হীরালাল গায়কোয়াড়

ভারতীয় ক্রিকেটার

হীরালাল ঘসুলাল গায়কোয়াড় (উচ্চারণ; মারাঠি: हिरालाल गायकवाड; জন্ম: ২৯ আগস্ট, ১৯২৩ - মৃত্যু: ২ জানুয়ারি, ২০০৩) তৎকালীন ব্রিটিশ ভারতের নাগপুর এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

হীরালাল গায়কোয়াড়
১৯৫২ সালের সংগৃহীত স্থিরচিত্রে হীরালাল গায়কোয়াড়
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহীরালাল ঘসুলাল গায়কোয়াড়
জন্ম২৯ আগস্ট, ১৯২৩
নাগপুর, ব্রিটিশ ভারত
মৃত্যু২ জানুয়ারি, ২০০৩
বাগডোগরা, পশ্চিমবঙ্গ, ভারত
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
বামহাতি মিডিয়াম পেস
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৬২)
২৩ অক্টোবর ১৯৫২ বনাম পাকিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১০১
রানের সংখ্যা ২২ ২৪৮৭
ব্যাটিং গড় ১১.০০ ১৯.৪২
১০০/৫০ -/- ২/১০
সর্বোচ্চ রান ১৪ ১৬৪
বল করেছে ২২২ ২৬০০৬
উইকেট - ৩৭৫
বোলিং গড় - ২৩.৬২
ইনিংসে ৫ উইকেট - ২১
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ৭/৬৭
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ৪৩/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২১ জানুয়ারি ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মধ্য প্রদেশ ও বেরার, হোলকার, মধ্য ভারত ও মধ্যপ্রদেশ দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স কিংবা বামহাতি মিডিয়াম পেস বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন হীরালাল গায়কোয়াড়

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৪১-৪২ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত হীরালাল গায়কোয়াড়ের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। হীরালাল গায়কোয়াড় বামহাতি বোলার ছিলেন। স্লো কিংবা মিডিয়াম পেস সহযোগে বোলিং কর্মে অগ্রসর হতেন। নিচেরসারির কার্যকর ব্যাটিংয়ের অধিকারী ছিলেন। চল্লিশ ও পঞ্চাশের দশকে হোলকার দলের অন্যতম খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছিলেন। দুই দশকেরও অধিক সময় প্রথম-শ্রেণীর ক্রিকেটের সাথে নিজেকে যুক্ত রেখেছিলেন। এ পর্যায়ে ২৩.৬০ গড়ে ৩৭৪ উইকেট ও ১৯.৪০ গড়ে ২,৪৮৪ রান সংগ্রহ করেছিলেন হীরালাল গায়কোয়াড়।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন হীরালাল গায়কোয়াড়। ২৩ অক্টোবর, ১৯৫২ তারিখে লখনউয়ে স্বাগতিক পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

লখনৌউ টেস্টে বিনু মানকড়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। ব্যাটসম্যানেরা তার কাছ থেকে রান নিতে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতেন। গায়কোয়াড় ৩৭ ওভার বোলিং করেছিলেন। মাত্র ৪৭ রান দেন। তবে, কোন উইকেটের সন্ধান পাননি। এরপূর্বে ১৯৫২ সালে ভারতীয় দলের সাথে ইংল্যান্ড গমন করেছিলেন। কিন্তু, কোন টেস্টে অংশগ্রহণের সুযোগ পাননি তিনি।

২ জানুয়ারি, ২০০৩ তারিখে ৭৯ বছর বয়সে পশ্চিমবঙ্গের বাগডোগরা এলাকায় হীরালাল গায়কোয়াড়ের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. List of India Test Cricketers
  2. "India – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০ 
  3. "India – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা