখায় শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে অর্জন করেন।[১]
হোসেন আরা পুতুল | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | পুতুল |
পেশা | মডেল, অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯০-বর্তমান |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৪) |
কর্মজীবনসম্পাদনা
২০০৪ সালে তিনি শ্যামল ছায়া চলচ্চিত্রে অভিনয় করেন, যা বিদেশী ভাষা চলচ্চিত্র বিভাগে ৭৮ তম একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশর পক্ষে জমা দেওয়া হয়। ২০১৪ সালে শুরু হওয়া তিনি জোনাকির আলো ছবিতেও তিনি অভিনয় করেন, যা বিদেশী ভাষা চলচ্চিত্র বিভাগে ৭৮ তম একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশর পক্ষে জমা দেওয়া হয় কিন্তু মনোনীত হয়নি।
ব্যক্তিগত জীবনসম্পাদনা
তিনি ব্যবসায়ী মতিনকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।[২]
চলচ্চিত্রের তালিকাসম্পাদনা
বছর | চলচ্চিত্র |
---|---|
১৯৯৪ | আগুনের পরশমনি |
২০০৪ | শ্যামল ছায়া |
২০০৪ | রূপকথার গল্প |
২০০৮ | আমার আছে জল |
২০১৪ | জোনাকির আলো |
পুরস্কারসম্পাদনা
বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ | ফল |
---|---|---|---|---|
১৯৯৪ | আগুনের পরশমনি | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | বিশেষ পুরস্কার (শ্রেষ্ঠ শিশু শিল্পী) | বিজয়ী[৩] |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "পুত্র সন্তানের মা হলেন পুতুল"। ঢাকাটাইমস। ১৪ নভেম্বর ২০১৫। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৮।
- ↑ "চলচ্চিত্রে হুমায়ূন, হুমায়ূনের চলচ্চিত্র"। দেশে বিদেশে। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৫।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে হোসনে আরা পুতুল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বাংলা মুভি ডেটাবেজে হোসনে আরা পুতুল
- ইন্টারনেট মুভি ডেটাবেজে হোসনে আরা পুতুল (ইংরেজি)
- ফিল্মওতে হোসেন আরা পুতুল