হুরমতি
শবনম পারভিন পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র
হুরমতি ২০২৪ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। শবনম পারভীন প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা, গল্প, চিত্রনাট্য, সংলাপ লেখার সাথে পরিচালনা করেছেন শবনম পারভীন।[১] প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম পারভীন। চলচ্চিত্রে পুরুষদ শাষিত সমাজে একজন নারী কর্মসংস্থানে কী ধরনের অবস্থার সম্মুখীন হয় তা তুলে ধরা হয়েছে। যা ১৩ই ডিসেম্বর মুক্তি পায়।[২]
হুরমতি | |
---|---|
![]() প্রচারণা পোস্টার | |
পরিচালক | শবনম পারভীন |
চিত্রনাট্যকার | শবনম পারভীন |
কাহিনিকার | শবনম পারভীন |
শ্রেষ্ঠাংশে | শবনম পারভীন |
সুরকার | শওকত আলী ইমন |
সম্পাদক | সোহিদুল |
প্রযোজনা কোম্পানি | শবনম পারভিন প্রোডাকশন |
পরিবেশক | অভি কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পী
সম্পাদনা- শবনম পারভীন
- দিলারা জামান
- মাহমুদুল ইসলাম মিঠু
- সনি রহমান
- শ্রাবণ শাহ
- নিলয়
- অভি
- সমাপ্তি মাশুক
নির্মাণ
সম্পাদনা২০১৯ সালে হুরমতি বানিয়েছিলেন শবনম পারভীন। তবে করোনাসহ নানা কারণে মুক্তি দিতে পারেননি। অবশেষে ১৩ ডিসেম্বর মুক্তির জন্য নির্ধারণ করা হয়। শবনম বলেন, ‘আমার ইচ্ছা ছিল ২০২০ সালে হুরমতি মুক্তি দেওয়ার। ডেটও নিয়েছিলাম। কিন্তু করোনা এসে যাওয়ায় তা আর সম্ভব হয়নি।'[৩]
মুক্তি
সম্পাদনা২০২৪ সালের ১৩ই ডিসেম্বর অভি কথাচিত্রের বিতরণে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আলম, মনজুরুল (২০২৪-১২-১৩)। "বাড়ি বিক্রি করে সিনেমা, 'হুরমতি' অভিনেত্রীর ববিতা হতে চাওয়ার অজানা গল্প"। দৈনিক প্রথম আলো। ২০২৪-১২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৮।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "শবনম পারভীনের 'হুরমতি' মুক্তি পাচ্ছে আজ"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। ২০২৪-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৮।
- ↑ "শুক্রবার আসছে শবনম পারভীনের 'হুরমতি'"। www.ajkerpatrika.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-১২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে হুরমতি (ইংরেজি)