হেব্বুলি (চলচ্চিত্র)

২০১৬ এর ভারতীয় চলচ্চিত্র
(হেবূলি (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

হেব্বুলি (বাংলা: শক্তিশালী হিংস্র বাঘ) হলো ২০১৭ সালে মুক্তি পাওয়া, ভারতীয় কন্নড় ভাষার থ্রিলার অ্যাকশন চলচ্চিত্র। এটি পরিচালনা করেন এস. কৃষ্ণা।[৩][৪] চলচ্চিত্রটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কিচ্চা সুদীপ, ভি. রবিচন্দ্রন, অমলা পল প্রমুখ[৫]

হেব্বুলি
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকএস. কৃষ্ণা
প্রযোজক
  • রঘুনাথ
  • উমাপতি শ্রীনিবাস
রচয়িতাসিরি (সংলাপ)
কাহিনিকারএস. কৃষ্ণা
শ্রেষ্ঠাংশে
সুরকারঅর্জুন জন্যা
চিত্রগ্রাহকএ. করুনাকার
সম্পাদকদীপু এস. কুমার
প্রযোজনা
কোম্পানি
  • এসআরভি প্রোডাকশন
  • উমাপথি ফিল্মস
পরিবেশকজ্যাক মঞ্জুনাথ (মাইশুর টকিস)
মুক্তি
  • ২৩ ফেব্রুয়ারি ২০১৭ (2017-02-23)
দেশভারত
ভাষাকন্নড়
নির্মাণব্যয়২০ কোটি[১]
আয়৫৬ কোটি[২]

চলচ্চিত্রটি প্রযোজনা করেন এস আর ভি প্রোডাকশন। ভারতের বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, জম্মু-কাশ্মীর এবং আইসল্যান্ডেও "হেব্বুলি" চলচ্চিত্রের শ্যুটিং হয়। চলচ্চিত্রটি ২৩শে ফেব্রুয়ারি ২০১৭ সালে মুক্তি পায়।

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

"হেবূলি" চলচ্চিত্রের গল্প শুরু হয় ক্যাপ্টেন রামের (সুদীপ) উদ্ধার অভিযানের মাধ্যমে। যেখানে ৩ জন ডাক্তার, যাদের মধ্যে ডাঃ নন্দীনিও ছিলো। নন্দীনি রামের প্রেমে পড়ে, কিন্তু সে তাকে বলতে পারছিলো না। এক রাতে রামের কাছে চিঠি এলো তার ভাই আইএএস (IAS) অফিসার সত্য মুর্তি (রবীচন্দ্রন) মারা গেছেন। তখন সে ব্যাঙ্গালুর চলে আসে এবং তার ভাই কীভাবে মারা গেছে তার তদন্ত করে। পুলিশরা তার ভাই আত্মহত্যা করেছে বললেও রাম তা বিশ্বাস করতে পারছে না, সে মনে করে তার ভাইকে হত্যা করা হয়েছে। একপর্যায়ে রাম তার ভাইয়ের খুনীদের হত্যা করে এর প্রতিশোধ নেয় এবং এর মধ্যে দিয়ে গল্পের পরিসমাপ্তি ঘটে।

কুশীলব সম্পাদনা

মুক্তি সম্পাদনা

হেবূলি চলচ্চিত্রটি ২৩শে ফেব্রুয়ারি ২০১৭ সালে ভারতের ৫০০টি স্ক্রিনে মুক্তি পায়, যেটি কন্নড ভাষার চলচ্চিত্রের সবচেয়ে বড় চলচ্চিত্র মুক্তি।[৬]

সাউন্ডট্র্যাক সম্পাদনা

হেবূলি
অর্জুন জনিয়া
কর্তৃক সাউন্ড ট্র্যাক
মুক্তির তারিখ২৫ ডিসেম্বর ২০১৬ (2016-12-25)
শব্দধারণের সময়২০১৬
ঘরানাচলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক
সঙ্গীত প্রকাশনীজি মিউজিক
প্রযোজকঅর্জুন জনিয়া

হেবূলি চলচ্চিত্রের গানসমূহ স্কোর এবং কম্পোজ করেন অর্জুন জনিয়া।[৭] গানের অডিও অফিসিয়ালি মুক্তি পায় ২৫শে নভেম্বর ২০১৬ সালে।[৮]

ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামগীতিকারগায়কদৈর্ঘ্য
১."হুল্লি হুল্লি"সিথানসিদ্ধার্থ বাসরুর 
২."সুন্দারি"সান্তোষ নায়েকবিজয় প্রকাশ, অনুরাধা বাট 
৩."উসাইর উসাইর"কাবিরাজশান শ্রেয়া ঘোষাল 
৪."ডিবেয়ার"হর্ষ প্রিয়াআরমান মালিক 
৫."ইয়েন্নেনু সুডা"সান্তোষ নায়েকরাজেশ কিষাণ, বিজয় প্রকাশ 
৬."হেবূলি থিম সং" জ্যাক স্টাইল, অরুণরাজা কমারাজ 

তথ্যসূত্র সম্পাদনা

  1. Hebbuli 1st day box office collection: Sudeep's film gets fantastic opening. Ibtimes.co.in (23 February 2017). Retrieved on 2017-06-17.
  2. Hebbuli box office collection: Sudeep's film ends its 1st weekend on a high note. Ibtimes.co.in (27 February 2017). Retrieved on 2017-06-17.
  3. Sharadhaa, A। "After Gajakesari, S Krishna to Make Hebbuli"The New IndiIndi Express। ৮ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬ 
  4. "Guess Who Is Sudeep's Brother In 'Hebbuli'?"। Filmibeat। ২৪ ফেব্রুয়ারি ২০১৬। 
  5. Karthik, Janani (২১ এপ্রিল ২০১৬)। "Amala Paul to make her Kannada debut with Sudeep's film"Times Of India। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬ 
  6. "Biggest-ever release for Sudeep's Hebbuli"The Times of India। ৬ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৭ 
  7. "Hebbuli Unplugged"The New Indian Express। ২৩ ডিসেম্বর ২০১৬। 
  8. "Hebbuli Music Rights Sold For A Whopping Amount"। Filmibeat.com। ২৩ ফেব্রুয়ারি ২০১৭। 

বহিঃসংযোগ সম্পাদনা